Abhimanyu Easwaran: বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণের টেস্ট ডেবিউ যে কবে হবে, সেটা বোধহয় স্বয়ং ঈশ্বরও বলতে পারবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া (India vs England) আপাতত পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে অভিমন্যুকে রাখা হলেও, এখনও পর্যন্ত প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। আইপিএল টুর্নামেন্ট থেকে উঠে আসা সাই সুদর্শন (Sai Sudharsan) লিডস টেস্টে টিম ইন্ডিয়ার জার্সিতে ডেবিউ করে ফেললেন। সুদর্শন ব্যর্থ হওয়ার পর সুযোগ দেওয়া হল করুণ নায়ারকে (Karun Nair)। গত ৬ ইনিংসে তিনি এখনও পর্যন্ত নজর কাড়তে পারেননি। চলতি সিরিজে ভারত (Indian Cricket Team) ইতিমধ্যে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। টিম ইন্ডিয়ার হাতে বাকি রয়েছে আর ২ টেস্ট ম্য়াচ। এই পরিস্থিতিতে ম্যাঞ্চেস্টারে কি ঈশ্বরণের টেস্ট অভিষেক হবে? সেইদিকে আপাতত বাংলার ক্রিকেট সমর্থকরা তাকিয়ে রয়েছেন।
প্রসঙ্গত, ২৯ বছর বয়সি বাংলার এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট রান করেছেন। ২০২২ সাল থেকে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ট্রাভেল করছেন তিনি। কিন্তু, এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ায় প্রথম একাদশের দরজা খুলতে পারেননি তিনি। গত মরশুমের দলীপ ট্রফি, ইরানি ট্রফি এবং বাংলার হয়ে রনজি ট্রফিতে অভিমন্যু দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। বলা ভাল, রানের পাহাড় গড়েছিলেন তিনি। এরমধ্যে একটি ডাবল সেঞ্চুরি এবং পাঁচটি শতরান রয়েছে। কিন্তু, তা সত্ত্বেও কেন যে করুণকে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ দেওয়া হচ্ছে না, সেটাই সবাইকে অবাক করছে।
IND vs ENG 3rd Test: লোভে পাপ, পাপে আউট! বুমরাহের 'ছোট্ট' ভুলেই হারল ভারত?
করুণ নায়ারের ব্যর্থতা
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে করুণ নায়ার টিম ইন্ডিয়ার জার্সিতে তিনটে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এই ৬ ইনিংসে তাঁর ব্যাটিং ভারতীয় ক্রিকেট সমর্থকদের যথেষ্ট হতাশ করেছে। মাত্র ২১.৮৩ ব্যাটিং গড়ে তিনি ১৩১ রান করেছেন। ঘরোয়া ক্রিকেটে করুণও যথেষ্ট রান করেছিলেন। সেকারণেই টিম ইন্ডিয়ায় তাঁকে ৮ বছর পর সুযোগ দেওয়া হয়েছে।
Karun Nair Flopped Again: 'ডিয়ার ক্রিকেট' থেকে আরও সুযোগ চাই? শনির দশা কাটছেই না এই তারকা ব্যাটারের!
অনেকে তো বলতে শুরু করেছিলেন, চেতেশ্বর পূজারার যোগ্য উত্তরসূরী এতদিনে পাওয়া গিয়েছে। কিন্তু, যাবতীয় আশায় করুণ নিজেই জল ঢেলে দিয়েছেন। শতরান তো দুরের কথা, তাঁর ব্যাট থেকে একটা হাফসেঞ্চুরিও দেখতে পাওয়া যায়নি। গত ৬ ইনিংসে তিনি যথাক্রমে ১৪, ৪০, ২৬, ৩১, ২০ এবং ০ রান করেছেন। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ মনে করেন, যদি পূজারার বিকল্প হিসাবে করুণের এই পরিসংখ্যান হয়, তাহলে তাঁর পরিবর্তে অভিমন্যুকে সুযোগ দিয়ে দেখা যেতেই পারে।
IND vs ENG 3rd Test: লর্ডসে জিতল ক্রিকেটের স্পিরিট! কান্নায় ভেঙে পড়া সিরাজকে বুকে টেনে নিলেন স্টোকস
অভিমন্যুর হয়ে সওয়াল করেছিলেন মহম্মদ কাইফও
শুধুমাত্র ভারতীয় ক্রিকেট সমর্থকই নয়, ইতিপূর্বে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও ঈশ্বরণের হয়ে সওয়াল করেছিলেন। প্রশ্ন তুলেছিলেন, কেন বাংলার এই ক্রিকেটারকে দিনের পর দিন ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছে না! সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি পোস্ট করে কাইফ লিখেছিলেন, 'সাই সুদর্শনের আগে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে অভিমন্যু ঈশ্বরণকে সুযোগ দেওয়া উচিত ছিল। যে ছেলেটা প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৭ শতরান করেছে, প্রায় ৮ হাজারের বেশি রান করেছে, তাকে তো একটা সুযোগ দেওয়া উচিত ছিল! ইংল্যান্ডে ইন্ডিয়া এ দলের হয়ে যথেষ্ট রান করেছে সরফরাজ। ওকে বাদ দিয়েও নির্বাচকরা বড় ভুল করেচে। আশা করেছিলাম, লিডস টেস্টে ঈশ্বরণকে বসিয়ে রেখে হয়ত সেই ভুলের পুনরাবৃত্তি আর করবে না টিম ইন্ডিয়া।'
IND vs ENG: রাহুল বা সিরাজ নয়, কার উইকেটে হারল ভারত? ম্যাচের টার্নিং পয়েন্ট ফাঁস স্টোকসের
আগামী ২৩ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্য়াচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচটি ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে আয়োজন করা হবে। সিরিজে সমতা ফেরানোর জন্য শুভমান-গৌতম জুটি টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কোনও পরিবর্তন করেন কি না, সেটাই আপাতত দেখার। তার থেকেও বড় বিষয় প্রথম একাদশে অভিমন্যু ঈশ্বরণকে সুযোগ দেওয়া হয় কি না, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।