Harbhajan Singh Controversy: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং ২০২৫ আইপিএল (IPL ) টুর্নামেন্টে কমেন্ট্রি করছেন। রবিবার সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad ) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals ) ম্যাচে তিনি একটি বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন। আসলে ব্রিটিশ পেস বোলার জোফ্রা আর্চারকে (Jofra Archer ) নিয়ে এই বিতর্কিত মন্তব্যটি করেছেন তিনি। ম্যাচ চলাকালীন জোফ্রা আর্চারকে ভাজ্জি 'কালো ট্যাক্সি' বলে কটাক্ষ করে। এই মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
Tamim Iqbal Health Update: পরপর ২ বার হার্ট অ্যাটাক, এখন কেমন আছেন তামিম ইকবাল?
কখন ঘটেছে এই ঘটনাটি?
আসলে, হায়দরাবাদ ইনিংসের ১৮তম ওভার চলাকালীন আর্চার বল করতে এসেছিলেন। সেইসময় ব্যাট করছিলেন হেনরিক ক্লাসেন এবং ঈশান কিষান। এই ম্যাচে দুজনেই কার্যত মারমুখী মেজাজে ছিলেন। হেনরিক এবং ঈশান যেই না আর্চারের বল পেটাতে শুরু করেছেন, ঠিক সেইসময় কমেন্ট্রি বক্সে বসে হরভজন বলেন, 'লন্ডনে কালো ট্যাক্সির মিটার দ্রুত দৌড়োয়। আর এখানে আর্চার সাহেবের মিটারও দ্রুত দৌড়চ্ছে।' ভাজ্জির এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্য়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছে। অনেকে তো আবার একথাও বলতে শুরু করেছেন যে এই প্রাক্তন অফস্পিনারকে দ্রুত কমেন্ট্রি টিম থেকে বিদায় করা হোক। যদিও এই বিতর্কের পর হরভজন সিং কোনও মন্তব্য করেননি।
IPL 2025: ঈশানের শতরানে হায়দরাবাদের দুর্দান্ত জয়, রাজস্থানকে হারাল ৪৪ রানে!
এক নজরে ম্যাচের হাল
এই ম্যাচের কথা যদি বলতে হয়, তাহলে ঈশান কিষানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে হায়দরাবাদ প্রথম ইনিংসে ২৮৬ রানের পাহাড় খাড়া করে। এই ম্যাচে ঈশান ৪৬ বলে ১০৬ রানের একটি ধামাকাদার ইনিংস দলকে উপহার দেন। এর পাশাপাশি ট্রাভিস হেডও ৩১ বলে ৬৭ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন।
IPL 2025: ঈশান কিষাণের দুর্দান্ত সেঞ্চুরি! ঐতিহাসিক স্কোর সানরাইজার্সের
জয়ের জন্য ২৮৭ রান তাড়া করতে নেমে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ২৪২ রান করে। শেষপর্যন্ত তারা ৪৪ রানে হেরে যায়। দলের হয়ে সর্বাধিক ৭০ রান করেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। অন্যদিকে, সঞ্জু স্যামসনের ব্যাট থেকে ৬৬ রান বেরিয়ে আসে। তাঁর এই ইনিংসে ৭ বাউন্ডারি এবং ৪ ছক্কা রয়েছে।
Fan Touches Virat’s Feet:ইডেনে বিরাটের পা ছুঁয়ে প্রণাম, বাড়িতে কী বলে কলকাতায় রওনা দিয়েছিলেন যুবক?
Harbhajan Singh On Jofra Archer: 'কালো ট্যাক্সির মিটার...', জোফ্রা আর্চারকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য় হরভজনের
Harbhajan Singh Controversy: ম্যাচ চলাকালীন জোফ্রা আর্চারকে ভাজ্জি 'কালো ট্যাক্সি' বলে কটাক্ষ করে। এই মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
Harbhajan Singh Controversy: ম্যাচ চলাকালীন জোফ্রা আর্চারকে ভাজ্জি 'কালো ট্যাক্সি' বলে কটাক্ষ করে। এই মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
বেফাঁস মন্তব্য করলেন হরভজন সিং
Harbhajan Singh Controversy: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং ২০২৫ আইপিএল (IPL ) টুর্নামেন্টে কমেন্ট্রি করছেন। রবিবার সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad ) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals ) ম্যাচে তিনি একটি বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন। আসলে ব্রিটিশ পেস বোলার জোফ্রা আর্চারকে (Jofra Archer ) নিয়ে এই বিতর্কিত মন্তব্যটি করেছেন তিনি। ম্যাচ চলাকালীন জোফ্রা আর্চারকে ভাজ্জি 'কালো ট্যাক্সি' বলে কটাক্ষ করে। এই মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
Tamim Iqbal Health Update: পরপর ২ বার হার্ট অ্যাটাক, এখন কেমন আছেন তামিম ইকবাল?
কখন ঘটেছে এই ঘটনাটি?
আসলে, হায়দরাবাদ ইনিংসের ১৮তম ওভার চলাকালীন আর্চার বল করতে এসেছিলেন। সেইসময় ব্যাট করছিলেন হেনরিক ক্লাসেন এবং ঈশান কিষান। এই ম্যাচে দুজনেই কার্যত মারমুখী মেজাজে ছিলেন। হেনরিক এবং ঈশান যেই না আর্চারের বল পেটাতে শুরু করেছেন, ঠিক সেইসময় কমেন্ট্রি বক্সে বসে হরভজন বলেন, 'লন্ডনে কালো ট্যাক্সির মিটার দ্রুত দৌড়োয়। আর এখানে আর্চার সাহেবের মিটারও দ্রুত দৌড়চ্ছে।' ভাজ্জির এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্য়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছে। অনেকে তো আবার একথাও বলতে শুরু করেছেন যে এই প্রাক্তন অফস্পিনারকে দ্রুত কমেন্ট্রি টিম থেকে বিদায় করা হোক। যদিও এই বিতর্কের পর হরভজন সিং কোনও মন্তব্য করেননি।
IPL 2025: ঈশানের শতরানে হায়দরাবাদের দুর্দান্ত জয়, রাজস্থানকে হারাল ৪৪ রানে!
এক নজরে ম্যাচের হাল
এই ম্যাচের কথা যদি বলতে হয়, তাহলে ঈশান কিষানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে হায়দরাবাদ প্রথম ইনিংসে ২৮৬ রানের পাহাড় খাড়া করে। এই ম্যাচে ঈশান ৪৬ বলে ১০৬ রানের একটি ধামাকাদার ইনিংস দলকে উপহার দেন। এর পাশাপাশি ট্রাভিস হেডও ৩১ বলে ৬৭ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন।
IPL 2025: ঈশান কিষাণের দুর্দান্ত সেঞ্চুরি! ঐতিহাসিক স্কোর সানরাইজার্সের
জয়ের জন্য ২৮৭ রান তাড়া করতে নেমে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ২৪২ রান করে। শেষপর্যন্ত তারা ৪৪ রানে হেরে যায়। দলের হয়ে সর্বাধিক ৭০ রান করেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। অন্যদিকে, সঞ্জু স্যামসনের ব্যাট থেকে ৬৬ রান বেরিয়ে আসে। তাঁর এই ইনিংসে ৭ বাউন্ডারি এবং ৪ ছক্কা রয়েছে।
Fan Touches Virat’s Feet:ইডেনে বিরাটের পা ছুঁয়ে প্রণাম, বাড়িতে কী বলে কলকাতায় রওনা দিয়েছিলেন যুবক?