Gurpreet Singh Sandhu: জাতীয় দল থেকে বাদ পড়ার পর অবশেষে মুখ খুললেন গুরপ্রীত, কী বললেন এই ভারতীয় গোলকিপার?

Gurpreet Singh Sandhu: সম্প্রতি ভারতীয় ফুটবল দলে গুরপ্রীতের পারফরম্য়ান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। শেষপর্যন্ত টিম ইন্ডিয়ার হেড কোচ মানোলো মার্কোয়েজ ভারতের এই শট-স্টপারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

Gurpreet Singh Sandhu: সম্প্রতি ভারতীয় ফুটবল দলে গুরপ্রীতের পারফরম্য়ান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। শেষপর্যন্ত টিম ইন্ডিয়ার হেড কোচ মানোলো মার্কোয়েজ ভারতের এই শট-স্টপারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gurpeet Singh Sandhu (1)

ভারতীয় ফুটবল দলের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু

সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে খেলার জন্য যে ভারতীয় ফুটবল স্কোয়াড (Indian Football Team) ঘোষণা করা হয়েছিল, সেখানে একটি নাম তাৎপর্যপূর্ণভাবে অনুপস্থিত ছিল। তিনি হলেন বেঙ্গালুরু এফসি-র গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu)। সম্প্রতি ভারতীয় ফুটবল দলে গুরপ্রীতের পারফরম্য়ান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। শেষপর্যন্ত টিম ইন্ডিয়ার হেড কোচ মানোলো মার্কোয়েজ (Manolo Marquez) ভারতের এই শট-স্টপারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

Advertisment

অনেকেই বলতে শুরু করেছিলেন, ভারতীয় ফুটবল দলে যখন বিশাল কাইথ, গুরমীত সিং এবং ফুরবা লাচেনপার মতো গোলকিপার রয়েছে, তখন কেন মার্কোয়েজ একের পর এক ম্য়াচে সান্ধুকেই সুযোগ দিচ্ছেন? পাশাপাশি ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগেও গুরপ্রীতের পারফরম্য়ান্স আতসকাঁচের নীচে আনা হয়েছে। চলতি আইএসএল মরশুম শুরুর দিকে পরপর পাঁচটি ম্য়াচে ক্লিনশিট বজায় রেখেছিলেন এই ভারতীয় গোলকিপার। কিন্তু, তারপর থেকে এখনও পর্যন্ত তিনি মাত্র ২ ম্য়াচেই এই ঘটনার পুনরাবৃত্তি করতে পেরেছেন।

IND vs BAN: ড্র করেও পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত, সবার নীচে বাংলাদেশ

দল থেকে বাদ পড়ে হতাশ হয়েছিলেন গুরপ্রীত

Advertisment

সম্প্রতি ISL-এর 'ইন দ্য স্ট্যান্ড' শো-য়ে এসেছিলেন ৩৩ বছর বয়সি এই ভারতীয় গোলকিপার। সেখানেই তিনি জানান, জাতীয় ফুটবল দল থেকে বাদ পড়ার পর যথেষ্ট খারাপ লেগেছিল তাঁর। ইতিপূর্বে, ২০১৩ সালে ভারতীয় ফুটবল দল থেকে বাদ পড়েছিলেন সান্ধু। সেকারণে মার্কোয়েজের এই সিদ্ধান্ত তাঁকে বেশ খানিকটা অবাকই করে দিয়েছিল।

IND vs BAN, AFC Asian Cup Qualifier: শেষবার ভারত-বাংলাদেশ ফুটবল ম্য়াচে জিতেছিল কারা? কী হয়েছিল ফলাফল?

এই পরিস্থিতি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে গুরপ্রীত বললেন, 'আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। একটা সময়ের পর ব্যাপারটা মেনে নিতেই হয়। কিন্তু, ওই ব্যাপার থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন হয়ে যায়। শেষপর্যন্ত অবশ্য বেরিয়ে আসতেই হয়। এরপর নিজেকে কীভাবে প্রস্তুত করা দরকার, সেদিকে নজর দিতে হয়।'

Indian Football: সুনীলের পাশে দাঁড়ালেন শচীন-কোহলিরা

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতীয় ফুটবল দল বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে কোনও দলই গোল করতে পারেনি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন গুরপ্রীত। লিখেছিলেন, 'এটাই আসল পার্থক্য।' এই মন্তব্যকে কেন্দ্র করে যথেষ্ট জলঘোলা হয়েছিল।

Vishal Kaith: এ কী করলেন বিশাল? শুভাশিস না থাকলে হত চরম দুর্ঘটনা

অনেকেই মনে করেন, এই পোস্টটি নাকি বিশাল কাইথকে (Vishal Kaith) ইঙ্গিত করেই লিখেছিলেন গুরপ্রীত সিং সান্ধু। কারণ বাংলাদেশের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের এই গোলকিপারকেও যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। ম্য়াচের ১৫ সেকেন্ডের মধ্যেই তিনি এমন একটি ভুল করে বসেছিলেন, যেখান থেকে সহজেই বাংলাদেশের সামনে গোলের দরজা খুলে যেতে পারত। এরপর ১২ মিনিটের মাথায় আবারও একটি ভুল করে বিশাল। ২৮ বছর বয়সি এই গোলকিপারের পারফরম্য়ান্স দেখার পর অনেকে আবার গুরপ্রীতকে ফিরিয়ে আনার দাবিও তুলেছেন।

indian football team