IND vs ENG: রাহুল বা সিরাজ নয়, কার উইকেটে হারল ভারত? ম্যাচের টার্নিং পয়েন্ট ফাঁস স্টোকসের

IND vs ENG 3rd Test: ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস স্বীকার করেছেন যে ঋষভ পন্থের রান আউট ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। প্রথম ইনিংসে পন্থকে রান আউট করেন স্টোকস।

IND vs ENG 3rd Test: ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস স্বীকার করেছেন যে ঋষভ পন্থের রান আউট ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। প্রথম ইনিংসে পন্থকে রান আউট করেন স্টোকস।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ben Stokes Statement: ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস স্বীকার করেছেন যে ঋষভ পন্থের রান আউট ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল

Ben Stokes Statement: ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস স্বীকার করেছেন যে ঋষভ পন্থের রান আউট ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল

England Captain Ben Stokes explains match turning point: ঐতিহাসিক লর্ডস গ্রাউন্ডে প্রায় হাতের মুঠোয় থাকা টেস্ট ম্যাচ (IND vs ENG 3rd Test Match) বিশ্রীভাবে হারল ভারত। প্রয়োজনের সময়ে ব্যাটিং অর্ডার আরেকবার ভেঙে পড়ল। এই জয়ের মাধ্যমে ইংল্যান্ড পাঁচ ম্যাচের (India vs England) অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেল।

Advertisment

লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারত ৮২ রানে ৭ উইকেট হারিয়ে বসে, তবে জাডেজা (অপরাজিত ৬১ রান, ১৮১ বল, চারটি চার, একটি ছক্কা) নীতীশ কুমার রেড্ডি (১৩) এর সঙ্গে অষ্টম উইকেটে ৯১ বলে ৩০, জসপ্রীত বুমরাহ (০৫) এর সঙ্গে নবম উইকেটে ১৩২ বলে ৩৫ আর সিরাজের সঙ্গে শেষ উইকেটে ৮০ বলে ২৩ রানের জুটি গড়ে জয়ের আশা জাগিয়েছিলেন, কিন্তু দলকে হার থেকে বাঁচাতে পারেননি।

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) স্বীকার করেছেন যে ঋষভ পন্থের রান আউট ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। তিনি বলেন, ‘স্পেলের মধ্যে আমি দারুণ উত্তেজিত ছিলাম। এক্সট্রা কভারে ফিল্ডিং করার সময় বল আমার দিকে এল আর আমি ঋষভকে দ্বিধায় পড়তে দেখলাম। যখন আপনি থ্রো করেন আর জানেন বল স্টাম্পে লাগবে। ওটা দারুণ অনুভূতি।’

Advertisment

আরও পড়ুন লর্ডসে জিতল ক্রিকেটের স্পিরিট! কান্নায় ভেঙে পড়া সিরাজকে বুকে টেনে নিলেন স্টোকস

স্টোকস আরও বলেন, কঠিন লড়াইয়ের পরে তিনি এখন কয়েকটা দিন বিশ্রাম নিতে চান। তাঁর কথায়, ‘দুই দারুণ দল মুখোমুখি হচ্ছে। মিথ্যে বলব না, এখন চার দিন বিছানায় শুয়ে থাকতে চাই।’

পেসার জোফ্রা আর্চার (Jofra Archer) আজ থেকে ঠিক ছয় বছর আগে ২০১৯ সালে এই লর্ডসেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সুপার ওভার করেছিলেন। চার বছরের বেশি সময় পর টেস্টে ফিরেই সোমবার ৫৫ রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে আবার বড় ভূমিকা নিলেন।

আরও পড়ুন এই ৩ ভুলেই লর্ডসে হারল ভারত, এখনই মিলিয়ে নিন

স্টোকস বললেন, ‘হ্যাঁ, এটাই কারণ যে আজ সকালে আমি জোফ (আর্চার)-এর সঙ্গে বোলিং শুরু করলাম। ছয় বছর আগে ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আর আমার মনে হচ্ছিল ও আজ কিছু স্পেশাল করবে আর ম্যাচ ঘুরিয়ে দেবে। কিছু আলোচনা হয়েছিল, ব্রাইডন (কার্স)-এর স্পেল দারুণ ছিল, কিন্তু আমার বিশ্বাস ছিল জোফ তাঁর প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই কিছু আলাদা করবে। মাঠে ওঁর নাম ঘোষণা হলেই গ্যালারিতে গুঞ্জন শুরু হয়।’

স্টোকস বললেন, ‘আমি খুব কঠিন সময় পেরিয়ে এসেছি, কিন্তু নিজের দেশের হয়ে টেস্ট ম্যাচ জেতালে যদি আনন্দ না হয়, তবে আর কীসে হবে! বশিরের শেষ উইকেট নেওয়া যেন ভাগ্যের লিখন ছিল। ওঁ একেবারে আসল যোদ্ধা।’

আরও পড়ুন কী কারণে লর্ডসে হারল ভারত? আসল কারণটা বলে ফেললেন শুভমান

নিজের ভূমিকা নিয়ে স্টোকস বলেন, ‘যা ঝুঁকিতে ছিল, তা ভেবে গতকাল একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু ম্যাচ ঝুঁকিতে থাকলে আমাকে কেউ থামাতে পারবে না। আমি একজন অলরাউন্ডার, আমার ম্যাচে প্রভাব ফেলার চারটে উপায় থাকে, আর যদি একটাও কাজ না করে… তখন আমি আরও রান করতে চাই। তবে তখন আর কিছু ভাবার সুযোগ থাকে না।’

Ben Stokes India vs England IND vs ENG 3rd Test Match