Australia vs India, 4th Test Score card Updates from MCG, Melbourne: মেলবোর্ন টেস্ট ১৮৪ রানে জিতে নিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৪৭৪ রান। দ্বিতীয় ইনিংসে ২৩৪। ভারত প্রথম ইনিংসে করেছে ৩৬৯ রান, দ্বিতীয় ইনিংসে ১৫৫। এই টেস্ট হারায় চলতি বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজ ২-১ ব্যবধানে পিছিয়ে গেল ভারত। পার্থে প্রথম টেস্ট জিতেছিল বুমরার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এডিলেড ওভালে রোহিতের নেতৃত্বাধীন ভারত অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছিল। ব্রিসবেনের গাব্বায় তৃতীয় টেস্ট বৃষ্টির জন্য ড্র হয়েছে। ওই টেস্টেও এগিয়ে ছিল অস্ট্রেলিয়াই। আর, মেলবোর্নের টেস্টে ভারত হেরেই গেল। সিরিজে বাকি রইল শুধু সিডনির টেস্ট। এই পরাজয়ের ফলে আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ওঠার সম্ভাবনাও কার্যত নষ্ট হয়ে গেল।
জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৩৪০ রান। সেই রান তাড়া করতে নেমে সোমবার বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজে শুরুতেই বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। মেলবোর্ন ক্রিকেট মাঠে ৪র্থ টেস্টের ৫ম দিনে মধ্যাহ্নভোজের আগে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩৩। ভারত অধিনায়ক রোহিত শর্মা ৪০ বল খেলে ব্যক্তিগত ৯ রানের মাথায় আউট হন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে তিনি মিচেল মার্শের হাতে ধরা পড়েন। থার্ড ডাউন কেএল রাহুল ৫ বল খেলে কোনও রান না করেই ফিরে যান। প্যাট কামিন্সের বলে তিনি উসমান খাজার হাতে ধরা পড়েন। ৪র্থ ডাউন বিরাট কোহলি ২৯ বল খেলে ৫ রান করে ফিরে যান। তিনি মিচেল স্টার্কের বলে উসমান খাজার হাতে ধরা পড়েন। এরপর কিছুক্ষণ যশস্বীর সঙ্গে ক্রিজ সামলান ঋষভ পন্থ। ১০৪ বলে ২টি চার-সহ তিনি ৩০ রান করেন। ট্রাভিস হেডের বলে মিচেল মার্শের হাতে ধরা পড়েন ঋষভ। উইকেটের অন্য প্রান্ত ধরে রাখেন যশস্বী। রবীন্দ্র জাদেজা এসে ১৪ বলে ২ রান করে ফিরে যান। স্কট বোল্যান্ডের বলে তাঁর ক্যাচ ধরেন অ্য়ালেক্স কেরি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নীতীশকুমার রেড্ডি আবার ৫ বলে ১ রান করে বিদায় নেন। নাথান লিয়নের বলে তাঁর ক্যাচ নেন স্টিভ স্মিথ। এর বেশ কিছুক্ষণ পরে ফিরে যান যশস্বী জয়সওয়ালও। ২০৮ বলে ৮টি চার-সহ ৮৪ রান করেন যশস্বী। প্যাট কামিন্সের বলে তিনি অ্যালেক্স কেরির হাতে ধরা পড়েন। বাকিরা ছিলেন স্রেফ আয়ারাম-গয়ারাম। ওয়াশিংটন সুন্দর ব্যক্তিগত ৫ রানে অপরাজিত থেকে যান।
এর আগে সোমবার সকালে জসপ্রীত বুমরা দ্বিতীয় ওভারে নাথান লিয়নকে বোল্ড করায় মেলবোর্নে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেমে যায় ২৩৪ রানে। বুমরা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) দ্বিতীয় ইনিংসে এনিয়ে ৫ উইকেট নিলেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শেষ উইকেটে নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড ৬১ রানের জুটি গড়েছেন। নাথান লিয়ন ৫টি চার-সহ ৫৫ বলে ৪১ রান করেছেন। এই ম্যাচ মন্দ আলো এবং বৃষ্টির জন্য ৩য় দিনে বারবার বন্ধ হয়েছে। তার আগে ম্যাচের প্রথম দিন স্যাম কনস্টাসের সঙ্গে পিচের মধ্যেই বিরাট কোহলির কাঁধে ধাক্কাধাক্কি বিতর্ক ছড়িয়েছে।
মেলবোর্ন টেস্টে ১৯ বছর বয়সি স্যাম কনস্টাস অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর স্যাম কনস্টাসকে ৪৬৮তম ব্যাগি গ্রিন ক্যাপ উপহার দিয়েছেন। আহত জশ হ্যাজেলউডের জায়গায় খেলছেন স্কট বোল্যান্ড। ভারতও দলে পরিবর্তন করেছে। শুভমান গিলের জায়গায় খেলেছেন ওয়াশিংটন সুন্দর।
ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ
অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুসেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড
-
Dec 30, 2024 12:01 IST
IND vs AUS 4th Test Day 5: মেলবোর্ন টেস্ট জিতল অস্ট্রেলিয়া
মহম্মদ সিরাজ ২ বল খেলে নাথান লিয়নের বলে এলবিডব্লিউ হন। ফলে ভারতের রান দাঁড়ায় ১০ উইকেটে ১৫৫। তার ফলে ১৮৪ রানে এই টেস্ট জিতে নিল অজিরা।
-
Dec 30, 2024 11:54 IST
IND vs AUS 4th Test Day 5: ফিরলেন বুমরাও
