IND vs ENG 3rd Test: 'আয় রান নিয়ে দেখা!', জাডেজার ভয়ে কুঁকড়ে গেলেন রুট, আগুনে ভিডিও ভাইরাল

IND vs ENG 3rd Test Day 1: জো রুট তখন ৯৮ রানে ব্যাট করছিলেন, সেই সময় বল জাডেজার কাছে গেল এবং তিনি মজার ছলে জো রুটকে উসকে দিলেন, ‘রান নিয়ে দেখা!’

IND vs ENG 3rd Test Day 1: জো রুট তখন ৯৮ রানে ব্যাট করছিলেন, সেই সময় বল জাডেজার কাছে গেল এবং তিনি মজার ছলে জো রুটকে উসকে দিলেন, ‘রান নিয়ে দেখা!’

author-image
Subhamay Mandal
New Update
Jadeja teases Root: জো রুটকে খোলা চ্যালেঞ্জ জাডেজার, কী হয়েছিল মাঠে?

Jadeja teases Root: জো রুটকে খোলা চ্যালেঞ্জ জাডেজার, কী হয়েছিল মাঠে?

Ravindra Jadeja Teases Joe Root: তিনি বিশ্বের সেরা ফিল্ডারদের মধ্যে একজন। তাঁর হাতে বল গেলে অনেক বাঘা ব্যাটারও রান নিতে ভয় পান। টিম ইন্ডিয়ার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) হাতে বল মানেই সমঝে চলো। ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচেও এমনই এক দৃশ্য দেখা গেল। জো রুট (Joe Root) তখন ৯৮ রানে ব্যাট করছিলেন, সেই সময় বল জাডেজার কাছে গেল এবং তিনি মজার ছলে জো রুটকে উসকে দিলেন, ‘রান নিয়ে দেখা!’ যদিও এটি একদমই মজার ভঙ্গিতে ছিল আর জো রুটও হেসেই প্রতিক্রিয়া দিলেন।

Advertisment

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস টানা তৃতীয় টেস্টে (IND vs ENG 3rd Test Match) ভারতের বিরুদ্ধে টস জিতলেন। আগের দুই ম্যাচে প্রথমে বোলিং নেওয়া স্টোকস এ বার ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন। দিনের খেলা শেষের সময় জো রুট ৯৯ রানে অপরাজিত ছিলেন আর অধিনায়ক বেন স্টোকস ৩৯ রানে খেলছিলেন। ইংল্যান্ড প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে। দ্বিতীয় দিনে ভারতের লক্ষ্য হবে ইংল্যান্ডকে যত তাড়াতাড়ি সম্ভব অলআউট করা, আর পাল্টা ইংরেজরাও বড় স্কোর গড়তে চাইবে।

আরও পড়ুন ভারতের বিরুদ্ধে নয়া ইতিহাস জো রুটের, লর্ডস টেস্টে অনন্য কীর্তি ইংরেজ তারকার

Advertisment

জাডেজার চ্যালেঞ্জ জো রুটকে 

১৯০ বল খেলার পর জো রুট ৯৮ রানে ছিলেন। তৃতীয় টেস্টের শেষ সেশনে রুট আরও রান নিতে চেয়েছিলেন, কিন্তু জাডেজার কারণে থমকে যেতে হয়। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৮৩তম ওভারের চতুর্থ বলে আকাশ দীপের বল রুট শট খেলেন। ৩৪ বছরের রুট দু'টি রান নিয়ে দিনের শেষে সেঞ্চুরি করতে চেয়েছিলেন। বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা বল থামিয়ে মজার ছলে রুটকে দ্বিতীয় রান নিতে উসকে দেন যেন তিনি শতরান পূর্ণ করতে পারেন।

আরও পড়ুন টসে জিতে ব্যাটিং নিল ইংল্যান্ড, লর্ডস টেস্ট ভারতের প্রথম একাদশে কারা, জেনে নিন

জো রুট ও রবীন্দ্র জাডেজার এই মজার মুহূর্তের ভিডিও ভক্তরা X-এ শেয়ার করে ভাইরাল করে দেন। রুট বৃহস্পতিবার নিজের ৩৭তম টেস্ট সেঞ্চুরি করতে এতটাই মরিয়া ছিলেন যে দ্বিতীয় রান নেওয়ার জন্য অর্ধেক রাস্তাও দৌড়ে ফেলেছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। ১৯১ বল খেলে ৯৯ রানে অপরাজিত থাকলেও রুট সেই এক রান নিতে পারেননি।

Ravindra Jadeja India vs England IND vs ENG 3rd Test Match Joe Root