IND vs ENG 2nd Test: ১৪৮ বছরে এই প্রথমবার, টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা একেবারেই বিরল!

India vs England 2nd Test 2025: ভারতের ৫৮৭ রানের জবাবে ইংল্য়ান্ড প্রথম ইনিংসে ৪০৭ রানেই গুটিয়ে গেল। প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দল ১৮০ রানে এগিয়ে ছিল। ইংল্যান্ড প্রথম ইনিংসের শুরুটা একেবারেই খারাপ করে। মাত্র ৮৫ রানের মধ্যে তারা ৫ উইকেট হারিয়ে ফেলেছিল।

India vs England 2nd Test 2025: ভারতের ৫৮৭ রানের জবাবে ইংল্য়ান্ড প্রথম ইনিংসে ৪০৭ রানেই গুটিয়ে গেল। প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দল ১৮০ রানে এগিয়ে ছিল। ইংল্যান্ড প্রথম ইনিংসের শুরুটা একেবারেই খারাপ করে। মাত্র ৮৫ রানের মধ্যে তারা ৫ উইকেট হারিয়ে ফেলেছিল।

author-image
Koushik Biswas
New Update
India vs England

ভারত বনাম ইংল্যান্ড বার্মিংহাম টেস্ট

India vs England: ভারতের ৫৮৭ রানের জবাবে ইংল্য়ান্ড প্রথম ইনিংসে ৪০৭ রানেই গুটিয়ে গেল। প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দল ১৮০ রানে এগিয়ে ছিল। ইংল্যান্ড অবশ্য প্রথম ইনিংসের শুরুটা একেবারেই খারাপ করে। মাত্র ৮৫ রানের মধ্যে তারা ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু, এরপর হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ ষষ্ঠ উইকেটে ৩০৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। সেইসঙ্গে ইংল্যান্ডও এই ম্য়াচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে। ইংল্যান্ডের এই ২ ব্যাটারের সামনে ভারতীয় বোলাররা কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন।

Advertisment

Yashasvi Jaiswal Out: অভদ্র আচরণ ব্রিটিশদের, ব্যাপক ঝামেলার পর আউট যশস্বী! দেখুন ভিডিও

৬ ব্যাটার শূন্য রানে আউট

বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের মোট ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। তাঁরা হলেন বেন ডাকেট, বেন স্টোকস, ব্রাইডন কার্স, জস টাং এবং শোয়েব বশীর। অন্যদিকে, হ্যারি ব্রুক ১৫৮ রান এবং জেমি স্মিথ ১৮৪ রানে অপরাজিত থাকেন। ব্রুক এবং স্মিথের জন্যই ইংল্যান্ড ক্রিকেট দল ৪০০ রানের চৌকাঠ অতিক্রম করতে পেরেছে। টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এই প্রথমবার ঘটল যে কোনও একটি দল ৪০০-র বেশি রান করেছে, কিন্তু ওই দলের ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়ে গিয়েছেন। 

Advertisment

Shubman Gill Century IND vs ENG 2nd Test: লিডসের পর এজবাস্টন, শুভমানের শতরানে স্বস্তিতে ভারত

হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ খেললেন অভাবনীয় ইনিংস

শুরুর দিকে হ্যারি ব্রুক বেশ ধীরে-ধীরেই ব্যাট করছিলেন। অন্যদিকে, জেমি স্মিথ ছিলেন একেবারে বিধ্বংসী মুডে। আসতে না আসতেই তিনি মহম্মদ সিরাজের বলে একটা নজরকাড়া বাউন্ডারি হাঁকান। সঙ্গে আগাম ঝড়ের সূচনাও দিয়ে রাখেন তিনি। এই ম্য়াচে জেমি স্মিথ দ্রুত রান তোলেন। মাত্র ৮০ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে ঝকঝকে একটি শতরান। ইংল্যান্ড যখন ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল, তখন অনেকেই মনে করেছিলেন যে টিম ইন্ডিয়া হয়ত ব্রিটিশদের ফলো-অন করাতে পারবে। যদিও ব্রুক এবং জেমির পার্টনারশিপ তেমনটা একেবারেই হতে দেয়নি। অল্পের জন্য জেমি ডবল সেঞ্চুরিটা করতে পারলেন না।

Yashasvi Jaiswal Record: বার্মিংহামে দুরন্ত কীর্তি যশস্বীর, ভাঙলেন শচীনের রেকর্ড

মহম্মদ সিরাজ শিকার করলেন ৬ উইকেট

ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত বল করলেন মহম্মদ সিরাজ এবং আকাশ দীপ। প্রথম ইনিংসে সিরাজ মোট ৬ উইকেট শিকার করেন। লোয়ার অর্ডারের ইংরেজ ব্যাটাররা সিরাজের সামনে কার্যত দাঁড়াতেই পারলেন না। এর পাশাপাশি আর্শদীপ ৪ উইকেট শিকার করেন। এখন পর্যন্ত প্রসিদ্ধ কৃষ্ণার খেলা একেবারেই নজর কাড়তে পারেনি। তিনি একটাও উইকেট শিকার করতে পারেননি।

India vs England