হার বাঁচাতে এখন সুন্দর ও সিরাজই ভরসা ভারতের। কারণ বুমরা আউট হয়েছেন। ৮ বল খেলে তিনি বিনা রানে ফিরে গিয়েছেন। স্কট বোল্যান্ডের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েছেন তিনি।
-
Dec 30, 2024 11:43 IST
IND vs AUS 4th Test Day 5: আকাশদীপও ফিরলেন, হার বাঁচানো নিয়ে চিন্তায় ভারত
পানীয় বিরতি পর্যন্ত ভারত ৮ উইকেটে ৭৭ ওভারে ১৫৪ রান খেলেছে। জিততে গেলে ৯০ বলে টিম ইন্ডিয়াকে ১৮৬ রান তুলতে হবে। ব্যাটিং করছেন ওয়াশিংটন সুন্দর ও জসপ্রীত বুমরা। যথারীতি এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার জয়ের সম্ভাবনা নেই। কিন্তু, হার বাঁচাতে গেলে ভারতকে এখনও ৯০ বল খেলতে হবে। অথচ ব্যাটার বলতে সুন্দর, বুমরা ছাড়া সিরাজ। ফলে রীতিমতো সংকটে রোহিতের ভারত। এর আগে আকাশদীপ ১৭ বলে ১টি চার-সহ ৭ রান করে ফিরে গিয়েছেন। স্কট বোল্যান্ডের বলে তাঁর ক্যাচ ধরেছেন ট্রাভিস হেড।
-
Dec 30, 2024 11:27 IST
IND vs AUS 4th Test Day 5: জয়ের স্বপ্ন দূর, হার বাঁচানোর চেষ্টা ভারতের
জিততে গেলে ১৮ ওভারে প্রায় ২০০ রান করতে হবে। এই পরিস্থিতিতে ভারতের ব্যাটার বলতে টেল এন্ডার ওয়াশিংটন সুন্দর ও আকাশদীপ। বাকি পড়ে আছেন জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। যাঁরা ক্রিজে নামতে হয় ব্যাট হাতে নামেন। মিডল অর্ডারের অত্যন্ত খারাপ পারফরম্যান্সের জন্য এই পরিস্থিতিতে ভারতের সামনে এখন হার বাঁচানোই অনেক বড় ব্যাপার। শেষ বল পর্যন্ত একাধিক ব্যাটার ক্রিজে টিকে যেতে পারলে ভারত হার বাঁচাতে পারবে। ম্যাচ ড্র হবে।
-
Dec 30, 2024 11:13 IST
IND vs AUS 4th Test Day 5: যশস্বীর উইকেটও পড়ল
প্যাট কামিন্সের বলে অ্যালেক্স কেরির হাতে ধরা পড়লেন যশস্বী জয়সওয়াল। ২০৮ বলে ৮টি চার-সহ ৮৪ রান করেছেন যশস্বী।
-
Dec 30, 2024 10:35 IST
IND vs AUS 4th Test Day 5: রেড্ডিও ব্যর্থ! ফিরলেন প্যাভিলিয়নে
রেড্ডিও ব্যর্থ! ফিরলেন প্যাভিলিয়নে। ৫ বলে ১ রান করে নাথান লিয়নের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। নেমেছেন ওয়াশিংটন সুন্দর।
-
Dec 30, 2024 10:31 IST
IND vs AUS 4th Test Day 5: জাদেজা আউট! রেড্ডি ইন
ঋষভ পন্থের প্রায় পরপরই ফিরে গেলেন রবীন্দ্র জাদেজাও। তিনি স্কট বোল্যান্ডের বলে অ্যালেক্স কেরির হাতে ধরা পড়েছেন। ১৪ বলে ২ রান করে ফিরে গিয়েছেন জাদেজা। তাঁর জায়গায় নেমেছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নীতীশকুমার রেড্ডি।
-
Dec 30, 2024 10:23 IST
IND vs AUS 4th Test Day 5: ফিরেছেন পন্থ, জাদেজাকে সঙ্গী করে ব্যাটিং জয়সওয়ালের
ঋষভ পন্থ ১০৪ বলে ৩০ রান করে আউট হয়েছেন। ট্রাভিস হেডের বলে তিনি মিচেল মার্শের হাতে ধরা পড়েছেন। ব্যাটিংয়ে জয়সওয়ালের সঙ্গী এখন জাদেজা। ৬১ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১২৬। যশস্বী জয়ওয়াল ১৮৩ বলে ৭৩ রানে ব্যাটিং করছেন। আর, রবীন্দ্র জাদেজা ৭ বলে ২ রানে রয়েছেন।
-
Dec 30, 2024 09:45 IST
IND vs AUS 4th Test Day 5: চা-বিরতি পর্যন্ত ভারত ৩ উইকেটে ১১২
ব্যাটিং করছেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। যশস্বী ১৫৯ বলে ৬৩ রান করেছেন। আর, ঋষভ ৯৩ বলে করেছেন ২৮ রান। যশস্বী ৭টি চার মেরেছেন। ঋষভ মেরেছেন ২টি চার।
-
Dec 30, 2024 09:41 IST
IND vs AUS 4th Test Day 5: জয়সওয়াল-পন্থ জুটি ভাঙতে মরিয়া চেষ্টা কামিন্সের
যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থের জুটি ভাঙতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি নিজে তো বোলিং করছেনই। পাশাপাশি, আরও ৬ জন বোলারকে ব্যবহার করেছেন। এই তালিকায় মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, নাথান লিয়নদের মত নিয়মিত বোলার যেমন আছেন, তেমনই আছেন ট্রাভিস হেড, মিচেল মার্শ, মারনাস লাবুসেনদের মত অনিয়মিত বোলারও।
-
Dec 30, 2024 09:25 IST
IND vs AUS 4th Test Day 5: দ্বিতীয় ইনিংসে ১০০ পার করল টিম ইন্ডিয়া
যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থের কাঁধে ভর করে দ্বিতীয় ইনিংসে ১০০ রান পার করল টিম ইন্ডিয়া। দুই ভারতীয় ব্যাটারের সৌজন্যে জয়ের মার্জিন ক্রমশই কমছে। যশস্বী ইতিমধ্যেই ১৪৯ বলে ৬১ রান করেছেন। আর পন্থ আপাতত ৭৯ বলে করেছেন ২২ রান।
-
Dec 30, 2024 09:12 IST
IND vs AUS 4th Test Day 5: কমছে টার্গেট, উইকেট না পড়লে জয়ের পথেই ভারত
