India vs England: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্য়াচ ড্র হয়ে গিয়েছে। ম্য়াচের শেষে টিম ইন্ডিয়ার 'হিরো' হয়ে উঠেছেন ওয়াশিংটন (Washington Sundar) সুন্দর এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এই ২ ক্রিকেটারের কারণেই ম্য়ানচেস্টার টেস্ট ম্য়াচটা (IND vs ENG 4th Test Match) ভারত ড্র করতে পেরেছে। এই ম্য়াচে টস হারার পর প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রথম ইনিংসে তারা ৩৫৮ রান করতে পেরেছিল। এরপর ইংল্যান্ডের ক্রিকেটাররা দুর্দান্ত ব্যাটিং করে। ৬৬৯ রানের একটা পাহাড়প্রমাণ স্কোর তারা খাড়া করে। প্রথম ইনিংসের বিচারে ইংল্যান্ড ৩১১ রানের লিড হাসিল করে।
শুরুটা খারাপ করেছিল ভারত
চতুর্থ টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে ভারতীয় ক্রিকেট দলের শুরুটা একেবারে ভাল হয়নি। সাই সুদর্শন এবং যশস্বী জয়সওয়াল শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে যান। সেইসময় টিম ইন্ডিয়ার স্কোরও শূন্য ছিল। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার আকাশে আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করে। অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এবং কেএল রাহুলের মধ্যে ১৮৮ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। রাহুল ৯০ রান এবং গিল ১০৩ রান করে আউট হন। এরপর রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দাঁতে দাঁত চেপে লড়াই করলেন।
দুর্দান্ত ব্যাটিং করলেন রবীন্দ্র জাদেজা
রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর ব্রিটিশ বোলারদের সামনে কার্যত কঠিন প্রাচীরের মতো দাঁড়িয়ে রইলেন। শেষপর্যন্ত তাঁরা অপরাজিত থাকেন। জাদেজা ১০১ রান এবং সুন্দর ১০৭ রান করেন। এই দুই ভারতীয় ব্যাটারের শতরানের পর দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করেন। শেষপর্যন্ত টেস্ট ম্য়াচ ড্র ঘোষণা করা হয়।
IND vs ENG 4th Test: সেঞ্চুরি আটকাতে চরম নোংরামি, 'বেহায়া' স্টোকসকে 'অওকাত' দেখিয়ে দিলেন জাডেজা
সেঞ্চুরি করলেন ভারতের ৩ ব্যাটার
ভারতীয় ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল যে কোনও টেস্ট ম্য়াচের তৃতীয় ইনিংসে দলের তিনজন ব্যাটার শতরান হাঁকালেন। এই তালিকায় নাম রয়েছে শুভমান গিল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের। ইতিপূর্বে চতুর্থ ইনিংসেও ভারতের ৩ ব্যাটার কখনও একসঙ্গে সেঞ্চুরি করতে পারেননি।
IND vs ENG 5th Test: চরম দুঃসংবাদে ছারখার টিম ইন্ডিয়া, ছিটকেই গেলেন তারকা ব্যাটার, বদলি ঘোষণা BCCI-এর
টিম ইন্ডিয়ার সামনে সিরিজ ড্র করার সুযোগ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চতুর্থ টেস্ট ম্য়াচ ড্র হয়ে গেলেও টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত চলতি সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। আগামী ৩১ জুলাই থেকে এই দুটো দলের মধ্যে পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্য়াচ শুরু হবে। এই ম্য়াচে যদি ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করতে পারে, তাহলে সিরিজও ড্র করার সুযোগ শুভমানদের সামনে থাকবে।