scorecardresearch

কপাল পুড়ল এই চার তারকার! টেস্ট দল থেকে হঠাৎ কেন বাদ

শুক্রবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে যেমন একাধিক নতুন মুখ, তেমন চেনা কয়েকজনও বাদ পড়লেন।

কপাল পুড়ল এই চার তারকার! টেস্ট দল থেকে হঠাৎ কেন বাদ

চেতন শর্মার নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। টেস্ট দলের নিয়মিত কয়েকজন তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিত শর্মা দুই টেস্টেই বিশ্রামে থাকছেন। প্ৰথম টেস্টে নেই বিরাট কোহলি। তাঁর অনুপস্থিতিতে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। সহকারী অধিনায়ক হবেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তন করে বিরাট কোহলি নেতৃত্ব দেবেন যথারীতি।

একাধিক তারকা বিশ্রামে থাকায় বেশ কিছু নতুন মুখকে জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। জয়ন্ত যাদবদের মত তারকাদের ফিরিয়ে নিয়ে নির্বাচকরা যেমন চমক দিয়েছেন, তেমন বেশ কিছু চেনা মুখ আবার জাতীয় দলের স্কোয়াডে থাকা থেকে বঞ্চিত হলেন।

আরও পড়ুন: ওয়ানডে নেতৃত্বও ছেড়ে দেবেন কোহলি! কোচিং ছেড়েই বোমা ফাটালেন শাস্ত্রী

হনুমা বিহারি: টেস্ট দলের স্কোয়াডে হনুমা বিহারিকে না রেখে নির্বাচকরা অপ্রত্যাশিত চমক দিয়েছেন। সিডনি শেষবার জাতীয় দলের হয়ে শেষবার যখন খেলেছিলেন তখন আহত হয়েও মাঠ ছাড়েননি। দলকে নিরাপদে সীমানায় পৌঁছে বাইশ গজ ছেড়েছিলেন। এরপরে ইংল্যান্ড সফরে থাকলেও বিহারি প্রথম একাদশে খেলার সুযোগ পাননি। দলের একাধিক তারকা বিশ্রামে থাকায় বিহারির অন্তর্ভুক্তি কার্যত নিশ্চিত ছিল। তবে নির্বাচকরা শ্রেয়স আইয়ারকে বিহারীর জায়গায় নির্বাচিত করেছেন।

জাতীয় দলের বাইরে রাখলেও বিহারিকে ভারতীয়-এ দলের দক্ষিণ আফ্রিকা সফরের জন্য স্কোয়াডে রাখা হয়েছে। প্রোটিয়াজ সফরে বেশ কিছু বড় রানের ইনিংস ফের জাতীয় দলে ফেরাতে পারে তাঁকে। আপাতত সেই চেষ্টাই করবেন তারকা।

আরও পড়ুন: টেস্ট দলে থেকে সরাসরি বাদ বিহারি! দল ঘোষণার দিনেই প্রকাশ্যে জানা গেল কারণ

সূর্যকুমার যাদব: সীমিত ওভারের ফরম্যাটে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক ঘটিয়ে ফেললেও টেস্টের ময়দানে এখনও আত্মপ্রকাশ ঘটেনি তারকার। শ্রীলঙ্কা সফর শেষেই পৃথ্বী শয়ের সঙ্গে সূর্যকুমার যাদবকে ইংল্যান্ড সফররত ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এমনিতে সূর্যকুমারের ওপর টিম ম্যানেজমেন্টের আস্থা রয়েছে। তা-ও টেস্টে একবারও সুযোগ না দিয়ে সূর্যকুমারের মত তরুণ তুর্কিকে কেন বাইরে পাঠিয়ে দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠছে। দক্ষিণ আফ্রিকা সফররত ভারতের এ দলের স্কোয়াডেও রাখা হয়নি সূর্যকুমারকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ স্কোয়াডে রয়েছেন তিনি। তারপরে বিশ্রাম নিয়ে দক্ষিণ আফ্রিকায় সীমিত ওভারের সিরিজে তাঁকে রাখা হতে পারে। টি২০ বিশ্বকাপেও জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।

আরও পড়ুন: সৌরভের সঙ্গে সম্পর্ক কি এখনও তেতো! দায়িত্ব ছাড়তেই মুখ খুললেন শাস্ত্রী

জয়দেব উনাদকাট: ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ খেলার পরেও ফের একবার নির্বাচকদের কাছে ব্রাত্য হতে হল জয়দেব উনাদকাটকে। শেষবার বোর্ড যেবার রঞ্জি ট্রফি আয়োজন করেছিল ২০১৯/২০ মরশুমে, সেবার উনাদকাট ৬৭ উইকেট নিয়েছিলেন। সৌরাষ্ট্রকে নেতৃত্ব দিয়ে খেতাবও জিতিয়েছেন তারকা।

শুধু জাতীয় দল-ই নয়, এ দলের স্কোয়াডেরও বাইরে রাখা হয়েছে তাঁকে। তাঁর ওপর যে নির্বাচকদের আস্থা নেই, এতেই স্পষ্ট। উনাদকাট অবশ্য জাতীয় দলের হয়ে আগে খেলেছেন। ২০১০-এ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক ঘটে তাঁর। এরপরে ৭টি ওয়ানডে এবং ১০টি টি২০ খেলেছেন।

পৃথ্বী শ: ব্যাট হাতে আইপিএলে ফর্মে ছিলেন পৃথ্বী শ। ১৫৯.১৩ স্ট্রাইক রেটে ৪৭৯ রান করেছিলেন পৃথ্বী শ। তা সত্ত্বেও জাতীয় দলে ফের একবার বঞ্চিতই থাকতে হল পৃথ্বী শ-কে। টি২০ তো বটেই টেস্ট স্কোয়াডেও জায়গা হয়নি তারকার। এটাই ক্রিকেট মহলকে অবাক করেছে। গত মরশুমে অস্ট্রেলিয়া সফরের পরে বাদ পড়ার পরে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারেতে ঝুড়ি ঝুড়ি রান করে নিজেকে প্রমাণ করেছিলেন নিজেকে। তারপরে শ্রীলঙ্কা সফরের সীমিত ওভারের স্কোয়াডে পৃথ্বী শ-কে রাখা হয়েছিল। তারপরে ইংল্যান্ড সফরে উড়িয়ে নিয়ে যাওয়া হয় তারকাকে। এরপরে আইপিএলেও ব্যাট হাতে ছন্দে ছিলেন তারকা। তারপরেও কেন পৃথ্বী শ-কে বাদ পড়তে হল, সেটাই বুঝতে পারছে না ক্রিকেট মহল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, জয়ন্ত যাদব

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Four unlucky indian cricketers who were not picked for test squad against new zealand