/indian-express-bangla/media/media_files/2025/11/01/harmanpreet-kaur-2025-11-01-10-18-55.jpg)
Harmanpreet Kaur: হরমনপ্রীত কৌর।
Harmanpreet Kaur Retirement: ভারতীয় মহিলা ক্রিকেটের এক অনন্য নাম হরমনপ্রীত কৌর। গত একদশকেরও বেশি সময় ধরে দলের স্তম্ভ হিসেবে তিনি যে ভূমিকা রেখেছেন, তা নিঃসন্দেহে অনন্য। কিন্তু, আসন্ন মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ ফাইনালকে ঘিরে উঠেছে এক বড় প্রশ্ন, সেই প্রশ্নটা হল, তিনি কি অবসরের কথা ভাবছেন?
আবেগঘন সেমিফাইনালের মুহূর্ত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর ক্যামেরায় ধরা পড়েছিল এক আবেগঘন দৃশ্য। ডাগআউটে বসে হরমনপ্রীতের চোখে জল, তারপর দলের জয়ের মুহূর্তে তাঁর কান্না— যা বুঝিয়ে দেয়, এ জয় শুধু একটি ম্যাচ ছিল না, বরং বহু বছরের স্বপ্নপূরণের এক ধাপ দূরত্বে পৌঁছনো।
আরও পড়ুন- কখন-কোথায় দেখবেন বিশ্বকাপ ফাইনাল? না জানলে মিস করবেন
২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে হরমনপ্রীত এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। ২০১৭ সালে ফাইনালে পৌঁছে কাপ হাতছাড়া হয়েছিল ইংল্যান্ডের কাছে। এবার, ৩৬ বছর বয়সে, নবি মুম্বইতে হতে চলা ফাইনাল তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে।
আরও পড়ুন- একেবারে 'লক্ষ্মীর ভাণ্ডার', বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া?
ভারতের প্রাক্তন অধিনায়িকা ও ধারাভাষ্যকার অঞ্জুম চোপড়া সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে বলেছেন, 'প্রত্যেক খেলোয়াড় জানেন কখন বিদায় বলার সময় এসেছে। হরমনপ্রীত ১০০ পারসেন্ট এটা নিয়ে ভাবছেন।' তবে অঞ্জুমের ধারণা, হরমনপ্রীত এই মুহূর্তে অবসরের চেয়েই দলের ম্যাচ নিয়ে বেশি ভাবছেন। অঞ্জুম বলেন, 'এইসব অবসর নিয়ে সিদ্ধান্ত তো আর ড্রেসিংরুমে হয় না। একজন ক্যাপ্টেন হিসেবে ও চাইবে দল ব্যক্তিগত সিদ্ধান্তের বদলে জয় নিয়েই বেশি ভাবুক।'
আরও পড়ুন- হরমনপ্রীতদের 'ইতিহাস' থেকে সূর্যবাহিনীর লজ্জা, দেখে নিন দিনের সেরা ৫ খেলার খবর
দীর্ঘ ১৬ বছরের কেরিয়ারে হরমনপ্রীত বহু ওঠানামা দেখেছেন। পারফরম্যান্সের চাপ, ইনজুরি, নেতৃত্বের ভার- এসবের সাক্ষী হয়েছেন। কিন্তু তিনি সবসময় মাঠে নিজের সেরাটাই দিয়েছেন। এবার হয়তো তিনি চান, একটি ফেয়ারিটেল এন্ডিং। ঠিক যেমন পিট সাম্প্রাস তাঁর কেরিয়ারের শেষে করেছিলেন।
আরও পড়ুন- মলিনার পাকামিতেই তছনছ বাগান? হাতছাড়া সুপার কাপের সেমিফাইনাল
ভারতীয় মহিলা দল গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নতি করেছে। স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, দেবিকা বৈদ্যদের মতো তরুণ তারকারা এখন দলের বিরাট শক্তি হয়ে উঠেছেন। কিন্তু এই দলের আত্মা এখনও হরমনপ্রীত কৌর। তাই তাঁর শেষ ম্যাচ নিঃসন্দেহে আবেগে ভরা এক অধ্যায় হবে।
Captain Harmanpreet Kaur in a semi-final against Australia?
— BCCI Women (@BCCIWomen) October 31, 2025
It's an iconic tale 😎
The #TeamIndia skipper decodes a historic chase 👌👌 - By @mihirlee_58
Get your #CWC25 tickets 🎟 now: https://t.co/vGzkkgwXt4#WomenInBlue | #INDvAUS | @ImHarmanpreetpic.twitter.com/GdReBReISv
নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ শুধু ট্রফি জয়ের জন্য নয়, একটি যুগের বিদায়েরও সাক্ষী হতে পারে। ভারত যদি জেতে, তবে হয়তো হারমানপ্রীত কৌরও হেসে বলতে পারবেন— 'এটাই আমার শেষ নাচ।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us