উইকেট না পড়লে মেলবোর্ন টেস্ট জয়ের পথেই হাঁটছে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাটিং করছেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। তার মধ্যে যশস্বী অর্ধশতক পেরিয়ে গিয়েছেন। আর ঋষভও ধীরে-সুস্থে রান বাড়াচ্ছেন। আর, তার ফলেই কমছে টার্গেট। ৪৫ ওভারে ভারতকে তুলতে হবে ২৪৩ রান।
-
Dec 30, 2024 08:47 IST
IND vs AUS 4th Test Day 5: অর্ধশতক যশস্বীর, পার্টনারশিপেও হাফ সেঞ্চুরি
দলের অন্য প্রান্তের তিন বিখ্যাত ব্যাটার আউট হয়ে গেলেও অবিচল ভারতীয় দলের ওপেনার যশস্বী জয়সওয়াল। আর, এই টিকে থাকার মানসিকতা নিয়েই তিনি ১২৭ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করলেন। দ্বিতীয় ইনিংসে পানীয় বিরতির একটু আগে তিনি নিজের অর্ধশতক পূর্ণ করেছেন। পাশাপাশি, তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ঋষভ পন্থ। তাঁর সঙ্গে যশস্বীর পার্টনারশিপও অর্ধশতক পূর্ণ করেছে।
-
Dec 30, 2024 08:34 IST
IND vs AUS 4th Test Day 5: জিততে গেলে ৫৪ ওভারে ২৬৩ রান তুলতে হবে ভারতকে
মেলবোর্ন টেস্ট জেতা ভারতের কাছে অসম্ভব কিছু না। জিততে গেলে ৫৪ ওভারে ২৬৩ রান তুলতে হবে ভারতকে। হাতে আছে এখনও ৭ উইকেট। দলে অলরাউন্ডারের সংখ্যা বাড়ায় ভারতের ব্যাটিং গভীরতা এখন আগের চেয়ে অনেকটাই বেড়েছে। ফলে, জেতাটা ভারতের কাছে অসম্ভব নয়।
-
Dec 30, 2024 08:18 IST
IND vs AUS 4th Test Day 5: ৫ম দিনে এমসিজিতে ভর্তি দর্শক, প্রচণ্ড খুশি আয়োজকরা
বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের ৪র্থ টেস্টের ৫ম দিনের ম্যাচ নিয়ে ব্যাপক উৎসাহ দর্শকদের মধ্যে। ম্যাচ দেখতে মেলবোর্ন ক্রিকেট মাঠ উপচে পড়েছে দর্শকদের ভিড়ে। দর্শকসংখ্যা ৫১ হাজার ৩৭১। আগের চার দিনেও দর্শকসংখ্যা নেহাত কম ছিল না। যার ফলে, মেলবোর্নের এই ম্যাচে দর্শকসংখ্যা অতীতের যাবতীয় পরিসংখ্যানকে টেক্কা দিয়ে নজির গড়ল। চলতি টেস্ট ম্যাচে এমসিজিতে মোট দর্শক হয়েছে ৩ লক্ষ ৫০ হাজার ৭০০ জন। এর আগে এমসিজিতে দর্শকসংখ্যার রেকর্ড তৈরি হয়েছিল ১৯৩৬-৩৭ ক্রিকেট মরশুমে। সেই ম্যাচ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। আর, সেটা ছিল ৬ দিনের ম্যাচ। সেই দর্শকসংখ্যাকে ২০২৪-২৫ মরশুমে ভারতের সঙ্গে পাঁচ দিনের ম্যাচই টেক্কা দিয়ে গেল। যা দেখে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইভেন্টস অ্যান্ড অপারেশনস বিভাগের কর্তা জোয়েল মরিসন বলেছেন, 'বক্সিং ডে টেস্টজুড়ে দর্শকদের সমর্থনে আমরা আনন্দিত। এমসিসি এবং ভিক্টোরিয়ান সরকারের সাথে আমাদের অংশীদারিত্বে এই ম্যাচ হচ্ছে। এই বিরাট সংখ্যক দর্শক টানতে পারা একটা যৌথ প্রচেষ্টার ফল। বর্ডার-গাভাসকার ট্রফি একটি ব্লকবাস্টার ইভেন্ট। গ্রীষ্মজুড়ে এমন বিপুল সংখ্যক দর্শকদের দেখতে পাওয়াটা সত্যিই আনন্দদায়ক ব্যাপার। আমাদেরকে ব্যাপক সমর্থনের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট ভক্তদের অনেক ধন্যবাদ। এই বিপুল দর্শকসংখ্যা ক্রিকেটের শক্তি কী, তা বুঝিয়ে দিল।'
-
Dec 30, 2024 07:58 IST
IND vs AUS 4th Test Day 5: অলৌকিক ক্ষমতা কুলদীপের? বিরাট দাবি ভারতীয় স্পিনারের
টি২০ বিশ্বকাপ নিয়ে এক বিরাট দাবি করে বসলেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। তিনি বলেছেন, 'টি২০ বিশ্বকাপ ফাইনালের আগে আমি ভেবেছিলাম, ট্রফিটি আমার পাশে আছে। পরের দিন, তাই ঘটেছে।' কুলদীপ বলেন, 'আমাদের ড্রেসিংরুমে ঐতিহ্য আছে, বড় টুর্নামেন্টের আগে প্রথম টিম মিটিংয়ের সময় দলের প্রত্যেক সদস্য বক্তৃতা দেন। আমরা টি২০ বিশ্বকাপেও সেই রাস্তায় হেঁটেছি। যখন আমার পালা এল, আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে হারের হতাশা তখনও কাটেনি। আমি আমার সতীর্থদের বলেছিলাম যে আমি আশা করি এবার, আমরা ট্রফি নিয়ে দেশে ফিরব। এটা অবশ্য ড্রেসিংরুমে অনেকেই বলেছিলেন।'
-
Dec 30, 2024 07:46 IST
IND vs AUS 4th Test Day 5: যশস্বীর সঙ্গে ক্রিজে পন্থ
মধ্যাহ্নভোজের ঠিক আগে আউট হয়েছিলেন ভারতের ৪র্থ ডাউন বিরাট কোহলি। মধ্যাহ্নভোজের পর যশস্বী জয়সওয়ালের সঙ্গে ক্রিজে নেমেছেন ঋষভ পন্থ। জয়ের জন্য ভারতের লক্ষ্যমাত্রা ৩৪০ রান। বাকি গোটা দিন ধরে ব্যাট করার সুযোগ আছে ভারতের কাছে। তার মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে পারলে ভারত জিতে যাবে। আর, সেই প্রয়োজনীয় রান তুলতে না পারলেও উইকেটে শেষ পর্যন্ত একাধিক ভারতীয় ক্রিকেটার অপরাজিত থাকতে পারলে ম্যাচ ড্র হবে। হার বাঁচাতে পারবে টিম ইন্ডিয়া।
