Why Jadeja skipped team bus: ম্যাচের দিন টিম ইন্ডিয়া পুরোপুরি ‘কার্ফিউ’ মোডে থাকে। অর্থাৎ ক্রিকেটাররা বোর্ডের (BCCI) তৈরি গাইডলাইন কোনওভাবেই ভাঙতে পারে না, চাইলেও নয়। নিজের ব্যক্তিগত স্বার্থ হোক বা দলের স্বার্থ, নিয়মই শেষ কথা। তবুও যদি কোনও খেলোয়াড় এই কঠোর নিয়ম ভেঙে ফেলে, তাহলে তার কী হাল হবে, তা সহজেই অনুমান করা যায়।
এজবাস্টন টেস্টের (India vs England) দ্বিতীয় দিনে এমনই এক ঘটনা ঘটল যা বোর্ডের নিয়ম অনুযায়ী একেবারে নিষিদ্ধ। টিম ইন্ডিয়ার এক সিনিয়র ক্রিকেটার টিম বাস ছেড়ে আগে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ব্যাপারটা তখনই সামনে এল, যখন বাসে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যদিও তিনি একান্তই দলের স্বার্থে আগে গিয়েছিলেন, তবুও নিয়ম তো ভাঙাই হল। আর এই নিয়ম ভাঙা খেলোয়াড় আর কেউ নন, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।
আরও পড়ুন ইংল্যান্ডে নয়া ইতিহাস শুভমানের, কোন ৫ মহারেকর্ড গড়লেন ভারত অধিনায়ক?
জাডেজা কেন ভাঙলেন নিয়ম?
এজবাস্টন টেস্টের প্রথম দিনে খেলা শেষের সময় শুভমান গিলের সঙ্গে ক্রিজে অপরাজিত ছিলেন জাডেজা। লিডস টেস্টে হারের পর অনেক ক্রিকেট বিশেষজ্ঞ জাডেজার দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাই এজবাস্টনে তাঁর জন্য এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথম দিন ৪১ রানে অপরাজিত থাকায় তিনি চেয়েছিলেন ইনিংসটা বড় করতে। তাই সকালে তিনি নিয়ম ভেঙে টিম বাসের জন্য অপেক্ষা না করে নিজেই গাড়ি নিয়ে আগে স্টেডিয়ামে পৌঁছে যান। সেখানে স্থানীয় বোলারদের নিয়ে তিনি প্রায় ৪০ মিনিট নেট প্র্যাকটিস করেন। পরে যখন তিনি ব্যাট করতে নামলেন, সেই বাড়তি পরিশ্রমের ফল মাঠে স্পষ্ট দেখা গেল। শেষ পর্যন্ত ৮৯ রানে আউট হলেও, ততক্ষণে গিলের সঙ্গে মিলে ভারতকে মজবুত অবস্থানে পৌঁছে দিয়েছিলেন জাডেজা। একইসঙ্গে প্রমাণ করেছিলেন যে টিম বাস ছেড়ে আগে যাওয়ার সিদ্ধান্ত একদমই ভুল ছিল না।
আরও পড়ুন অবসর নিচ্ছেন জাডেজা! কেক কেটে জাড্ডুকে রিটায়ারমেন্টের শুভেচ্ছা বুমরাহ-পন্থের
এজবাস্টনে জাডেজার ম্যাজিক
জাডেজা সেই খেলোয়াড়দের মধ্যে পড়েন, যাঁরা দলের প্রয়োজন বুঝে নিজের খেলা আর মানসিকতা বদলে ফেলতে জানেন। এজবাস্টনে যখন প্রথম দিন ব্যাট করতে এলেন, তখন ভারতের ৫ উইকেট পড়ে গিয়েছিল মাত্র ২১১ রানে। লিডসের মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল। কিন্তু জাডেজা গিলের সঙ্গে ম্যাচের ছবিটাই পাল্টে দিলেন। ষষ্ঠ উইকেটে দুজনে মিলে ২০৩ রানের বিশাল জুটি গড়ে ইংল্যান্ডকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিলেন।
আসলে, এজবাস্টন মাঠটিই জাডেজার জন্য অত্যন্ত সৌভাগ্যের প্রতীক। ২০২২ সালে এখানেই তিনি ঋষভ পন্থের সঙ্গে ২২২ রানের জুটি গড়ে সেঞ্চুরি করেছিলেন। মানে এ নিয়ে দু’বার তিনি এজবাস্টনে ২০০ রানের বেশি পার্টনারশিপ করেছেন। যদিও ২০২২ সালে দলকে জেতাতে পারেননি, এবার জাডেজার লক্ষ্য বল হাতে এমন কিছু করে দেখানো যাতে এজবাস্টনে টিম ইন্ডিয়া নতুন ইতিহাস গড়ে মাঠ ছাড়ে।