/indian-express-bangla/media/media_files/2025/07/14/ravi-ashwin-and-paul-reiffel-2025-07-14-20-35-44.jpg)
রবি অশ্বিন এবং পল রেইফল
India vs England: একটা ক্রিকেট ম্য়াচে যতই দুটো দল মিলিয়ে ২২ জন খেলুক না কেন, এই খেলায় আম্পায়ারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। খেলোয়াড়দের পাশাপাশি আজকাল আধুনিক ক্রিকেটে আম্পায়ারের কাজ যতটা কম হয়েছে, ততই তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ক্যামেরা প্রযুক্তির কারণে হয়ত একটা ম্য়াচের মান অনেকটাই উন্নত হয়েছে, তিনি আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ অনেক বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে। কারণ, এই আম্পায়ার্স কলের কারণেই চোখের নিমেষে অনেক ম্য়াচের রং বদলে যায়।
আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনার সাক্ষী আমরা বহুবারই হয়েছি। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আপাতত তৃতীয় টেস্ট ম্য়াচ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে পল রেইফলের সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ব্যাপারে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। কী বললেন তিনি, আসুন জেনে নেওয়া যাক।
IND vs ENG 3rd Test: শোধরাবে না কিছুতেই, জয়ের গন্ধ পেতেই 'অসভ্যতামি' ইংরেজদের! দেখুন ভিডিও
'ভারত বল করেই নট আউট দেওয়া হয়'
লর্ডস টেস্টে টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেটা আপাতত একটু গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। এই ম্য়াচে পল রেইফলের আম্পায়ারিং নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের বিরুদ্ধে দেওয়া রেইফলের সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন তুললেন রবিচন্দ্রন অশ্বিন। এমনকী, আইসিসিকেও এই ব্যাপারটি দেখার জন্য অনুরোধ করেছেন।
নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে অশ্বিন অভিযোগ করলেন, 'ভারত যখন ব্যাট করে, তখন সবসময় ওঁর মনে হয় যে আউট হয়ে গিয়েছে। আর ইন্ডিয়া যখন বল করে, তখন ওই একই সিদ্ধান্ত তিনি নট আউট দেন। এটা শুধুমাত্র ভারতের বিরুদ্ধেই নয়, প্রত্যেকটা দলের বিরুদ্ধেই একই কাজ করেন। এই ব্যাপারটা আইসিসির অবশ্যই দেখা উচিত।'
Ashwin on Umpire. 👍🫡 pic.twitter.com/OFHcd9wbex
— muffatball vikrant (@Vikrant_1589) July 14, 2025
ভারতীয় দলের বিরুদ্ধে বেশ কয়েকবার দিয়েছেন ভুল সিদ্ধান্ত
অভিযোগ উঠেছে, লর্ডস টেস্ট ম্য়াচে বেশ কয়েকবার ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে পল রেইফল সিদ্ধান্ত দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে সিরাজের বলে যখন অলি পোপ LBW হয়ে যান, সেইসময় রেইফল নট আউটের সিদ্ধান্ত জানান। কিন্তু, DRS-এর পর তাঁকে সিদ্ধান্ত বদল করতে হয়।
এরপর টিম ইন্ডিয়া যখন ব্যাট করতে নামে, সেইসময় শুভমানের ব্যাট থেকে বল অনেকটাই দুরে ছিল। কিন্তু, ইংল্যান্ডের ফিল্ডাররা আপিল করতেই তিনি আউট দিয়ে দেন। আবারও সেই DRS-এর পর তাঁকে সিদ্ধান্ত বদল করতে হয়েছে। এই পরিস্থিতিতে অশ্বিনের এই অভিযোগ যে যুক্তিগ্রাহ্য, তা বলা যেতেই পারে। ইতিমধ্যে রবীন্দ্র জাদেজা হাফসেঞ্চুরি করে ফেলেছেন। চা-পানের বিরতিতে টিম ইন্ডিয়া ৯ উইকেটে ১৬৩ রান করেছে। জয়ের জন্য আর ৩০ রান দরকার।