-
Dec 30, 2024 07:10 IST
IND vs AUS 4th Test Day 5: মধ্যাহ্নভোজের আগে ভারত ৩৩/৩
জয়ের জন্য ৩৪০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সোমবার বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজে, মেলবোর্ন ক্রিকেট মাঠে ৪র্থ টেস্টের ৫ম দিনে বিপাকে টিম ইন্ডিয়া। মধ্যাহ্নভোজের আগে ভারতের রান দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩৩। ভারত অধিনায়ক রোহিত শর্মা ৪০ বল খেলে ব্যক্তিগত ৯ রানের মাথায় আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে তিনি মিচেল মার্শের হাতে ধরা পড়েন। থার্ড ডাউন কেএল রাহুল ৫ বল খেলে কোনও রান না করেই ফিরে যান। প্যাট কামিন্সের বলে তিনি উসমান খাজার হাতে ধরা পড়েন। ৪র্থ ডাউন বিরাট কোহলি ২৯ বল খেলে ৫ রান করে ফিরে গিয়েছেন। তিনি মিচেল স্টার্কের বলে উসমান খাজার হাতে ধরা পড়েছেন। ক্রিজে আছেন যশস্বী জয়সওয়াল। তিনি ১টি চার-সহ ৮৩ বলে ১৪ রান করেছেন।
-
Dec 30, 2024 06:24 IST
IND vs AUS 4th Test Day 5: রোহিতের পথ ধরলেন রাহুল
থার্ড ডাউনে নেমে কিছুই করতে পারলেন না কেএল রাহুল। চলতি ম্যাচেই তাঁকে থার্ড ডাউনে খেলানো হচ্ছে। এর আগে চলতি সিরিজে ওপেনার পজিশনে ভালো খেলেছিলেন তিনি। কিন্তু, মেলবোর্নে চলতি ম্যাচে থার্ড ডাউনে নামার পর থেকেই তিনি ব্যর্থ। প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি। আর, দ্বিতীয় ইনিংসে ফিরলেন শূন্য রানে। এদিন প্যাট কামিন্সের বলে তিনি উসমান খাজার হাতে ধরা পড়েন।
-
Dec 30, 2024 06:17 IST
IND vs AUS 4th Test Day 5: রোহিত আউট ৯ রানে
প্রত্যাশা পূরণ করতে পারলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কাছে সোমবার বড় রানের আশা ছিল অনুরাগীদের। তাঁর নিজেরও বড় স্কোর করার প্রয়োজন রয়েছে। কিন্তু, প্রথম সেশনে পানীয় বিরতির একটু পরেই রোহিত ফিরে গেলেন ব্যক্তিগত ৯ রান। ৪০ বল খেলে তিনি আউট হলেন। প্যাট কামিন্সের বলে মিচেল মার্শের হাতে ধরা পড়লেন রোহিত। তাঁর জায়গায় নেমেছেন কেএল রাহুল।
-
Dec 30, 2024 06:12 IST
IND vs AUS 4th Test Day 5: প্রথম সেশনে পানীয় বিরতি পর্যন্ত ভারত ২২
প্রথম সেশনে পানীয় বিরতি পর্যন্ত ভারত দ্বিতীয় ইনিংসে ২২ রান করেছে। যশস্বী জয়সওয়াল ৫৩ বলে করেছেন ১০ রান। আর রোহিত শর্মা ৩৭ বলে করেছেন ৮ রান। যার সুবাদে পানীয় বিরতি পর্যন্ত ভারতের রান ছিল ১৫ ওভারে ২২। পানীয় বিরতির পর ১৬ ওভার শেষে ভারতের রান দাঁড়িয়েছে ২৫। যশস্বীর ১২, রোহিতের ৯।
-
Dec 30, 2024 05:51 IST
IND vs AUS 4th Test Day 5: রোহিতের কাছে এই ইনিংস তাঁর অস্বিস্তের লড়াই
ভারতের হয়ে ব্যাটিং করছেন অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। এই ম্যাচে ভারতের টার্গেট ৩৪০ রান। তবে, অধিনায়ক রোহিত শর্মার কাছে সেটাই সব নয়। এই ইনিংস তাঁর কাছে অস্বিস্তের লড়াইয়ের ময়দান। উজ্জ্বল অতীত রয়েছে ভারত অধিনায়কের। কিন্তু, তাঁর বর্তমান অনেক ফ্যাকাসে। গত কয়েক ইনিংসে প্রায় উইকেট ছুড়ে দিয়ে এসেছেন রোহিত শর্মা। তাঁর ব্যক্তিগত স্কোর না বলার মতই। এরপর ইতিমধ্যেই তাঁকে অধিনায়ক পদ থেকে অপসারণের দাবি জোরদার হয়েছে। মেলবোর্ন টেস্ট ড্র করলে ভারতের ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। ডব্লিউটিসি ফাইনালে ভারত পৌঁছতে না পারলে রোহিত শর্মাকে ভারতীয় দলের অধিনায়ক পদ থেকে অপসারণ করার কথা ভাবা হচ্ছে। অনেকেই চান, রোহিত নিজেই যেন টেস্ট ফরম্যাট থেকে অবসর নেন। তাতে তিনি অধিনায়ক পদে থেকেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারবেন। এই অবস্থায় গোটা পরিস্থিতি বদলে দিতে পারে মেলবোর্নে রোহিতের বড়সড় ইনিংস ও ভারতের জয়।
-
Dec 30, 2024 05:22 IST
IND vs AUS 4th Test Day 5: গোটা দিনটা আজ টিম ইন্ডিয়ার সামনে
আজ গোটা দিনটা টিম ইন্ডিয়ার সামনে রয়েছে। উইকেট ছুড়ে না দিলে ভারত এই ম্যাচে জিততেও পারে। তবে, টার্গেটটা একটু বেশি, ৩৪০ রান। কিন্তু, সেটাও অসম্ভব নয়। কারণ, এটা সীমিত ওভারের ক্রিকেট নয়। টেস্টে বোলিং দিনভর চলে। ভারতকে শুধু ক্রিজে টিকে থাকতে হবে। যদি টিম ইন্ডিয়া ৩৪০ রান না-ও তুলতে পারে, কিন্তু ভারতীয়দের অলআউট করা সম্ভব না হয়, তবেও ম্যাচ ড্র হবে। আর, ৩৪০ রান তুলে ফেলতে পারলে তো ভারতের জয় নিশ্চিত।
-
Dec 30, 2024 05:09 IST
