IND vs BAN, AFC Asian Cup Qualifier: শেষবার ভারত-বাংলাদেশ ফুটবল ম্য়াচে জিতেছিল কারা? কী হয়েছিল ফলাফল?

India vs Bangladesh Football: ভারত এবং বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত মোট ২৮ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ১৪ ম্যাচে ভারত জয়লাভ করেছে। আজকের ম্য়াচেও ভারতই এগিয়ে রয়েছে।

India vs Bangladesh Football: ভারত এবং বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত মোট ২৮ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ১৪ ম্যাচে ভারত জয়লাভ করেছে। আজকের ম্য়াচেও ভারতই এগিয়ে রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs BAN Football

ভারত এবং বাংলাদেশ ফুটবল ম্যাচ Photograph: (Facebook - Indian Football Team)

India vs Bangladesh Previous Football Match: ভারতীয় ফুটবল (Indian Football) ক্যালেন্ডারে ২৫ মার্চ, ২০২৫ তারিখটা বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিরুদ্ধে ৯০ মিনিটের লড়াইয়ে নামছে টিম ইন্ডিয়া। ভারতীয় ফুটবল দলের কোচ হিসাবে ইগর স্টিম্যাচ দায়িত্ব গ্রহণ করার পর নীল বাঘেরা একেবারে সাফল্য অর্জন করতে পারেনি। সেইদিক থেকে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। 

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত (indian football team) এবং বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত মোট ২৮ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ১৪ ম্যাচে ভারত জয়লাভ করেছে। আর ঘরের মাঠে বাকি ম্যাচে তারা অপরাজিত রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ মাত্র চারটে ম্যাচ জিততে পেরেছে। শেষবার ২২ বছর আগে টাইগারবাহিনী ভারতের বিরুদ্ধে জয়লাভ করেছিল। সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে ২-১ গোলে জয়লাভ করেছিল ভারত।

Sunil Chhetri: সুনীলের প্রত্যাবর্তন! আট মাসের অবসর ভেঙে ফের জাতীয় দলে ছেত্রী

ফলে শেষবার ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল, তাতে বাংলাদেশ যে হেরে গিয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, ২০২১ সালের ৪ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপে ভারত এবং বাংলাদেশ শেষবার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। মালদ্বীপে আয়োজিত এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়ে গিয়েছিল। ম্যাচের ২৭ মিনিটে ভারতের হয়ে একমাত্র গোলটি করেছিলেন সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে এটা তাঁর ৭৬তম গোল ছিল। এই গোল করার ক্ষেত্রে অ্যাসিস্ট করেছিলেন উদান্ত সিং।

Advertisment

Sunil Chhetri: সুনীলের প্রত্যাবর্তনে শাপমোচন, ৪৮৯ দিন পর জয়ের সরণীতে টিম ইন্ডিয়া

তবে ম্যাচের অন্তিম লগ্নে মরণ কামড় দেয় বাংলাদেশও। ম্যাচে ১৫ মিনিট বাকি থাকতে জামাল ভূইঞাঁর কর্নার কিক থেকে হেড দিয়ে সমতা ফিরিয়ে ছিলেন ইয়াসিন আরাফত। তবে আজকের ম্যাচে টিম ইন্ডিয়া যে খাতায়-কলমে এগিয়ে থাকবে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।

India vs Bangladesh Football: ভারত বনাম বাংলাদেশ, কোথায়-কখন দেখবেন ফুটবলের মহাসংগ্রাম?

ভারত বনাম বাংলাদেশ: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচ কখন থেকে শুরু হবে?

ভারত বনাম বাংলাদেশ, এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচটি মঙ্গলবার (২৫ মার্চ, ২০২৫) ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

India vs Bangladesh: এশিয়ান কাপ বাছাইপর্বে শুধুমাত্র সুনীল ছেত্রী নয়, নজরে হামজা চৌধুরিও

ভারত বনাম বাংলাদেশ: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচের লাইভ স্ট্রিমিং কীভাবে উপভোগ করতে পারবেন?

ভারত বনাম বাংলাদেশ: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচের লাইভ স্ট্রিমিং জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পাবেন। তবে আপনার পর্যাপ্ত সাবস্ক্রিপশন থাকতে হবে। এর পাশাপাশি স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন ম্যাচের লাইভ টেলিকাস্ট।

Sunil Chhetri Football AFC Bangladesh indian football team Indian Football