India vs Australia, Ravichandran Ashwin: পারথে ভারতীয় একাদশে একমাত্র স্পিনার হিসাবে জায়গা করে নিতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। আর মাত্র ৪৮ ঘন্টা। তারপরেই শুরু হয়ে যাবে ধুন্ধুমার মহারণ। জানা গিয়েছে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট বর্ষীয়ান স্পিনারেই ওপরেই আস্থা রাখতে চলেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়া একাদশে তিনজন বাঁ হাতি ব্যাটার রয়েছে। তাঁদের সামলানোর জন্যই অশ্বিনকে অন্তর্ভুক্ত করার পথে হাঁটতে চলেছে টিম ইন্ডিয়া।
পারথের অপটাস স্টেডিয়াম সবুজ কার্পেটের মত। ফাস্ট বোলাররাই যে এখানে তুরুপের তাস, তা আর বলার অপেক্ষা রাখে না। ভারত তিনজন প্রকৃত ফাস্ট বোলারের সঙ্গে একজন পেস বোলার অলরাউন্ডারকে জুড়ে দিতে চলেছে। একমাত্র স্পিনার হিসেবে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন। পেস বোলার অলরাউন্ডার হিসেবে নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ডেবিউ ক্যাপ পেতে চলেছেন।
অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে উসমান খোয়াজা, ট্র্যাভিস হেড, এলেক্স ক্যারির মত বাঁ হাতিরা রয়েছে। বাঁ হাতিদের বিরুদ্ধে অশ্বিনের রেকর্ড বরাবর উজ্জ্বল। তাছাড়া গত অস্ট্রেলীয় সফরে স্টিভ স্মিথকে বেশ বিব্রত করেছিলেন অশ্বিন।
বর্ডার গাভাসকার ট্রফিতে ভারত তিনজন স্পিনারকে স্কোয়াডে রেখেছে। অশ্বিন ছাড়াও স্কোয়াডে রয়েছেন বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। নিজের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে অশ্বিন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছেন মাত্র ১০টিতে। ৪২.১৫ গড়ে অশ্বিন ৩৯ উইকেট নিয়েছেন। বিদেশে অশ্বিন-জাদেজার মধ্যে একজনকে প্ৰথম একাদশ থেকে বসতে হয়। ব্যাটিং দক্ষতার কারণে জাদেজা বরাবর সেনা দেশের টেস্টে টিম ম্যানেজমেন্টের কাছে অগ্রাধিকার পেয়ে এসেছেন।
তবে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়ার দর্শন অনেকটাই আলাদা। ম্যাচ ধরে ধরে এগোতে চান তাঁরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রাথমিক টেস্টের স্কোয়াডে ওয়াশিংটন সুন্দর না থাকলেও তাঁকে ডেকে নেওয়া হয় কিউই ব্যাটিং অর্ডারে বাঁ হাতিদের আধিক্য পর্যালোচনা করে।