ICC New Rule: ঋষভের চোট দেখে সুর নরম আইসিসির! বদলাতে পারে এই বিশেষ নিয়ম?

Rishabh Pant Injury: ম্যানচেস্টারে আয়োজিত চতুর্থ টেস্ট ম্য়াচের প্রথম দিন ঋষভ পন্থের পায়ে চোট লেগেছিল। সেকারণে তাঁকে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। এরপর দ্বিতীয় দিন কার্যত অপারগ হয়ে ঋষভ আবারও পায়ের যন্ত্রণা নিয়েই ব্যাট করতে নামেন।

Rishabh Pant Injury: ম্যানচেস্টারে আয়োজিত চতুর্থ টেস্ট ম্য়াচের প্রথম দিন ঋষভ পন্থের পায়ে চোট লেগেছিল। সেকারণে তাঁকে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। এরপর দ্বিতীয় দিন কার্যত অপারগ হয়ে ঋষভ আবারও পায়ের যন্ত্রণা নিয়েই ব্যাট করতে নামেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant Injury (1)

পায়ের মারাত্মক চোট নিয়েও ব্যাট করলেন ঋষভ পন্থ

Rishabh Pant Injury: ঋষভ পন্থের চোটের কথা মাথায় রেখে এবার কি আইসিসি (ICC) নিজেদের তৈরি করা নিয়ম বদলাতে পারে? তেমনটা হলে আদৌ সুবিধা হবে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team)? ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি হয়েছে।  আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

Advertisment

ম্যানচেস্টারে আয়োজিত চতুর্থ টেস্ট ম্য়াচের প্রথম দিন ঋষভ পন্থের পায়ে চোট লেগেছিল। সেকারণে তাঁকে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। এরপর দ্বিতীয় দিন কার্যত অপারগ হয়ে ঋষভ আবারও পায়ের যন্ত্রণা নিয়েই ব্যাট করতে নামেন। এই দৃশ্য দেখেই ক্রিকেট বিশ্বের হৃদয় বিগলিত হয়েছে। আইসিসি-র সাবস্টিটিউড নিয়ম নিয়ে তোলা হচ্ছে একাধিক প্রশ্ন। শোনা যাচ্ছে, এই সমালোচনার মুখে পড়েই নাকি আইসিসি এবার একটা বড়সড় নিয়ম পরিবর্তন করতে পারে।

Rishabh Pant Injury Update: বাহাদুরি না হয় ঠিক আছে, ঋষভের এই সিদ্ধান্ত কি ব্যাকফায়ার করতে পারে?

Advertisment

বদল হতে পারে আইসিসি-র নিয়ম

বেশ কয়েকটি রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, আইসিসি তাদের সাবস্টিটিউড নিয়মে বড়সড় পরিবর্তন আনতে পারে। এই নয়া নিয়ম অনুসারে, যদি কোনও ক্রিকেটার গুরুতর আহত হন, সেক্ষেত্রে তাঁকে সাবস্টিটিউড করা হতে পারে। আপাতত এই বিষয়টা নিয়ে আইসিসি-র অন্দরমহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, আগামী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। যদিও, এই নতুন নিয়মে ফায়দা টিম ইন্ডিয়া এই সিরিজে গ্রহণ করতে পারবে না। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থকে আবারও ব্যাট করতে নামতে হবে।

Rishabh Pant Injury: ভাঙা চোয়াল থেকে পিঠে যন্ত্রণা, মারাত্মক চোট নিয়েও ২২ গজে ৫ ভারতীয়র অসীম লড়াই

রানের পাহাড়ে ইংল্যান্ড

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের চতুর্থ টেস্ট ম্য়াচটি ম্যানচেস্টারে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। দিনের শেষে ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৮৬ রানে এগিয়ে রয়েছে। ভারত এই ম্য়াচের প্রথম ইনিংসে ৩৫৮ রান করেছিল। এর জবাবে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ৫৪৪ রান করে ফেলেছে। 

Rishabh Pant New Record: ভাঙা পায়েই ম্যানচেস্টারে নয়া ইতিহাস পন্থের, ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকেও

এই ম্য়াচে ভারতের ৪ বোলার কার্যত হতাশ করেছেন। মহম্মদ সিরাজ ২৬ ওভারে ১১৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। এই খারাপ পারফরম্য়ান্সের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি ৩৩ ওভারে ১১৭ রান দিয়ে জোড়া উইকেট তুলে নেন। অন্যদিকে, ভারতের আগুন পেসার জসপ্রীত বুমরাহও ভাল বোলিং করতে পারেননি। তিনি কেবল একটাই উইকেট শিকার করেছেন। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেছেন অংশুল কম্বোজ। তিনিও নিজের পারফরম্য়ান্সে কোনও ছাপ তৈরি করতে পারলেন না। ১৮ ওভারে ৮৯ রান দিয়ে শিকার করেছেন একটি উইকেট ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের ক্যাপ্টেন্সি নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর ব্যাক-আপ প্ল্যানের যে যথেষ্ট অভাব রয়েছে, সেটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে।

ICC Rishabh Pant Indian Cricket Team