/indian-express-bangla/media/media_files/2025/04/27/LGUcXy9V7mq5PnLFCBYt.jpg)
ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর
Gautam Gambhir: পহেলগাঁও (Pahalgam Terror Attack) হামলার তীব্র নিন্দা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর। আর ঠিক এই প্রতিবাদের পরই গম্ভীরকে একটি ইমেল মারফৎ হুমকি দেওয়া হয়েছিল। অবশেষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তের নাম জিগ্নেশ সিং পারমার। বয়স ২১ বছর। জানা গিয়েছে, সে গুজরাটের বাসিন্দা এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কয়েকদিন আগেই গম্ভীরকে একটি ইমেল মারফৎ হুমকি দেওয়া হয়েছিল। যদিও অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে।
তদন্তে নেমেছে পুলিশ
ইতিমধ্যে সেন্ট্রাল দিল্লি পুলিশের হেফাজতে আনা হয়েছে জিগ্নেশ সিং পারমারকে। তাঁকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অভিযুক্ত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, ভিগ্নেশ নাকি অনেকদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছে।
Gautam Gambhir: নিজের পিঠ বাঁচাতেই 'সম্মতি' গম্ভীরের? অভিষেকের ছাঁটাই নিয়ে বিস্ফোরক প্রশ্ন
আপাতত পুলিশ এই ঘটনার গভীর তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তি কেন গৌতম গম্ভীরকে ইমেলটি পাঠিয়েছিল, সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পিছনে অন্য কোনও কারণ কিংবা ব্যক্তি জড়িয়ে রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এখনও জিজ্ঞাসাবাদ চলবে বলে জানা গিয়েছে। গোটা বিষয়টার উপর পুলিশ কড়া নজর রেখেছে।
দায়ের করা হয়েছিল অভিযোগ
ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি দিয়েছিল 'আইসিস কাশ্মীর'। গত বুধবার দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। আর সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে একটি অভিযোগ দায়ের করেন। পাশাপাশি পরিবারের জন্য নিরাপত্তাও দাবি করেন তিনি। এই খবরটি গৌতম গম্ভীরের অফিস থেকে পেয়েছিল সংবাদসংস্থা ANI। যদিও গম্ভীরের অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে দেয়। অবশেষে ২১ বছর বয়সি জিগ্নেশকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিবাদ করেছিলেন গৌতম গম্ভীর
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পহেলগাঁও জঙ্গি হানার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলেন গৌতম গম্ভীর। গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-য়ে এই ঘটনার নিন্দা করে তিনি লিখেছিলেন, 'মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মূল্য চোকাতেই হবে।' পাশাপাশি এই ঘটনার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করার দাবিও তুলেছিলেন তিনি।
২০২৪ টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হন গৌতম গম্ভীর। সম্প্রতি গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়া ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। আইপিএল শেষ হওয়ার পর ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। আশা করা যায়, সেখানেও ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করতে পারবে।