IND vs AUS 4th Test Day 5: নমস্কার মেলবোর্নে স্বাগত! শুরুতেই নৈশপ্রহরী লিয়নকে ফেরালেন বুমরা
গতকাল থেকেই নৈশপ্রহরী হিসেবে ক্রিজে ছিলেন নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড। নাথান লিয়ন ৫টি চার-সহ ৫৪ বলে করেছিলেন ৪১ রান। স্কট বোল্যান্ড ১টি চার-সহ ৬৫ বলে করেছিলেন ১০ রান। সোমবার সকালে সেই নৈশপ্রহরী নাথান লিয়নকে ফেরালেন ভারতের পেসার জসপ্রীত বুমরা। তার ফলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বুমরার উইকেটের সংখ্যা বেড়ে হয় ৫। শেষ পর্যন্ত ৫৫ বলে ৪১ রান করেছেন লিয়ন। বুমরার বলে তিনি বোল্ড হন।
আর, ভারতের টার্গেট এখন ৩৪০। -
Dec 29, 2024 13:10 IST
IND vs AUS 4th Test Day 4: ৪র্থ দিনের শেষে অস্ট্রেলিয়া ৩৩৩ রানে এগিয়ে
মেলবোর্ন টেস্টে ৪র্থ দিনের শেষে ক্রিজে আছেন নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড। লিয়ন ৫টি চার-সহ ৫৪ বলে করেছেন ৪১ রান। স্কট বোল্যান্ড ১টি চার-সহ ৬৫ বলে করেছেন ১০ রান। অস্ট্রেলিয়া ৩৩৩ রানে এগিয়ে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৮২ ওভার ৯ উইকেটে তুলেছে ২২৮ রান।
-
Dec 29, 2024 11:55 IST
IND vs AUS 4th Test Day 4: নীতীশের সেঞ্চুরিতে শাস্ত্রীর চোখে জল
নীতীশকুমার রেড্ডির সেঞ্চুরি দেখে কেঁদে ফেললেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। শনিবার বক্সিং ডে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ধারাভাষ্য বক্সে যতীন সাপ্রু ও ইরফান পাঠানের সঙ্গে শাস্ত্রী ছিলেন। সেখানে শাস্ত্রীকে কাঁপা কণ্ঠে বলতে শোনা গিয়েছে, 'এটা এমন একটা সেঞ্চুরি, যা চোখে জল এনে দিতে বাধ্য।' অলরাউন্ডার নীতীশের বাবার আনন্দাশ্রুর কথা ভেবেই তাঁর এই আবেগ বলে শাস্ত্রী জানান।
-
Dec 29, 2024 11:48 IST
IND vs AUS 4th Test Day 4: পানীয় বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ২৯৬ রানে এগিয়ে
চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ভারতের চেয়ে ২৯৬ রানে এগিয়ে। ক্রিজ সামলাচ্ছেন নাথান লিয়ন। তিনি ২৭ বলে করেছেন ১৩ রান। তাঁর সঙ্গে আছেন স্কট বোল্যান্ড। তিনি ২৪ বলে ৩ রান করে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৭১ ওভারে ৯ উইকেটে তুলেছে ১৯১ রান।
-
Dec 29, 2024 11:18 IST
IND vs AUS 4th Test Day 4: অবশেষে আউট কামিন্স, ফেরালেন জাদেজা
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৪টি চার-সহ ৯০ বলে ৪১ রান করেন। রবীন্দ্র জাদেজার বলে তিনি রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন।
-
Dec 29, 2024 10:45 IST
IND vs AUS 4th Test Day 4: লাবুসেনকে ফেরালেন সিরাজ, রান আউট স্টার্ক
১৩৯ বলে ৩টি চার-সহ ৭০ রান করেছেন লাবুসেন। সিরাজের বলে তিনি এলবিডব্লিউ হন। নীতীশকুমার রেড্ডির বলে ব্যক্তিগত ৫ রানের মাথায় রানআউট হয়ে যান মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৫৬। ভারতের থেকে অস্ট্রেলিয়া ২৬৩ রানে এগিয়ে।
-
Dec 29, 2024 09:55 IST
IND vs AUS 4th Test Day 4: চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ৪৯ ওভার ৬ উইকেটে ১৩৫
ক্রিজ সামলাচ্ছেন মারনাস লাবুসেন ও অধিনায়ক প্যাট কামিন্স। লাবুসেন ১১৮ বলে ৩টি চার-সহ ৬৫ রান করেছেন। প্যাট কামিন্স ২টি চার-সহ ৪০ বলে করেছেন ২১ রান। এর আগে পরপর চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। কাছাকাছি সময়ে আউট হন স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ ও অ্যালেক্স কেরি।
-
Dec 29, 2024 09:20 IST
IND vs AUS 4th Test Day 4: সেরা টেস্ট বোলিং স্ট্রাইক রেট (২০০ উইকেট)
টেস্ট ক্রিকেটে সেরা বোলিং স্ট্রাইক রেটের তালিকায় ১ নম্বরে আছেন কাগিসো রাবাদা। তিনি ৩৯.২১ স্ট্রাইক রেটে ৩২১টি উইকেট নিয়েছেন। এরপরই রয়েছেন জসপ্রীত বুমরা। তিনি ৪২.২৩ স্ট্রাইক রেটে ২০১টি উইকেট নিয়েছেন। ডেইন স্টেইন ৪২.৩৮ স্ট্রাইক রেটে ৪৩৯টি উইকেট নিয়েছেন। ভারতীয়দের মধ্যে টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত ২০০ উইকেট নিলেন বুমরা। সবচেয়ে দ্রুত ২০০ উইকেট নেওয়ার তালিকায় ১ নম্বরে আছেন ওয়াকার ইউনিস। তিনি ৭,৭২৫ বলে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট পেয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ডেল স্টেইন। তিনি ৭,৮৪৮ বলে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট নিয়েছেন। কাগিসো রাবাদা ৮,১৫৪ বলে ২০০ উইকেটে নিয়েছেন। জসপ্রীত বুমরা ৮,৪৮৪ বলে নিয়েছেন ২০০ উইকেট।
