Advertisment

ভারতের এবার ধোনিকে বাদ দিয়ে ভাবা উচিত: গৌতম গম্ভীর

মহেন্দ্র সিং ধোনির ভবিষ্য়ত নিয়ে এবার মুখ খুললেন গৌতম গম্ভীর। গৌতি বলছেন যে, দেশের স্বার্থের কথা মাথায় রেখেই এবার ধোনির ব্য়াপারে সিদ্ধান্ত নিক টিম ম্য়ানেজমেন্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
 M.S. Dhoni picks two unforgettable instances of his cricket career

কেরিয়ারের সেরা দুই মুহূর্ত বেছে নিলেন ধোনি, যা তাঁর হৃদয়ে থাকবে আজীবন

মহেন্দ্র সিং ধোনির ভবিষ্য়ত নিয়ে এবার মুখ খুললেন তাঁর প্রাক্তন বিশ্বকাপ জয়ী সতীর্থ গৌতম গম্ভীর। দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে গৌতি বলছেন যে, দেশের স্বার্থের কথা মাথায় রেখেই এবার ধোনির ব্য়াপারে সিদ্ধান্ত নিক টিম ম্য়ানেজমেন্ট। বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে দেখা যায়নি মাহিকে। আপাতত বিশ্রামেই রয়েছেন তিনি। চলতি বছরের শেষের দিকে তাঁকে ফের দেশের হয়ে খেলতে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।

Advertisment

আরও পড়ুন: গলি ক্রিকেটের ভিডিও শেয়ার করলেন ধোনি, বললেন স্কুলের দিনগুলো ছিল এরকমই

ধোনির অবসরের প্রসঙ্গে গম্ভীরের বক্তব্য়, "আমার মনে হয় অবসরের সিদ্ধান্ত ব্য়ক্তি বিশেষের ওপর নির্ভর করে। তার আগে পর্যন্ত কেউ খেলতেই পারে। কিন্তু ভবিষ্য়তের কথা ভাবতেই হবে। আমি ধোনিকে পরের বিশ্বকাপে দেখছি না। বিরাট কোহলি বা যেই ক্য়াপ্টেন হোক না কেন তাঁর সেই সাহসটা থাকা উচিত যে, বলতে পারবে আসন্ন বিশ্বকাপে ধোনি দলের সদস্য নয়, ফলে তরুণ কোনও উইকেটকিপারকেই গ্রুম করা হোক আগামীর কথা ভেবে। সেটা ঋষভ পন্থ বা সনজু স্য়ামসন যে কেউ হতে পারে। ধোনির নয় বিষয়টা, দেশের ব্য়াপার এটা। ধোনি পরের বিশ্বকাপ খেলবে না। ভারতকে কিন্তু পরের বিশ্বকাপ জিততে হবে। আমি ব্য়ক্তিগত ভাবে মনে করি ভারতীয় ক্রিকেটের এবার ধোনিকে বাদ দিয়ে ভাবা উচিত।"

-->

কিছুদিন আগে ধোনির অবসরের প্রসঙ্গে যুবরাজ সিংসুরেশ রায়না নিজেদের বক্তব্য় জানিয়েছিলেন। যুবি বলেছিলেন, "ধোনির অবসর নিয়ে কথা বলাটা ঠিক হচ্ছে না। ওকে সময় দিতে হবে। ওই সিদ্ধান্ত নিক কী করবে। মনে রাখতে হবে এটা এমএস ধোনি। যার ভারতীয় ক্রিকেটে অবদান প্রশ্নাতীত।” অন্যদিকে রায়নার মন্তব্য় ছিল, " ধোনি এখনও দুর্দান্ত ফিট। অসাধারণ উইকেটকিপার। আজও সেরা ম্য়াচ ফিনিশার। টি-২০ বিশ্বকাপে ধোনি ভারতের সম্পদ হতে চলেছে।”

cricket Gautam Gambhir MS DHONI
Advertisment