/indian-express-bangla/media/media_files/2025/07/28/manchester-test-last-day-drama-2025-07-28-09-18-23.jpg)
Ben Stokes draw offer declined: বেন স্টোকসকে পাত্তাই দিলেন জাডেজা-ওয়াশিংটন
India England 4th Test draw rejected: ম্যানচেস্টারে ভারত একপ্রকার হেরে যাওয়া ম্যাচে অবিশ্বাস্যভাবে ফিরে এসে ইতিহাস গড়েছে। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) মধ্যে রেকর্ড পার্টনারশিপের ফলে চতুর্থ টেস্ট (IND vs ENG 4th Test Match) ড্র হয়েছে। তবে পঞ্চম ও শেষ দিনের শেষ ঘণ্টায় মাঠে দেখা যায় চরম নাটক। যে নাটক ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ক্রিকেটের স্পিরিট নষ্ট করার অভিযোগ উঠেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। যা ঘরে তোলপাড় ক্রিকেট দুনিয়া।
আসলে, ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) হাত মিলিয়ে ম্যাচ শেষ করতে চাইছিলেন, কিন্তু রবীন্দ্র জাডেজা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই মুহূর্তটি আসে ১৩৮তম ওভারের পর, যখন আম্পায়ার দুই দলকে ম্যাচ ড্র ঘোষণার জন্য হাত মেলাতে অনুমতি দেন।
আরও পড়ুন চরম দুঃসংবাদে ছারখার টিম ইন্ডিয়া, ছিটকেই গেলেন তারকা ব্যাটার, বদলি ঘোষণা BCCI-এর
স্টোকস হাত বাড়িয়ে ম্যাচ শেষ করতে চাইলেও, তখন নিজের শতরান থেকে মাত্র ১১ রান দূরে থাকা জাডেজা সেটা মানতে রাজি হননি। টেস্ট ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনের নিয়ম ১২.৭.৬ অনুযায়ী, শেষ ঘণ্টায় অন্তত ১৫ ওভার বল করতে হবে এবং যেকোনও বিঘ্ন বা নতুন ইনিংস শুরু হলে তা প্রতি ৪ মিনিটে ১ ওভার হিসেবে গণনা হবে। ম্যাচের শেষ দিনে, যদি দুই অধিনায়ক (বা ক্রিজে থাকা ব্যাটাররা তাদের অধিনায়কের পক্ষে) মনে করেন যে জেতার আর কোনও সম্ভাবনা নেই, তাহলে তারা শেষ ঘণ্টা শুরু হওয়ার পর বা কমপক্ষে ১৫ ওভার বাকি থাকলে, ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নিতে পারেন।
আরও পড়ুন জাডেজা-সুন্দর কেন হাত মেলাননি স্টোকসের সঙ্গে, সাফ জানিয়ে দিলেন শুভমান গিল
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই জাডেজা নিজের শতরান পূর্ণ করেন। কারণ, ইংল্যান্ড তখন হ্যারি ব্রুককে দিয়ে ধীরে এবং লুপ করে বল করাতে শুরু করে। জাডেজা একটি দুর্দান্ত ছয় মেরে নিজের পঞ্চমম টেস্ট শতরান পূর্ণ করেন। স্টাম্প মাইকে বেন স্টোকসের একটি মন্তব্য ধরা পড়ে: “তুমি হ্যারি ব্রুকের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করতে চাও?”
Scored a hundred, saved the Test, farmed ♾ aura! 💁♂#RavindraJadeja didn't hesitate, till the end 👀#ENGvIND 👉 5th TEST | Starts THU, 31st July, 2:30 PM | Streaming on JioHotstar! pic.twitter.com/cc3INlS07P
— Star Sports (@StarSportsIndia) July 27, 2025
এরপর ওয়াশিংটন সুন্দরও দ্রুতগতিতে নিজের টেস্ট কেরিয়ারের প্রথম শতরান করে ফেলেন। সুন্দরের শতরানের পর দুই দলের খেলোয়াড়েরা হাত মিলিয়ে ম্যাচ ড্র ঘোষণা করেন। প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন শেষদিকে হ্যারি ব্রুকের বোলিংকে ‘হাস্যকর’ বললেও, তিনি এটাও বলেন যে সুন্দর তাঁর শতরান পুরোপুরি প্রাপ্যভাবেই অর্জন করেছেন।
আরও পড়ুন জাডেজা-ওয়াশিংটনের 'সুন্দর' সেঞ্চুরি, ইংল্যান্ডের মুখে গ্রাস কেড়ে চতুর্থ টেস্ট ড্র ভারতের