Top 5 Sports News, 31 October: হরমনপ্রীতদের 'ইতিহাস' থেকে সূর্যবাহিনীর লজ্জা, দেখে নিন দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: শুক্রবার (৩১ অক্টোবর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: শুক্রবার (৩১ অক্টোবর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
Koushik Biswas
New Update
Sports Trending 31 October

দেখে নিন এখনই...

Top 5 Sports News: শুক্রবার (৩১ অক্টোবর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, ভারতীয় ক্রিকেট দল মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল। সেকারণে কেঁদে ফেললেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচ খেলতে নেমে হেরে গেল সূর্যকুমার যাদবের দল। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই  ৫ সেরা খবর।

Advertisment

কাঁদলেন হরমনপ্রীত

২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নেমেছিল ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে জয়লাভ করে। সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের পর আবেগে ভাসলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। সাপোর্ট স্টাফদের জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে শুরু করলেন তিনি।

বিস্তারিত পড়ুন:

IND W vs AUS W News Update: বাঁধ মানল না চোখের জল, ভারত জিততেই কেঁদে ভাসালেন হরমনপ্রীত!

Advertisment

টিম ইন্ডিয়ার পরাজয়

অন্যদিকে, শুক্রবার (৩১ অক্টোবর) ভারতের (India vs Australia) পুরুষ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচ খেলতে নেমেছিল। এই ম্য়াচে তারা ৫ উইকেটে হেরে যায়। জস হ্যাজেলউডের সামনে ব্যাটিং বিপর্যয় ঘটে টিম ইন্ডিয়ার।

বিস্তারিত পড়ুন:

Ind vs Aus HIghlights Cricket Score, 2nd T20I: লজ্জার হার ভারতের, কী বললেন ক্যাপ্টেন সূর্যকুমার?

বড় কথা বললেন জেমিমা

মহিলা বিশ্বকাপের সেমিফাইনাল ম্য়াচে ঐতিহাসিক জয়ের পর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জেমিমা (Jemimah Rodrigues)। পাশাপাশি তিনি নিজের মানসিক অবস্থা নিয়েও মুখ খুলেছেন। ২০২৫ বিশ্বকাপের শুরুটা একেবারে ভাল করতে পারেননি জেমিমা। সেকারণে তাঁর উপরে যথেষ্ট চাপও ছিল। জানালেন, সেকারণে প্রতিদিন রাতে কাঁদতেন তিনি। এমনকী, মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন।

বিস্তারিত পড়ুন:

IND W vs AUS W, Jemimah Rodrigues: 'প্রতি রাতে কেঁদেছি, আমার মা-বাবা...', ভারতকে জিতিয়ে গোপন কথা ফাঁস করলেন জেমিমা

সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

শেষ হল ২০২৫ সুপার কাপে কলকাতা ডার্বি ম্য়াচ। শুক্রবার (৩১ অক্টোবর) গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হয়। ম্যাচের আগে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (East Bengal FC) লড়াইকে কেন্দ্র করে যে চরম উত্তেজনা তৈরি হয়েছিল, সেই প্রভাব কিন্তু খেলায় দেখতে পাওয়া গেল না। হতে পারে, ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। কিন্তু, গোটা ম্য়াচ জুড়ে ইস্টবেঙ্গল যে দাপট দেখাল, তা সত্যিই প্রশংসনীয়।

বিস্তারিত পড়ুন:

East Bengal FC News: কোন অঙ্কে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল? বুঝে নিন জটিল অঙ্ক

কাঠগড়ায় হোসে মলিনা

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করতেই তোপের মুখে পড়েছেন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) দলের হেড কোচ হোসে মলিনা। দলে একাধিক বিদেশি ফুটবলার থাকা সত্ত্বেও তিনি ম্যাকলারেন ছাড়া বাকিদের দ্বিতীয়ার্ধে মাঠে নামান। কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

বিস্তারিত পড়ুন:

Mohun Bagan Super Giant: মলিনার পাকামিতেই তছনছ বাগান? হাতছাড়া সুপার কাপের সেমিফাইনাল

Mohun Bagan Super Giant East Bengal FC Jemimah Rodrigues India vs Australia Harmanpreet Kaur