/indian-express-bangla/media/media_files/2025/10/06/harmanpreet-kaur-and-nashra-sandhu-2025-10-06-11-52-37.jpg)
হরমনপ্রীত কৌর এবং নশারা সান্ধু
IND W vs PAK W: ২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপে (Women's ODI World Cup 2025) গত রবিবার (৫ অক্টোবর) ভারত এবং পাকিস্তান খেলতে নেমেছিল। এই ম্যাচে পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টে দ্বিতীয় ম্য়াচ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। তবে রবিবাসরীয় ম্য়াচে টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এবং পাকিস্তানের বোলার নশারা সান্ধুর মধ্যে সামান্য উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জবাবটা অবশ্য নিজস্ব স্টাইলে দেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
IND W vs PAK W Match Report: কেঁচো খুঁড়তে বেরলো কেউটে! পাকিস্তানের হারতেই 'বিস্ফোরক' ফতিমা
কী ঘটেছিল হরমনপ্রীত কৌর এবং নশারা সান্ধুর মধ্যে?
আসলে, পাকিস্তানের হয়ে ২২ ওভারে বল করতে এসেছিলেন নশারা সান্ধু। এই ওভারের শেষ ডেলিভারিটা করার পর নশারা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকেন। প্রথমে হরমনপ্রীত ব্যাপারটাকে গুরুত্ব দিতে চাননি। কিন্তু, কয়েক সেকেন্ড পরও যখন নশারা ওইভাবে তাকিয়ে ছিলেন, সেইসময় হরমনপ্রীত কিছু একটা মন্তব্য করেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ম্যাচে ব্যাট হাতে হরমপ্রীত অবশ্য বিশেষ নজর কাড়তে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৩৪ বল খেলে মাত্র ১৯ রান করতে পেরেছেন।
৮৮ রানে দাপুটে জয় টিম ইন্ডিয়ার
এই ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৪৭ রান করে। টিম ইন্ডিয়ার হয়ে হারলিন দেওল সর্বাধিক ৪৬ রানের ইনিংস খেলেন। এছাড়া রিচা ঘোষ ৩৫ এবং জেমিমা ৩২ রান করেন। অন্যদিকে, পাকিস্তানি বোলারদের মধ্যে যথেষ্ট নজর কাড়লেন ডায়না বেইগ। ১০ ওভারে ৬৯ রান দিয়ে তিনি ৪ উইকেট শিকার করেছেন।
IND W vs PAK W: স্থগিত হয়ে গেল ভারত-পাকিস্তান ম্য়াচ, পিছনে এই বিশেষ কারণ
এরপর পাকিস্তান ক্রিকেট দল ব্যাট করতে নামে। কিন্তু, ৪৩ ওভারেই তারা ১৫৯ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে ব্যাট করতে নেমে সিদরা আমিন সর্বাধিক ৮১ রান করেন। কিন্তু, শেষপর্যন্ত সিদরা জেতাতে পারলেন না পাকিস্তানকে। এর পাশাপাশি দলের জন্য গুরুত্বপূর্ণ ৩৩ রান করেছেন নাতালিয়া পারভেজ। এই দুজন ক্রিকেটার ছাড়া পাকিস্তানের আর কোনও ব্যাটারই সেভাবে নজর কাড়তে পারলেন না। ভারতের হয়ে ধামাকাদার বোলিং করলেন ক্রান্তি গৌড় এবং দীপ্তি শর্মা। দুজনেই তিনটি করে উইকেট শিকার করেছেন।