KL Rahul: আইপিএলে 'ডবল সেঞ্চুরি' কেএল রাহুলের, নাম লেখালেন রোহিতের দলে

KL Rahul IPL Sixes: এই ম্য়াচে খেলতে নামার আগে ৩২ বছর বয়সি রাহুলের কাছে রেকর্ড গড়ার জন্য একটাই মাত্র ছক্কা দরকার ছিল। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স ম্য়াচের তৃতীয় ওভারে এই রেকর্ড কায়েম করলেন।

KL Rahul IPL Sixes: এই ম্য়াচে খেলতে নামার আগে ৩২ বছর বয়সি রাহুলের কাছে রেকর্ড গড়ার জন্য একটাই মাত্র ছক্কা দরকার ছিল। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স ম্য়াচের তৃতীয় ওভারে এই রেকর্ড কায়েম করলেন।

author-image
Koushik Biswas
New Update
KL Rahul

দিল্লি ক্যাপিটালস দলের তারকা ব্যাটার কেএল রাহুল

KL Rahul IPL Record: ভারতীয় ব্যাটার কেএল রাহুল শনিবার (১৯ এপ্রিল) আইপিএল টুর্নামেন্টে ২০০ নম্বর ছক্কাটি হাঁকিয়ে ফেললেন। ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে তিনি এই রেকর্ড কায়েম করেছেন। তাঁর আগেই এই রেকর্ড গড়েছেন রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়না এবং যুবরাজ সিং।

Advertisment

এই ম্য়াচে খেলতে নামার আগে ৩২ বছর বয়সি রাহুলের কাছে রেকর্ড গড়ার জন্য একটাই মাত্র ছক্কা দরকার ছিল। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম গুজরাট টাইটান্স ম্য়াচের তৃতীয় ওভারে এই রেকর্ড কায়েম করলেন। এই ওভারে বল করতে এসেছিলেন মহম্মদ সিরাজ। ওভারের তৃতীয় বলেই তিনি ৮৯ মিটারের একটি বিশাল ছক্কা হাঁকান।

IPL 2025: KL Rahul: প্রাক্তন দলের বিরুদ্ধে না-ও খেলতে পারেন কেএল রাহুল, ফাঁস হল গোপন কারণ

এই রেকর্ডটি রয়েছে ক্রিস গেইলের ঝুলিতে

Advertisment

আইপিএল টুর্নামেন্টে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্য়াটার ক্রিস গেইলের ঝুলিতে রয়েছে। আইপিএল টুর্নামেন্টে গেইল কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের হয়ে ১৪২ ম্য়াচে মোট ৩৫৭ ছক্কা হাঁকিয়েছেন।

KL Rahul Baby Girl: ফাঁস হয়ে গেল রাহুলের সদ্যজাত মেয়ের ছবি! দেখেছেন আপনি?

ক্রিস গেইলের পর এই তালিকায় একে একে নাম রয়েছে রোহিত শর্মা (২৮৬), বিরাট কোহলি (২৮২), এবি ডিভিলিয়ার্স (২৫১), ডেভিড ওয়ার্নার (২৩৬), কায়রন পোলার্ড (২২৩), সঞ্জু স্যামসন (২১৬), আন্দ্রে রাসেল (২১২) এবং সুরেশ রায়নার (২১৩)।

KL Rahul Net Worth: বলিউড অভিনেত্রীর স্বামী, টিম ইন্ডিয়ার ভরসা, কোটি কোটি টাকার সম্পত্তি দিল্লির এই ক্রিকেটারের

অপর একটি রেকর্ড হাতছাড়া করেছেন রাহুল

২০২৫ আইপিএল টুর্নামেন্টের এই ম্য়াচে কেএল রাহুল যদি আর ৭৯ রান করে ফেলতে পারতেন, তাহলেই আইপিএল টুর্নামেন্টে ৫,০০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারতেন তিনি। আর সেইসঙ্গে দ্রুততম ব্যাটার হিসেবে ৫,০০০ রানের মাইলফলকও স্পর্শ করতে পারতেন তিনি। কিন্তু, এই রেকর্ড আপাতত তাঁর হাতছাড়া হয়ে গেল।

KL Rahul Daughter Name: সদ্যোজাত মেয়ের সঙ্গে আদুরে ছবি পোস্ট রাহুল, কী নাম রাখলেন কন্যার? জানেন এর মানে?

আইপিএল টুর্নামেন্টে রাহুল এখনও পর্যন্ত পাঁচটি আলাদা-আলাদা দলের হয়ে খেলেছেন। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাত ধরে তিনি আইপিএল যাত্রা শুরু করেন। এই দলের হয়ে তিনি ১৯ ম্য়াচে ৪১৭ রান করেছেন। এরপর ২০১৪ এবং ২০১৫ সালে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি ২০ ম্য়াচে ৩০৮ রান করেন।

IPL 2025 Delhi Capitals KL Rahul