/indian-express-bangla/media/media_files/2025/05/11/aeD8xkKKL8UOoRs4YfgO.jpg)
৮৪ বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার (ছবিটি প্রতীকী)
New Zealand Cricket Team: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টেই আপাতত কাবু গোটা ভারতবর্ষ। শুক্রবার (৩০ মে) এই টুর্নামেন্টের এলিমিনেটর ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে খেলতে নামবে গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই ম্য়াচ শুরুর আগে গোটা ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন কোচ ডেভিড ট্রিস্ট (David Trist)। ৭৭ বছর বয়সি ট্রিস্ট ক্রাইস্টচার্চে মারা (Cricketer Death) গিয়েছেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিধ্যে গভীর শোকজ্ঞাপন করা হয়েছে। ট্রিস্টের পরিবারকে জানানো হয়েছে গভীর সমবেদনা।
Cricketer Death: নেমে এল শোকের ছায়া, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ক্রিকেটার
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে লেখা হয়েছেন, 'ট্রিস্টের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে ডেভিড ট্রিস্টের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ওঁর কোচিংয়ে নিউজিল্যান্ড ক্রিকেট দল যথেষ্ট সাফল্য অর্জন করেছে।'
/indian-express-bangla/media/media_files/2025/05/30/2Dg2PNswktrJLtVFu1kC.jpg)
Cricketer Death: ক্যানসার কেড়ে নিল প্রাণ, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ক্রিকেটার
কোচিং দুনিয়ার 'দ্রোণাচার্য' ছিলেন ডেভিড ট্রিস্ট
ডেভিড ট্রিস্টকে ক্রিকেট বিশ্ব তাঁর কোচিংয়ের জন্য চিরকাল মনে রাখবে। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত নিউজিল্যান্ড ক্রিকেট দলকে কোচিং করিয়েছেন তিনি। প্রসঙ্গত, তাঁর কোচিংয়েই ২০০০ সালে নিউজিল্যান্ড ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল। এটাই কিউয়ি দলের প্রথম আইসিসি ট্রফি জয় ছিল।
Cricketer Demise: শোকের ছায়া দেশজুড়ে, সকলকে কাঁদিয়ে চলে গেলেন ভারতীয় ক্রিকেটার
একনজরে কোচিং কেরিয়ার
১৯৯৯ সালে স্টিভ রিক্সনকে সরিয়ে ট্রিস্টকে নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ করা হয়েছিল। কোচ হিসেবে ভারতেই প্রথম বিদেশ সফর করেছিলেন তিনি। তিন টেস্ট ম্য়াচের সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে জয়লাভ করেছিল। নিউজিল্যান্ডের কোচ হওয়ার আগে ট্রিস্ট ১৯৮৯-১৯৯৩ সাল পর্যন্ত ক্যান্টারবেরির 'হেডস্যার' ছিলেন। সেইসময় তিনি দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং হংকংয়ে নিজের প্রভাব বিস্তার করেছিলেন।
দেখে নিন ডেভিড ট্রিস্টের ক্রিকেট কেরিয়ার
পেস বোলার ডেভিড ট্রিস্ট ক্রিকেটার হিসেবে অবশ্য খুব বেশি নজর কাড়তে পারেননি। কিন্তু, একটি অনন্য রেকর্ড কায়েম করেছিলেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৪ ম্যাচে তিনি ২৬৭ রান করার পাশাপাশি ৫৭ উইকেটও শিকার করেছেন। এছাড়া লিস্ট এ ফরম্যাটে তিনি ৬ ম্য়াচে ১০ উইকেট শিকার করেন।