KL Rahul Baby Girl: ফাঁস হয়ে গেল রাহুলের সদ্যজাত মেয়ের ছবি! দেখেছেন আপনি?

KL Rahul and Athiya Shetty Daughter: এখনও পর্যন্ত মেয়ের কোনও নাম রাখেননি রাহুল এবং আথিয়া। তবে এই খবর পাওয়ামাত্র ক্রিকেটারদের পাশাপাশি বলিউড জগতেও উচ্ছ্বাসের জোয়ার বইতে শুরু করেছে।

KL Rahul and Athiya Shetty Daughter: এখনও পর্যন্ত মেয়ের কোনও নাম রাখেননি রাহুল এবং আথিয়া। তবে এই খবর পাওয়ামাত্র ক্রিকেটারদের পাশাপাশি বলিউড জগতেও উচ্ছ্বাসের জোয়ার বইতে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
KL Rahul and Athiya Shetty

কেএল রাহুল এবং আথিয়া শেঠি

KL Rahul and Athiya Shetty Baby Girl: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টের মধ্যে জোরকদমে চলছে। ইতিমধ্যে কেএল রাহুলের পরিবারে এসেছে এক সুখবর। সোমবারই (২৪ মার্চ) পিতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। রাহুলের স্ত্রী আথিয়া শেঠি এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। রাহুল নিজেই সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে এই সুখবরটি সমর্থকদের সঙ্গে শেয়ার করেছেন।

Advertisment

KL Rahul Daughter: লক্ষ্মী এলো ঘরে, বাবা হলেন কেএল রাহুল

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খবর

সোমবার ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team ) তারকা ব্যাটার কেএল রাহুল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানেই তিনি এই খবরটি জানিয়েছেন। এই পোস্টে রাহুল দুটো হাঁসের ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'আমরা এক কন্যাসন্তানের আশীর্বাদধন্য হলাম।' এই পোস্টটি চোখের নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisment

Kohli's Fan: বিরাট ভক্তের কড়া শাস্তি! মিলল জামিন কিন্তু, IPL চলাকালীন ইডেনে প্রবেশ নিষিদ্ধ

ফাঁস হয়ে গেল রাহুলের সদ্যজাত মেয়ের ছবি?

ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, রাহুলে দুই হাতের মধ্যে এক সদ্যজাত কন্যাসন্তান রয়েছে। দাবি করা হচ্ছে, এটাই নাকি রাহুলের মেয়ের ছবি। অনেকে এই ছবি পোস্ট করেই ভারতীয় ক্রিকেটারকে বাবা হওয়ার শুভেচ্ছা জানাচ্ছেন। তবে সূত্রের খবর, এই ছবিটা রাহুলের মেয়ের নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ছবিটি তৈরি করা হয়েছে। যদিও এই ব্যাপারে রাহুল কিংবা আথিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

2026 World Cup: সৃষ্টি নতুন ইতিহাস! নিউ ক্যালেডোনিয়াকে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপে 'অল হোয়াইটস'

দেখে নিন সেই ভাইরাল হওয়া ছবি:

এই কারণেই দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন না রাহুল

আপাতত ২০২৫ আইপিএল টুর্নামেন্টের রোমাঞ্চ একেবারে আকাশছোঁয়া। সোমবার (২৪ মার্চ) চলতি মরশুমের চতুর্থ ম্যাচ আয়োজন করা হয়েছে। এই ম্যাচে অবশ্য দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার কেএল রাহুল খেলছেন না। অবশেষে তাঁর অনুপস্থিতির কারণ প্রকাশ্যে এসেছে। আসলে, রাহুলের স্ত্রী আথিয়া যে সন্তানের জন্ম দিতে চলেছেন, তা আগেই ঠিক ছিল। সেকারণে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে রাহুল ছুটি মঞ্জুর করে নিয়েছিলেন। এই সময়টা তিনি পরিবারের পাশে থাকতে চেয়েছিলেন।

IPL 2025: KL Rahul: প্রাক্তন দলের বিরুদ্ধে না-ও খেলতে পারেন কেএল রাহুল, ফাঁস হল গোপন কারণ

এখনও পর্যন্ত মেয়ের কোনও নাম রাখেননি রাহুল এবং আথিয়া। তবে এই খবর পাওয়ামাত্র ক্রিকেটারদের পাশাপাশি বলিউড জগতেও উচ্ছ্বাসের জোয়ার বইতে শুরু করেছে। একের পর এক শুভেচ্ছার ঢেউ আসতে শুরু করেছে। প্রসঙ্গত, ২০২৩ সালে রাহুল এবং আথিয়া বিয়ে করেন। গতবছর নভেম্বর মাসেই তাঁরা পরিবারে নতুন সদস্য আগমনের ব্যাপারে খবর দিয়েছিলেন।

Indian Cricket Team IPL cricket athiya shetty KL Rahul