IND W vs SA W Final, Live Streaming Info: কখন-কোথায় দেখবেন বিশ্বকাপ ফাইনাল? না জানলে মিস করবেন

IND W vs SA W: এবারের মহিলা ক্রিকেট বিশ্বকাপ নয়া চ্যাম্পিয়ন পেতে চলেছে। কারণ ভারত এবং দক্ষিণ আফ্রিকা এই দুটো দলই এই প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামছে।

IND W vs SA W: এবারের মহিলা ক্রিকেট বিশ্বকাপ নয়া চ্যাম্পিয়ন পেতে চলেছে। কারণ ভারত এবং দক্ষিণ আফ্রিকা এই দুটো দলই এই প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামছে।

author-image
Koushik Biswas
New Update
IND W vs SA W (1)

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্য়াচকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে

IND W vs SA W: হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team) ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। প্রসঙ্গত, প্রথম সেমিফাইনাল ম্য়াচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে প্রোটিয়া ক্রিকেট দল।

Advertisment

IND W vs SA W Final, Weather Update: বৃষ্টিতে যদি ভেস্তে যায় ফাইনাল! ভারত না দক্ষিণ আফ্রিকা, কারা জিতবে বিশ্বকাপ?

এবারের মহিলা ক্রিকেট বিশ্বকাপ নয়া চ্যাম্পিয়ন পেতে চলেছে। কারণ দুটো দলই এই প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামছে। এই পরিস্থিতিতে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আশা করা যেতেই পারে। এই ম্য়াচটি যথেষ্ট রোমাঞ্চকর হতে চলেছে। এই পরিস্থিতিতে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ কখন-কোথায় দেখবেন, তা নিয়ে সবিস্তারে আয়োজন করা যাক।

Advertisment

IND W vs SA W Match Highlights: লড়েও জয় অধরা ভারতের, পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে হরমনপ্রীতরা?

কখন-কোথায় দেখবেন ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল?

২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত ফাইনাল ম্য়াচটি আগামী রবিবার অর্থাৎ ২ নভেম্বর খেলা হবে। নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই মাঠে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিমধ্যে ইতিহাস কায়েম করেছে। এই ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে বেলা তিনটে থেকে শুরু হবে। এর আধঘণ্টা আগে অর্থাৎ বেলা ২টো বেজে ৩০ মিনিটে দুই দলের অধিনায়ক টস করতে আসবেন। আশা করা হচ্ছে, ফাইনাল ম্য়াচে স্টেডিয়াম একেবারে কানায় কানায় পরিপূর্ণ থাকবে।

IND W vs SA W: টিম ইন্ডিয়ার জন্য চরম দুঃসংবাদ, চিন্তা বাড়ল দলের তারকা ক্রিকেটারকে নিয়ে

দুটো দলের কাছেই প্রথমবার বিশ্বকাপ জয়ের সুযোগ

ভারতীয় ক্রিকেট দল এই নিয়ে তৃতীয়বার মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ইতিপূর্বে টিম ইন্ডিয়া ২০০৫ এবং ২০১৭ সালে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। কিন্তু, ২ বারই টিম ইন্ডিয়া হেরে যায়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এই প্রথমবার মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের যোগ্যতা অর্জন করেছে। সুতরাং, দুটো দলের কাছেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। দুটো দলই আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছে। ইতিহাস রচনার জন্য মুখিয়ে রয়েছে। 

IND W vs SA W Final, Prize Money: একেবারে 'লক্ষ্মীর ভাণ্ডার', বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া?

ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত ২০২৫ মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্য়াচটি টেলিভিশনের পর্দায় স্টার স্পোর্টস নেটওয়ার্কে লাইভ দেখা যাবে। এছাড়া সমর্থকরা জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। তাও একেবারে বিনামূল্যে।

IND W vs SA W Women’s ODI World Cup 2025 Indian Women Cricket Team