IND vs ENG 2nd Test Turning Point for India Victory: যখন টিম ইন্ডিয়া ইংল্যান্ড (India vs England) সফরে গিয়েছিল, তখন খুব কম ক্রিকেট পণ্ডিতই তাদের পক্ষে বাজি ধরেছিলেন। কিন্তু অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে টিম ইন্ডিয়া বার্মিংহামে প্রথমবারের মতো টেস্ট জিতে সিরিজে ১-১ সমতায় ফিরিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করে দিয়েছে। লিডসের প্রথম টেস্ট ভারত হেরে গিয়েছিল, তবে সেখানেও শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিল ভারত। আর বার্মিংহামে (IND vs ENG 2nd Test Match) তো শেষ দিন, শেষ সেশন শুরুর আগেই এক বলেই ইংল্যান্ডের সব আশা সে গুড়ে বালি হয়ে যায়। লাঞ্চের আগে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) এক ঘূর্ণি বলে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে (Ben Stokes) আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
ইংল্যান্ডের মাটিতে প্রথম ম্যাচ হারার পর দারুণ প্রত্যাবর্তন করেছে টিম ইন্ডিয়া। লিডসে ৩৭১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতে যাওয়া হোম টিমের বিরুদ্ধে ভারত বার্মিংহামে এমন এক বিশাল টার্গেট দেয়, যা কল্পনাতীত ছিল। প্রথম ইনিংসে অধিনায়ক শুভমান গিলের ২৬৯ রানের দুর্ধর্ষ ইনিংসের দৌলতে ভারত ৫৮৭ রানের পাহাড় গড়ে। এরপর মহম্মদ সিরাজ আর আকাশ দীপের বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ডকে ৪০৭ রানে গুটিয়ে দিয়ে ১৮০ রানের বড় লিড নিয়ে নেয়। দ্বিতীয় ইনিংসেও গিল ১৬১ রানের অনন্য ইনিংস খেলেন, আর ভারত ৬ উইকেটে ৪২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ডকে ৬০৮ রানের অসম্ভব লক্ষ্য ছুঁড়ে দেয়।
আরও পড়ুন ব্রিটিশ সূর্য অস্তমিত, বার্মিংহামে 'ইতিহাস' শুভমানদের
এক ঘূর্ণি বলেই বদলে গেল ম্যাচ
ভারত যখন ৬০৮ রানের বিশাল লক্ষ্য দিল, তখন থেকেই ইংল্যান্ডের ওপর চাপ স্পষ্ট। চতুর্থ দিনের খেলা শেষের আগে আকাশ দীপ ও মহম্মদ সিরাজ মিলে ৭২ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। পঞ্চম দিনে বৃষ্টি প্রথম ঘণ্টার খেলা নষ্ট করে দিলেও খেলা শুরু হতেই আকাশ দীপ ফের দুটি উইকেট নিয়ে ইংল্যান্ডকে চেপে ধরেন। এরপরই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, বেন স্টোকসকে নিজের ঘূর্ণি বলে বিভ্রান্ত করে এলবিডব্লিউ করেন ওয়াশিংটন সুন্দর, যা ম্যাচের রঙ পুরো বদলে দেয়।
আরও পড়ুন এক সুযোগেই বাজিমাত, বল হাতে 'তাণ্ডব' আকাশ দীপের! এবার কার জায়গায় ফিরবেন বুমরাহ?
একটি উইকেটই সব হিসাব পাল্টে দিল
লাঞ্চের ঠিক আগে বেন স্টোকসের উইকেটটি পড়তেই ইংল্যান্ডের ইনিংস হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এক প্রান্তে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা উইকেটকিপার জেমি স্মিথ টিকে ছিলেন ঠিকই, কিন্তু আরেক প্রান্তে একের পর এক ব্যাটার প্যাভিলিয়নে ফিরতে থাকেন। যদি সেই গুরুত্বপূর্ণ সময়ে স্টোকসের উইকেট না পড়ত, তবে স্মিথের সঙ্গে জুটি বেঁধে তিনি সহজেই ম্যাচটি বের করে নিতে পারতেন। কঠিন পরিস্থিতিতে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় স্টোকসই ছিলেন ভারতের জয়ের পথে সবচেয়ে বড় বাধা। আর সেই বাধাই উপড়ে ফেলেন ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন সামান্য ভুলেই সর্বনাশ! বাতিল হতে পারে ২৫০ কোটির চুক্তি, মাথায় হাত শুভমানের