Jasprit Bumrah takes his 200th Test wicket and follows it up with 201 just moments later!#AUSvIND | #MilestoneMoment | @nrmainsurance pic.twitter.com/NpiXDBaVDI
— cricket.com.au (@cricketcomau) December 29, 2024 -
Dec 29, 2024 09:04 IST
IND vs AUS 4th Test Day 4: জেতার সুযোগ আছে ভারতের কাছে
অস্ট্রেলিয়া আপাতত ভারতের চেয়ে ২০৫ রানে এগিয়ে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৪০ ওভার ৬ উইকেটে তুলেছে ১০০ রান। ক্রিজে আছেন লাবুসেন ও কামিন্স। এঁদের কেউ আউট হলে নামবেন মিচেল স্টার্ক, নাথান লিয়ন। অস্ট্রেলিয়ার এই চার ব্যাটারকে যদি দ্রুত আউট করা সম্ভব হয়, তবে ভারতের সামনে ৪র্থ টেস্ট জয়ের সুযোগ থাকছে।
-
Dec 29, 2024 08:49 IST
IND vs AUS 4th Test Day 4: পরপর পড়ল ৪ উইকেট, ক্রিজ সামলাচ্ছেন মারনাস লাবুসেন ও প্যাট কামিন্স
প্রায় পরপর পড়ে গেল অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি উইকেট। ৪১ বলে ১টি চার-সহ ১৩ রান করে মহম্মদ সিরাজের বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়েন স্টিভ স্মিথ। জসপ্রীত বুমরার বলে ১ রান করে নীতীশকুমার রেড্ডির হাতে ধরা পড়েন ট্রাভিস হেড। বুমরার বলে বিনা রানেই ঋষভ পন্থের হাতে ধরা পড়েন মিচেল মার্শ। ৭ বলে ২ রান করে বুমরার বলে বোল্ড হয়েছেন উইকেটকিপার অ্যালেক্স কেরি। পানীয় বিরতির আগে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে তোলে ৯১ রান।
-
Dec 29, 2024 07:52 IST
IND vs AUS 4th Test Day 4: ক্রিজ সামলাচ্ছেন মারনাস লাবুসেন ও স্টিভ স্মিথ
মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ২৫ ওভারে ২ উইকেটে ছিল ৫৩। বিরতির পর ফের লিড বাড়ানোর চেষ্টায় অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ইনিংস ডিক্লেয়ারের আগে যথাসম্ভব লিড বাড়িয়ে নিতে চায় অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার দুই উইকেটের পতন ঘটেছে। আউট হয়েছেন স্যাম কনস্টাস ও উসমান খাজা।
-
Dec 29, 2024 07:08 IST
IND vs AUS 4th Test Day 4: মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ২৫ ওভারে ২ উইকেটে ৫৩
বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের ৪র্থ দিনে দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ২৫ ওভারে ২ উইকেটে ৫৩। ক্রিজে আছেন মারনাস লাবুসেন ও স্টিভ স্মিথ। লাবুসেন ৪৬ বলে ১টি চার-সহ ২০ রান করেছেন। আর স্টিভ স্মিথ ২১ বলে ২ রান করেছেন।
-
Dec 29, 2024 07:05 IST
IND vs AUS 4th Test Day 4: অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজ সামলাচ্ছেন মারনাস লাবুসেন-স্টিভ স্মিথ
অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজ সামলাচ্ছেন মারনাস লাবুসেন ও স্টিভ স্মিথ। ১৮ বলে ১টি চার-সহ ৮ রান করে আউট হয়েছেন স্যাম কনস্টাস। তিনি বুমরার বলে বোল্ড হয়েছেন। ৬৫ বলে ২টি চার-সহ ২১ রান করে সিরাজের বলে বোল্ড হয়েছেন উসমান খাজা। বর্তমানে অস্ট্রেলিয়ার ক্রিজ সামলাচ্ছেন মারনাস লাবুসেন ও স্টিভ স্মিথ।
-
Dec 29, 2024 06:48 IST
IND vs AUS 4th Test Day 4: খাজাকে ফেরালেন সিরাজ
অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজাকে বোল্ড করলেন মহম্মদ সিরাজ। যার ফলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন ঘটল। উসমান খাজা ৬৫ বলে ২টি চার-সহ ২১ রান করে আউট হয়েছেন। তার আগে স্যাম কনস্টাসকে ফিরিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরা। ১৮ বলে ১টি চার-সহ ৮ রান করে কনস্টাস আউট হন। ভারতের বোলিং আক্রমণের দায়িত্বে শুরু থেকে ছিলেন প্রথম ইনিংসের দুই সফল পেসার জসপ্রীত বুমরা ও আকাশদীপ। এরপর সিরাজকেও আক্রমণে আনেন রোহিত।
-
Dec 29, 2024 06:29 IST
IND vs AUS 4th Test Day 4: ধীরে লিড বাড়াচ্ছে অস্ট্রেলিয়া
মেলবোর্নে টেস্টের ৪র্থ দিনে শুরু থেকেই বেশ ধীরে লিড বাড়াচ্ছে অস্ট্রেলিয়া। ম্যাচ আগামিকাল শেষ হবে। অস্ট্রেলিয়া এবং ভারত, উভয় দলই বক্সিং ডে টেস্ট জিততে মরিয়া। এই পরিস্থিতিতে ম্যাচের ফয়সালা করতে এই দুই দিনেই যাবতীয় কৌশল দুই দলকেই কাজে লাগাতে হবে। বর্তমানে স্যাম কনস্টাস ফেরার পর অস্ট্রেলিয়ার ক্রিজ সামলাচ্ছেন উসমান খাজা ও মারনাস লাবুসেন। ভারতের বোলিং আক্রমণের দায়িত্বে শুরু থেকে ছিলেন প্রথম ইনিংসের দুই সফল পেসার জসপ্রীত বুমরা ও আকাশদীপ। এরপর সিরাজকেও বোলিং আক্রমণে এনেছেন রোহিত।
