5 Indian Left hander batter scores 50 plus runs in Manchester: রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), সাই সুদর্শন (Sai Sudarshan), ঋষভ পন্থ (Rishabh Pant) এবং যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। টিম ইন্ডিয়ার এই ৫ তারকা মিলে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test Match) ইতিহাস সৃষ্টি করলেন। ম্যানচেস্টার টেস্টে ভারত একসঙ্গে পাঁচজন বাঁহাতি ব্যাটার নিয়ে মাঠে নেমেছিল এবং প্রত্যেকেই হাফসেঞ্চুরি করে নজির গড়েন। ভারতের টেস্ট ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল। টিম ইন্ডিয়ার জন্য বিরল নজির।
এই টেস্টের প্রথম ইনিংসে যশস্বী জয়সোয়াল, সাই সুদর্শন এবং ঋষভ পন্থ অর্ধশতরান করেন। দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর শতরান করে ভারতের জন্য ম্যাচ বাঁচানোর মঞ্চ তৈরি করেন। প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে পড়ার পর ভারত শেষ দিনে তিনটি সেশন ব্যাট করে ম্যাচ ড্র করায়।
আরও পড়ুন সেঞ্চুরি আটকাতে চরম নোংরামি, 'বেহায়া' স্টোকসকে 'অওকাত' দেখিয়ে দিলেন জাডেজা
যশস্বী জয়সোয়াল প্রথম ইনিংসে ১০৭ বলে ১০টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৫৮ রান করেন। সাই সুদর্শন ১৫১ বলে ৬১ রান করেন, ইনিংসে ছিল ৭টি চার। ভাঙা আঙুল নিয়েও ঋষভ পন্থ ৭৫ বলে ৫৪ রানের এক সাহসী ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাডেজা ১৮৫ বলে অপরাজিত ১০৭ রান করেন এবং ওয়াশিংটন সুন্দর ২০৬ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন। এই দুই ব্যাটার পঞ্চম উইকেটে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
আরও পড়ুন সেঞ্চুরি করে বিরল নজির জাডেজার, কিংবদন্তিদের এলিট ক্লাবে তারকা অলরাউন্ডার
জাডেজা ও সুন্দরের এই অনবদ্য জুটির উপর ভর করে ভারত ম্যাচে ঐতিহাসিকভাবে হার বাঁচায়। পাঁচ ম্যাচের সিরিজে এখনও ইংল্যান্ড ২-১ এগিয়ে আছে, তবে তিন দিনের মধ্যে (৩১ জুলাই থেকে) শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টে ভারতের সামনে সিরিজ সমতায় ফিরিয়ে আনার সুযোগ থাকছে।
প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে কোনও রান না করেই দুই উইকেট হারালেও, ভারতীয় ব্যাটাররা অভূতপূর্ব ধৈর্য এবং দৃঢ় মানসিকতা দেখান। এই প্রত্যাবর্তনের নায়ক ছিলেন অধিনায়ক শুভমান গিল (২৩৮ বলে ১০৩ রান) এবং লোকেশ রাহুল (২৩০ বলে ৯০ রান), যাঁদের মধ্যে তৃতীয় উইকেটে ১৮৮ রানের জুটি হয়। এরপর জাডেজা ও সুন্দর পঞ্চম উইকেটে ২০৩ রানের অপরাজিত জুটি গড়ে ইংল্যান্ডের বোলারদের সব চেষ্টা ব্যর্থ করে দেন। তাঁদের এই ইনিংস ইংল্যান্ডের ফিল্ডার ও বোলারদের পুরোপুরি ক্লান্ত করে দেয় এবং ভারতের হার বাঁচানোর পথ প্রশস্ত করে।
আরও পড়ুন জাডেজা-সুন্দর কেন হাত মেলাননি স্টোকসের সঙ্গে, সাফ জানিয়ে দিলেন শুভমান গিল