Mohammed Siraj heartbroken after dismissal: রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) লড়াকু অপরাজিত ৬১ রানের ইনিংস সত্ত্বেও ভারতকে লর্ডসে তৃতীয় টেস্টের (IND vs ENG 3rd Test Match) পঞ্চম দিনে ২২ রানে হারের মুখ দেখতে হল। এই জয়ের সঙ্গে ইংল্যান্ড (India vs England) পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল। স্পিনার শোয়েব বশির মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) বোল্ড করে ইংল্যান্ডকে নাটকীয় জয় এনে দিলেন।
বশিরের এই উইকেটে কোটি কোটি ভারতীয় সমর্থকের মন ভেঙে যায়। আউট হওয়ার পর সিরাজ উইকেটের পাশে বসেই ভেঙে পড়েন। এই হার তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। সিরাজকে এত আবেগপ্রবণ দেখে ইংল্যান্ডের খেলোয়াড়রা জয় উদযাপন ছেড়ে তাঁর কাছে এসে সান্ত্বনা দেন। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) তাঁর পিঠ চাপড়ে দেন আর বুকে টেনে নেন। ক্রিকেটের এই মুহূর্তটি সবার মন জিতল। এরপর দুই দলের ক্রিকেটাররা একে অপরকে অভিনন্দন জানান।
আরও পড়ুন লর্ডস টেস্ট হেরে বড় ধাক্কা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আরও নামল ভারত
এর আগে, ইংল্যান্ডের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল ৭৪.৫ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায়। চার বছর পর টেস্টে ফেরা জোফ্রা আর্চার ৫৫ রানে ৩টি উইকেট নেন। অধিনায়ক বেন স্টোকস ৩টি এবং ব্রাইডন কার্স ২টি উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৮২ রানে ৭টি উইকেট হারিয়ে বসে।
আরও পড়ুন ভারতের বিরুদ্ধে 'চোরামি' করছেন আম্পায়ার? বিস্ফোরক অভিযোগ রবি অশ্বিনের
'একা কুম্ভ' জাডেজা টিমকে জেতাতে পারলেন না
জাডেজা ৬১ রানে অপরাজিত থাকলেও দলকে জিতিয়ে ফিরতে পারলেন না। অন্য প্রান্ত থেকে উইকেট পড়তেই থাকে। তিনি নীতীশ কুমার রেড্ডির সঙ্গে অষ্টম উইকেটে ৯১ বলে ৩০ রান, জসপ্রীত বুমরাহর সঙ্গে নবম উইকেটে ১৩২ বলে ৩৫ রান আর সিরাজের সঙ্গে শেষ উইকেটে ৮০ বলে ২৩ রানের পার্টনারশিপ গড়ে অপ্রত্যাশিত জয়ের স্বপ্ন অবশ্য জাগিয়ে রেখেছিলেন।
চতুর্থ টেস্ট ম্যানচেস্টারে
সিরিজের চতুর্থ টেস্ট ম্যানচেস্টারে ২৩ জুলাই থেকে শুরু হবে। ইংল্যান্ড প্রথম টেস্ট ৫ উইকেটে জিতেছিল। এরপর ভারত বার্মিংহামে দ্বিতীয় টেস্ট ৩৩৬ রানে জিতে সমতা ফিরিয়ে দেয়। পঞ্চম দিনের শুরুতে ভারতের স্কোর ছিল ৫৮/৪। কিন্তু দ্রুত ভাঙতে থাকা আর অসমান বাউন্সের পিচে ভারতীয় ব্যাটাররা টিকতে পারেননি। প্রথম ঘণ্টাতেই ঋষভ পন্থ, কেএল রাহুল (৩৯ রান) আর ওয়াশিংটন সুন্দর ফিরে যান। ভারতের হার তখন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল, কিন্তু জাডেজা আর রেড্ডি সেই ধ্বস কিছুটা আটকেছিলেন।
আরও পড়ুন জলে গেল জাদেজার লড়াই, হার ভারতের! এজবাস্টনের গর্ব ধুয়ে গেল লর্ডসে
আর্চারের বিধ্বংসী বোলিং
লাঞ্চের আগে শেষ বলে ক্রিস ওকস রেড্ডিকে ক্যাচ আউট করিয়ে ভারতের উপর দখল আরও মজবুত করেন। ভারতের ভরসা ছিল রাহুল-পন্থ জুটিতে, কিন্তু দু’জনই ১৮ বলের মধ্যে ফিরে যান। পন্থ আর্চারের গতির সামনে অসহায় আত্মসমর্পণ করেন। তাঁর সোজা বল পন্থের অফ স্টাম্প ছিটকে দেয়। যদিও পন্থ পুরোপুরি ফিট ছিলেন না, কারণ তিনি চোটের সমস্যায় ভুগছিলেন।