-
Dec 29, 2024 06:01 IST
IND vs AUS 4th Test Day 4: অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজ সামলাচ্ছেন উসমান খাজা, মারনাস লাবুসেন
স্যাম কনস্টাস ফেরার পর অস্ট্রেলিয়ার ক্রিজ সামলাচ্ছেন উসমান খাজা ও মারনাস লাবুসেন। ভারতের বোলিং আক্রমণের দায়িত্বে শুরু থেকে ছিলেন প্রথম ইনিংসের দুই সফল পেসার জসপ্রীত বুমরা ও আকাশদীপ। ভারতের প্রথম ইনিংস শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া এগিয়ে ছিল ১২০ রানে। সেই লিডকেই যতটা সম্ভব বাড়িয়ে নিয়ে যাওয়াই অস্ট্রেলিয়ার লক্ষ্য। তবে ভারতের বোলাররা শুরু থেকেই অজিদের বেশ চাপে রেখেছে। রান উঠছে তাই ধীর গতিতে। তার মধ্যেই কনস্টাস ফিরেছেন। এই অবস্থায় বুমরাকে বিশ্রাম দেওয়ার জন্য আকাশদীপের সঙ্গে সিরাজকে বোলিং আক্রমণের দায়িত্ব দিয়েছেন রোহিত।
-
Dec 29, 2024 05:34 IST
IND vs AUS 4th Test Day 4: কনস্টাসকে ফেরালেন বুমরা
অস্ট্রেলিয়ার ক্রিজ সামলাচ্ছিলেন স্যাম কনস্টাস, উসমান খাজা। কনস্টাস প্রথম ইনিংসে দুর্দান্ত খেলেছিলেন। সেই কনস্টাসকেই ৮ রানে বোল্ড করলেন বুমরা। ১৮ বলে ১টি চার-সহ ৮ রান করে কনস্টাস আউট হয়েছেন। ভারতের বোলিং আক্রমণের দায়িত্ব শুরু থেকেই প্রথম ইনিংসের দুই সফল পেসার জসপ্রীত বুমরা ও আকাশদীপ সামলাচ্ছেন। ভারতের প্রথম ইনিংস শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া এগিয়ে ছিল ১২০ রানে। সেই লিডকেই যতটা সম্ভব বাড়িয়ে নিয়ে যাওয়াই এখন অস্ট্রেলিয়ার লক্ষ্য।
-
Dec 29, 2024 05:06 IST
IND vs AUS 4th Test Day 4: নমস্কার, মেলবোর্ন টেস্টের ৪র্থ দিনে স্বাগত
মেলবোর্ন টেস্টের ৪র্থ দিনের খেলা শুরু হয়েছে। ভারত প্রথম ইনিংসে ১০ উইকেটে ৩৬৯ রান করেছে। নীতীশকুমার রেড্ডি করেছেন ১৮৯ বলে ১১৪ রান। তিনি ১১টি চার এবং ১টি ছয় মেরেছেন।
-
Dec 28, 2024 12:17 IST
IND vs AUS 4th Test Day 3: কম আলো, বৃষ্টির জন্য খেলা বন্ধ, শেষে ৩য় দিনের মত সমাপ্ত
চা বিরতির সময়ও মন্দ আলো এবং বৃষ্টির জন্য ভারত-অস্ট্রেলিয়া ৪র্থ টেস্টের খেলা বন্ধ ছিল। ফের একই কারণে খেলা বন্ধ হল। শেষ পর্যন্ত খেলা আর চালু না করে তৃতীয় দিনের মত তাতে ইতি টানা হয়েছে। তার আগে পর্যন্ত ১১৬ ওভারে ৯ উইকেটে ভারতের রান দাঁড়িয়েছে ৩৫৮। ভারতের হয়ে ব্যাটিং করছেন নীতীশ কুমার রেড্ডি ও মহম্মদ সিরাজ। নীতীশ ১৭৬ বলে ১০টি চার ও ১টি ছয়-সহ করেছেন ১০৫ রান। সিরাজ ৭ বলে করেছেন ২ রান। ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১১৬ রানে পিছিয়ে।
-
Dec 28, 2024 12:05 IST
IND vs AUS 4th Test Day 3: ১৭১ বলে সেঞ্চুরি নীতীশের
প্রথমে জুটি বেঁধেছিলেন ওয়াশিংটন সুন্দরের সঙ্গে। সুন্দর ফিরতেই ক্রিজে এসে ফিরে যান জসপ্রীত বুমরা। এই সময়টায় দীর্ঘক্ষণ ৯৯ রানে আটকে ছিলেন নীতীশকুমার রেড্ডি। অবশেষে ১৭১তম বলে চার হাঁকিয়ে তিনি সেঞ্চুরি করেন। এরপর ফের আম্পায়াররা দুর্যোগের কারণে খেলোয়াড়দের মাঠের বাইরে যেতে বলেন। তার আগে পর্যন্ত ১১৬ ওভারে ৯ উইকেটে ভারতের রান দাঁড়ায় ৩৫৮। ভারতের হয়ে ব্যাটিং করছেন নীতীশ কুমার রেড্ডি ও মহম্মদ সিরাজ। নীতীশ ১৭৬ বলে ১০টি চার ও ১টি ছয়-সহ করেছেন ১০৫ রান। সিরাজ ৭ বলে করেছেন ২ রান। ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১১৬ রানে পিছিয়ে।
-
Dec 28, 2024 12:05 IST
IND vs AUS 4th Test Day 3: মেলবোর্ন টেস্টের ফলেই নির্ভর ভারতের ডব্লিউটিসি ভাগ্য
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট হারলে বা ড্র করলে ভারত কী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল উঠতে পারবে? এনিয়ে এখন জল্পনা অব্যাহত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের যা পরিস্থিতি, তাতে ভারতের জয়ের সম্ভাবনা কম। আর, তার দৌলতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ওঠার সম্ভাবনা সরু সুতোয় ঝুলছে।
বিস্তারিত- ড্র হলে সর্বনাশ, হারলে গল্পই শেষ! মেলবোর্ন টেস্টের ফলাফলেই নির্ভর ভারতের কপাল-ভাগ্য
-
Dec 28, 2024 11:30 IST
IND vs AUS 4th Test Day 3: ধৈর্যের অর্ধশতরান, ১৪৬ বলে লক্ষ্যপূরণ সুন্দরের
