Richa Ghosh Latest News: জিতেছেন বিশ্বকাপ, দেশকে করেছেন গর্বিত! কী বললেন বাংলার মেয়ে রিচা?

Richa Ghosh: মহেন্দ্র সিং ধোনিকে 'গুরু' মেনে ক্রিকেট খেলা শুরু করেছেন রিচা ঘোষ। ধোনির মতোই নিজেকে ফিনিশার হিসেবে গড়ে তুলেছেন। ফাইনাল ম্য়াচে অনেকটাই নীচে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু, তাতেও 'রোয়াব' কমেনি।

Richa Ghosh: মহেন্দ্র সিং ধোনিকে 'গুরু' মেনে ক্রিকেট খেলা শুরু করেছেন রিচা ঘোষ। ধোনির মতোই নিজেকে ফিনিশার হিসেবে গড়ে তুলেছেন। ফাইনাল ম্য়াচে অনেকটাই নীচে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু, তাতেও 'রোয়াব' কমেনি।

author-image
Koushik Biswas
New Update
Richa Ghosh (7)

টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ

IND W vs SA W: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ (Women's ODI World Cup 2025) ফাইনালে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team)। অন্তিম লড়াইয়ে ভারতের সামনে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। এই ম্য়াচে ৫২ রানের ব্যবধানে হেসেখেলে জয়লাভ করল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে ৫২ বছর পর শাপমোচন ঘটাল ভারতের মহিলা ক্রিকেট দল। এই জয়ের নেপথ্যে হয়ত অনেকেরই অবদান রয়েছে। কিন্তু, বাংলার মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh) তাঁদের মধ্যে উজ্জ্বলতম নক্ষত্র। টিম ইন্ডিয়া যখনই কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, ঠিক তখনই তিনি কার্যত ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

Advertisment

IND W vs SA W Final Highlights: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা

'এই অনুভূতি অনির্বচনীয়'

রবিবার মধ্যরাতে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাস রচনা করেছে। বাকি ক্রিকেটারদের মতো খুব স্বাভাবিকভাবে রিচারও উচ্ছ্বাসের বাঁধ ভেঙে গিয়েছে। তিনি বললেন, 'এই বিশ্বকাপ খেতাবের জন্য আমরা বহু বছর অপেক্ষা করেছি। কবে এই ট্রফিটা তুলব, সেটা ভেবেই দিন কাটিয়েছি। আজ আমরা শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হতে পেরেছি। এই অনুভব মুখের ভাষায় প্রকাশ করতে পারব না।'

Advertisment

IND W vs SA W Highlights Cricket Score, Final: বিশ্বজয় করল টিম ইন্ডিয়া, ইতিহাস লিখল ভারতের মেয়েরা

মহেন্দ্র সিং ধোনিকে 'গুরু' মেনে ক্রিকেট খেলা শুরু করেছেন রিচা ঘোষ। ধোনির মতোই নিজেকে ফিনিশার হিসেবে গড়ে তুলেছেন। ফাইনাল ম্য়াচে অনেকটাই নীচে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু, তাতেও 'রোয়াব' কমেনি। ৩৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। সকলের মুখে আপাতত এই ইনিংসের প্রশংসাই চলছে।

IND W vs SA W Latest Update: রিচার আগে কেন আমনজ্যোৎ? হরমনপ্রীতকে 'তুলোধনা' ভারতীয় সমর্থকদের

'নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছি'

রিচার কথায়, 'আজ আমরা যে আবেগের স্রোতে ভাসছি, সেটা একেবারেই আলাদা। হাডলের সময় আমরা খুব ভাল করেই জানতাম যে এটাই আমাদের শেষ ম্য়াচ। সেকারণে এই ম্য়াচে আমরা নিজেদের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দিতে চেয়েছিলাম। ম্য়াচটা জেতার জন্য যা দরকার ছিল, সেটাই করেছি। ফাইনাল ম্য়াচে অবশ্যই একটা আলাদা চাপ ছিল। তবে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এটাই সবথেকে ভাল লাগছে। আমি যে বড় শট হাঁকাতে পারব, এই বিশ্বাসটা সকলের মধ্যে ছিল। এই বিশ্বাসই আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি।'

Richa Ghosh Women’s ODI World Cup 2025 Indian Women Cricket Team IND W vs SA W