India vs Bangladesh: ২০২৭ এএফসি (AFC) এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে গোলশূন্য ড্র করল ভারত (Indian Football) এবং বাংলাদেশ। মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই ম্যাচটা ড্র করেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারতীয় ফুটবল দল ( indian football team)। অন্যদিকে, বাংলাদেশ পয়েন্ট টেবিলের একেবারে নীচে দাঁড়িয়ে রয়েছে।
প্রসঙ্গত, যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে ভারত এবং বাংলাদেশ গ্রুপ সি-তে রয়েছে। এই গ্রুপে ভারত এবং বাংলাদেশ ছাড়াও রয়েছে হংকং এবং সিঙ্গাপুর। মঙ্গলবার তাদেরও ম্যাচ ছিল। এই ম্যাচেও কোনও দল গোল করতে পারেনি। সেকারণে গ্রুপের চারটে দলই এক পয়েন্ট করে পেয়েছে। এই পরিস্থিতিতে ফিফা ব়্যাঙ্কিং অনুসারে পয়েন্টস টেবিলে চারটে দলের ক্রমতালিকা সাজানা হয়েছে। আর সেকারণেই শীর্ষে রয়েছে ভারত (১২৬)। এরপর একে একে হংকং (১৫৫), সিঙ্গাপুর (১৬০) এবং বাংলাদেশ (১৮৫)।
বাংলাদেশের নৈতিক জয়?
তবে বাংলাদেশের বিরুদ্ধে এই ড্র যে মানোলো মার্কোয়েজকে একেবারে স্বস্তিতে রাখবে না, তা বলাই বাহুল্য। কারণ সুনীলদের (Sunil Chhetri) পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই মার্কোয়েজকে ব্য়াপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। আর বাংলাদেশের মতো একটা দুর্বল ফুটবল দল, যারা ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের থেকে ৫৯ ধাপ নীচে রয়েছে, তাদের বিরুদ্ধে গোলশূন্য ড্র একেবারে মেনে নেওয়া যায় না। সেদিক থেকে এটাকে বাংলাদেশের নৈতিক জয় বলা যেতেই পারে।
Sunil Chhetri: গোলের সহজতম সুযোগ মিস, মাথা গরম করে মাঠ ছাড়লেন সুনীল! ড্র ভারতের
যোগ্যতা অর্জনকারী পর্বের ব়্যাঙ্কিং তালিকায় বাংলাদেশ সবার নীচে দাঁড়িয়ে রয়েছে। সেকারণে তারা এই ম্যাচটা ড্র করেই আনন্দে লাফাচ্ছে।
ইতিমধ্যে, এই ম্যাচের জন্য অবসর ভেঙে আবারও জাতীয় দলে যোগ দিয়েছিলেন ভারতের কিংবদন্তী ফুটবলার সুনীল ছেত্রী। কিন্তু, এই প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার ভাগ্য ফেরাতে পারল না। গত বছর কুয়েতের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সুনীল। সেই ম্যাচটাও ড্র হয়েছিল।
Vishal Kaith: এ কী করলেন বিশাল? শুভাশিস না থাকলে হত চরম দুর্ঘটনা
তবে এই ম্যাচটা বাংলাদেশ যে চোখ বন্ধ করে জিততে পারত, তা বলাই বাহুল্য। ১৫ সেকেন্ডের মাথায় বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ভারতীয় গোলকিপার বিশাল কাইথ। মহম্মদ মুজিবর জনি অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া করেন। ৯ মিনিট পর শাকিল তপুর বাড়ানো ক্রস থেকে হেড দিয়েছিলেন শাহরিয়র ইমন। কিন্তু, বলটা সামান্য বাইরে দিয়ে উড়ে যায়।
শুরু থেকেই যে ভারত ব্যাকফুটে চলে গিয়েছিল, তা বেশ স্পষ্ট ছিল।
Sunil Chhetri Goals: বাংলাদেশের ত্রাস, কেড়েছেন রাতের ঘুম! পড়শি দেশের বিরুদ্ধে কতগুলো গোল করেছেন সুনীল?
ভারতীয় বক্সের আশপাশেই বাংলাদেশি ফুটবলাররা ঘুরঘুর করছিলেন। ১২ মিনিটের মাথায় ফের একটি মারাত্মক ভুল করলেন বিশাল। বল ক্লিয়ার করতে ব্যর্থ হন তিনি। সেই সুযোগে বলটা দখল করে নিয়েছিলেন মহম্মদ রিদয়। এরপর বাঁ পায়ে গোলপোস্ট লক্ষ্য করে শট নেন তিনি।
একমুহূর্তের জন্য ভারতীয় ফুটবল সমর্থকদের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। শুভাশিস যদি গোল-লাইন ক্লিয়ারেন্স না করতেন, তাহলে এই ম্যাচের ফলাফল আলাদা হতেই পারত। এরপর বাকি সময়টা নরমে-গরমে খেলা চললেও, কোনও দল গোল করতে পারেনি।
Hamza Choudhury: ভারতের ত্রাস হতে পারেন হামজা? জেনে নিন, বাংলাদেশি ফুটবলারের ঠিকুজি-কুষ্ঠী
এই ম্যাচটা ড্র করার পর ১ পয়েন্ট নিয়ে টিম ইন্ডিয়া গ্রুপ পর্বের শীর্ষে থাকল ঠিকই। কিন্তু, দলের পারফরম্যান্স একেবারে স্বস্তিতে রাখল না। আগামী ১০ জুন পরবর্তী ম্যাচ খেলতে হংকং যাবে ভারত। অন্যদিকে, একইদিনে বাংলাদেশ আবার সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে নামবে।