ধৈর্যের পরীক্ষা দিয়ে অর্ধশতরান করলেন ওয়াশিংটন সুন্দর। ১৪৬ বলে এল তাঁর অর্ধশতরান। অর্ধশতরানের পথে তিনি মাত্র ১টি চার মেরেছেন। তাঁর পাশাপাশি সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছেন নীতীশকুমার রেড্ডিও। তিনি পানীয় বিরতির আগে ১৬১ বলে ৯৬ রানে পৌঁছে গিয়েছেন। মেরেছেন ৯টি চার ও ১টি ছয়।
-
Dec 28, 2024 10:23 IST
IND vs AUS 4th Test Day 3: পন্থের ওপর খেপে লাল গাভাসকর
মেলবোর্নে বিজিটির ৪র্থ টেস্টে ভারতকে লড়াইয়ে ফিরিয়েছে নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের ধৈর্যশীল ব্যাটিং। যার দৌলতে ম্যাচের ৩য় দিনে চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর পৌঁছে গিয়েছে ৩২৬/৭-এ। কিন্তু, তার আগে ঋষভ পন্থ যেভাবে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন, তাতে চটে লাল কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাভাসকর।
বিস্তারিত পড়ুন- ভারতীয় ড্রেসিংরুমে ওঁর ঢোকাই উচিত নয়, পন্থের ওপর এবার মেজাজ হারালেন গাভাসকার
মন্দ আলোর জন্য খেলা বন্ধ রাখা হয়েছে। চা বিরতি পরে হওয়ার কথা ছিল। কিন্তু, খেলা বন্ধ থাকায় সময় বাঁচানোর জন্য ওই সময়ই চা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলো অন বাঁচলেও টিম ইন্ডিয়া এখনও প্রথম ইনিংসে ১৪৮ রানে অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে।
-
Dec 28, 2024 09:33 IST
IND vs AUS 4th Test Day 3: আবহাওয়ার ভ্রুকুটিতে পিচ ঢাকল কভারে, আগেভাগে চা বিরতি
মেলবোর্নে আচমকা আবহাওয়ার অবনতি। আম্পায়াররা খেলোয়াড়দের মাঠ ছাড়তে বললেন। মন্দ আলোর জন্য খেলা বন্ধ রাখা হয়েছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টিও শুরু হয়েছে। এই সমস্যা সাময়িক বলেই বিশেষজ্ঞদের ধারণা। কিন্তু, আপাতত পরিস্থিতি সামাল দিয়ে মাঠ এবং পিচ কভারে ঢাকা হয়েছে। আর, এই সুযোগে সময় বাঁচাতে চা বিরতিও আগেভাগেই নিয়ে নেওয়া হল।
-
Dec 28, 2024 09:17 IST
IND vs AUS 4th Test Day 3: অবসর নিচ্ছেন ভারত অধিনায়ক?
গোটা সিরিজেই চূড়ান্ত ব্যর্থ ক্যাপ্টেন রোহিত শর্মা। নেতা হিসেবে তো বটেই ব্যাট হাতেও দলকে আর আস্থা জোগাতে পারছেন না। এমন অবস্থায় আলোচনায় বসছেন প্রধান নির্বাচক অজিত আগারকর।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট হারলে বা ড্র করলে এমনিতেই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে ওঠা কার্যত অনিশ্চিত হয়ে যাবে।
বিস্তারিত পড়ুন:- অবসর নেওয়ার পথে ক্যাপ্টেন রোহিত শর্মা! খারাপ সময়ে ট্রিগার টিপলেন আগারকার
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪র্থ বর্ডার-গাভাসকার ট্রফি টেস্ট ভারতকে তাই জিততেই হবে। কিন্তু, পরিস্থিতি যা, তাতে ভারতের এই টেস্ট জেতার সম্ভাবনা কম। প্রথম দুই দিনের মধ্যে বক্সিং ডে টেস্টে যথেষ্ট ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারত। ফলো অন বাঁচলেও এখনও অনেকটা রান করা বাকি। তাই ভারতের পক্ষে এই ম্যাচ জেতা অসম্ভব না হলেও কঠিন। ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে চলতি সিরিজের শেষ টেস্ট।
-
Dec 28, 2024 08:32 IST
IND vs AUS 4th Test Day 3: ভারত আদৌ ডব্লিউটিসি ফাইনালে যেতে পারবে?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট হারলে বা ড্র করলে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে ওঠা কার্যত অনিশ্চিত হয়ে যাবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪র্থ বর্ডার-গাভাসকার ট্রফি টেস্ট ভারতকে তাই জিততেই হবে। কিন্তু, পরিস্থিতি যা, তাতে ভারতের এই টেস্ট জেতার সম্ভাবনা কম। কারণ, প্রথম দুই দিনের মধ্যে বক্সিং ডে টেস্টে যথেষ্ট ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারত। ফলো অন বাঁচলেও এখনও অনেকটা রান করা বাকি। তাই ভারতের পক্ষে এই ম্যাচ জেতা অসম্ভব না হলেও কঠিন। ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে চলতি সিরিজের শেষ টেস্ট।
-
Dec 28, 2024 08:24 IST
IND vs AUS 4th Test Day 3: অর্ধশতক অতিক্রম করলেন নীতীশকুমার রেড্ডি
অর্ধশতক অতিক্রম করলেন নীতীশকুমার রেড্ডি। তিনি ৮১ বলে অর্ধশতক পূর্ণ করেছেন। শুধু তাই নয়, ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ইতিমধ্যে ৫০ রানের পার্টনারশিপও গড়ে ফেলেছেন নীতীশ। পার্টনারশিপে অর্ধশতক পূর্ণ করার পথে ৮৪ বলে করেছেন ৫৩ রান। আর, সুন্দর ৬৬ বলে করেছেন ২১ রান।