Harmanpreet Kaur News Update: হরমনপ্রীতের 'এক' সিদ্ধান্তেই বাজিমাত! বিশ্বকাপে শাপমোচন টিম ইন্ডিয়ার

Harmanpreet Kaur News: ফাইনাল ম্য়াচ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হরমনপ্রীত কৌর জানালেন, আচমকা কেন শেফালির হাতে বল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত।

Harmanpreet Kaur News: ফাইনাল ম্য়াচ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হরমনপ্রীত কৌর জানালেন, আচমকা কেন শেফালির হাতে বল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত।

author-image
Koushik Biswas
New Update
Harmanpreet Kaur (4)

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর

Women’s ODI World Cup 2025: ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (IND W vs SA W) হারাল ভারতের মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। এই প্রথমবার তারা কোনও আইসিসি খেতাব জয়ের সাক্ষী হল। দক্ষিণ আফ্রিকার সামনে ২৯৯ রানের টার্গেট ছিল। একটা সময় তো মনে হচ্ছিল, তারা বোধহয় হেসে-খেলে এই ম্য়াাচটা নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে। ২০ ওভারের মধ্যেই তারা ১১৪ রান করে ফেলেছিল। লরা উলভার্ট এবং সুন লুসের মধ্যে গড়ে উঠছিল একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। আচমকা বল করতে এলেন শেফালি বর্মা (Shafali Verma)। তিনি এই পার্টনারশিপ ভেঙে দেন। আর এখান থেকেই ম্য়াচের রং একেবারে বদলে যায়। টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ৫২ রানে হারিয়ে দেয় প্রোটিয়া ব্রিগেডকে এবং বিশ্বকাপ খেতাব জয় করে। ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) খোলসা করলেন, কীভাবে এই ম্য়াচের ভাগ্য বদলে গেল।

Advertisment

Richa Ghosh Latest News: জিতেছেন বিশ্বকাপ, দেশকে করেছেন গর্বিত! কী বললেন বাংলার মেয়ে রিচা?

কীভাবে বদলে গেল টিম ইন্ডিয়ার ভাগ্য?

ফাইনাল ম্য়াচ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হরমনপ্রীত কৌর জানালেন, আচমকা কেন শেফালির হাতে বল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ফাইনাল ম্য়াচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। আর টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমে শেফালি বর্মা শুধুমাত্র ৮৭ রানই করলেন না, বল হাতেও শিকার করলেন জোড়া উইকেট। হরমনপ্রীত বললেন, 'যখন লরা উলভার্ট এবং সুন লুস ব্যাট করছিলেন, তখন ওঁদের দুজনকেই যথেষ্ট ভাল ছন্দে দেখা যাচ্ছিল। আর ওঁদের বিরুদ্ধেই আমি অস্ত্র হিসেবে শেফালিকে কাজে লাগিয়েছি। কারণ যেভাবে আজ ও ব্যাট করছিল, তাতে আমার মনে হয়েছিল যে আজকের দিনটা শেফালিরই।'

Advertisment

Top 5 Indian Cricketer: এই ৫ ক্রিকেটারের জন্যই বিশ্বকাপ জিতল ভারত, কাটল ৫২ বছরের খরা!

সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, 'ওই সময় আমার মনে হয়েছিল, হৃদয় যেটা বলছে, সেটাই শোনা উচিত। আমার মন বলছিল, শেফালিকে অন্তত একটা ওভার দেওয়া উচিত। আর এটাই শেষ পর্যন্ত ম্য়াচের মোড় ঘুরিয়ে দিল। যখন ও ভারতীয় ক্রিকেট দলে এসেছিল, তখনই আমি বলেছিলাম যে ২-৩ ওভার হয়ত বল করতেও হতে পারে। ও আমাকে আশ্বাস দিয়েছিল, আমাকে বল দিও। ১০ ওভার করে দেব।'

Rohit Sharma Emotional: ভারত জিততেই কেঁদে ফেললেন রোহিত? ভাইরাল হল ভিডিও

সমর্থকদের ধন্যবাদ জানালেন হরমনপ্রীত

ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের ধন্যবাদ জানালেন হরমনপ্রীত কৌর। তিনি বললেন, 'এই সমর্থকদের জন্য় আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। গোটা টুর্নামেন্টে আমরা যথেষ্ট চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়েছি। কঠিন সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। একটা সময় তো আমরা পরপর ৩ ম্য়াচে হেরে গিয়েছিলাম। কিন্তু, সমর্থকরা আমাদের হাত ছাড়েনি। আর গত ম্য়াচের (সেমিফাইনাল) পর তো গোটা ছবিটাই একেবারে বদলে যায়। আমি আপনাদের পাশে পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ।'

Harmanpreet Kaur Shafali Verma IND W vs SA W Indian Women Cricket Team Women’s ODI World Cup 2025