IND W vs PAK W Highlights: পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক, টিম ইন্ডিয়া জেতার পর কী বললেন হরমনপ্রীত?

IND W vs PAK W Highlights: পাকিস্তানের বিরুদ্ধে ৮৮ রানে জয়লাভ করল টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেও উঠে এসেছে। এই নিয়ে টিম ইন্ডিয়া চলতি বিশ্বকাপে টানা ২ ম্য়াচে জয়লাভ করল।

IND W vs PAK W Highlights: পাকিস্তানের বিরুদ্ধে ৮৮ রানে জয়লাভ করল টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেও উঠে এসেছে। এই নিয়ে টিম ইন্ডিয়া চলতি বিশ্বকাপে টানা ২ ম্য়াচে জয়লাভ করল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Harmanpreet Kaur (1)

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অঘিনায়ক হরমনপ্রীত কৌর

IND W vs PAK W: পাকিস্তানের উপর ফের সার্জিক্যাল স্ট্রাইক চালাল ভারতের মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। ২২ গজের লড়াই ফের দেখা গেল 'অপারেশন সিন্দুর' অভিযান। ২০২৫ মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৮৮ রানে জয়লাভ করেছে। তার থেকেও বড় কথা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজেয় রেকর্ড অক্ষুণ্ণ রাখল হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি। এখনও পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে মোট ১২ ওয়ানডে ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে প্রত্যেকটাই জিতেছে ভারতীয় মহিলারা। পাকিস্তানের ঝুলি একেবারেই শূন্য।

Advertisment

India Beats Pakistan: বিশ্বকাপে সিংহগর্জন টিম ইন্ডিয়ার, হেরে ল্যাজ গোটাল পাকিস্তান

রবিবাসরীয় ম্য়াচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ২৪৭ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে হারলিন দেওল সর্বাধিক ৪৬ রান করেন। এর জবাবে গোটা পাকিস্তান ক্রিকেট দল মাত্র ১৫৯ রানে গুঁড়িয়ে গেল। বল হাতে কার্যত আগুন ছোটালেন ক্রান্তি গৌড়। তিনি ২০ রান দিয়ে তিনটে উইকেট শিকার করেছেন। পাশাপাশি তিন উইকেট শিকার করেন দীপ্তি শর্মাও। চলতি ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়া এই নিয়ে লাগাতার দ্বিতীয় ম্য়াচে জয়লাভ করল।

Advertisment

IND W vs PAK W: স্থগিত হয়ে গেল ভারত-পাকিস্তান ম্য়াচ, পিছনে এই বিশেষ কারণ

খুশির জোয়ারে ভাসছেন হরমনপ্রীত

ভারতীয় ক্রিকেট দলের এই দুর্ধর্ষ জয়ের পর অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) বললেন, 'এই জয়টা আমাদের কাছে খুবই দরকার ছিল। লক্ষ্য পূরণ করতে পেরে আমরা খুব খুশি। আমাদের দলে বোলিং পারফরম্য়ান্স খুব ভাল হয়েছে। ক্রান্তি এককথায় অসাধারণ। তবে ওকে যোগ্য সঙ্গত দিয়েছে রেণুকা। বেশ কয়েকটা আউটের সুযোগ যেমন আমরা তৈরি করেছিলাম, তেমনই কয়েকটা ক্যাচও আবার হাতছাড়া হয়েছে। কিন্তু, দিনের শেষে এই জয়টা আমাদের পরিতৃপ্ত করেছে।'

IND W vs PAK W Weather Update: ভারত-পাকিস্তান ম্য়াচের আগে মারাত্মক খবর, বৃষ্টিতে ভেস্তে যাবে বিশ্বকাপের লড়াই?

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এই উইকেটে ব্যাট করা একেবারেই সহজ ছিল না। আমরা দীর্ঘক্ষণ ব্যাট করার লক্ষ্যে মাঠে নেমেছিলাম। কত রান শেষপর্যন্ত তুলতে পারি, সেটাই আমাদের টার্গেট ছিল। এই ম্য়াচ শুরুর আগে কলম্বোয় যথেষ্ট বৃষ্টিপাত হয়েছে। সেকারণে উইকেটে বল কিছুটা আটকে আসছিল। আমরা হাতে উইকেট রাখতে চেয়েছিলাম। শেষবেলায় রিচার গুরুত্বপূর্ণ ৩০ রান আমাদের সাহায্য করেছে। এই মুহূর্তে আমি সবথেকে খুশি। কারণ আমরা জিতেছি। জয়ের এই ধারাবাহিকতা নিয়েই এবার ভারতে ফিরব। ভারতের উইকেট কেমন, সেটা আমরা খুব ভাল করেই জানি। আশা করছি, এই কম্বিনেশন হয়ত কিছুটা হলেও পরিবর্তন করতে হবে।'

Harmanpreet Kaur Indian Women Cricket Team IND W vs PAK W