Ravindra Jadeja: ক্রিকেট ইতিহাসে এমন কিছু ইনিংসের জন্ম হয়, যা একটা দলের হারের থেকেও অনেক বড় হয়ে ওঠে। এমন ইনিংসই তো বিশ্ব ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকে। লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট ময়দানে (Lord's Cricket Ground) এমনই একটি ইনিংস উপহার দিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের জয় এবং ভারতের (India vs England) হারের মাঝখানে তিনি কার্যত বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিলেন। একের পর এক ভারতীয় ব্যাটার যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন, সেইসময় একা লড়াই করলেন জাড্ডু। সত্যি কথা বলতে কী, ইংল্যান্ডের পেস আক্রমণ জাদেজার সামনে দিশেহারা হয়ে পড়ে। লর্ডস টেস্টেও (IND vs ENG 3rd Test Match) এক লড়াকু হাফসেঞ্চুরি করলেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে তিনি এমন একটি রেকর্ড গড়লেন, যা গত ৯৩ বছরে কোনও ভারতীয় ব্যাটার করতে পারেননি।
লর্ডস টেস্টে জাদেজার বড় রেকর্ড
রবীন্দ্র জাদেজা লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৭২ রানের একটি ধামাকাদার ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসেও তিনি শেষপর্যন্ত ৬১ রানে অপরাজিত থাকেন। ভারতীয় ক্রিকেট দলের দ্বিতীয় ব্য়াটার হিসেবে লর্ডস টেস্টের জোড়া ইনিংসেই হাফসেঞ্চুরি করেছেন জাদেজা। ইতিপূর্বে, এই কৃতিত্বটি বিনু মাঁকড় ৯৩ বছর আগে করেছিলেন। ১৯৩২ সালে লর্ডসে আয়োজিত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্য়াচে জোড়া ইনিংসেই হাফসেঞ্চুরি করেছিলেন তিনি।
IND vs ENG 3rd Test: লর্ডসে জিতল ক্রিকেটের স্পিরিট! কান্নায় ভেঙে পড়া সিরাজকে বুকে টেনে নিলেন স্টোকস
সোমবার লর্ডসে প্রশংসনীয় ব্যাটিং করলেন রবীন্দ্র জাদেজা। নীতিশ কুমার রেড্ডির সঙ্গে অষ্টম উইকেটে তিনি ৩০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এরপর জসপ্রীত বুমরাহের সঙ্গে জাড্ডু বেশ খানিকক্ষণ সময় কাটান। নবম উইকেটে গড়ে ওঠে ৩৫ রানের পার্টনারশিপ। আর দশম উইকেটে সিরাজের সঙ্গে ২৩ রানের পার্টনারশিপ। শোয়েব বশীরের বলে সিরাজ যদি দূর্ভাগ্যজনকভাবে বোল্ড হয়ে না যেতেন, তাহলে জাদেজা হয়ত এই ম্য়াচের ফলাফলও বদলে দিতে পারতেন।
IND vs ENG: রাহুল বা সিরাজ নয়, কার উইকেটে হারল ভারত? ম্যাচের টার্নিং পয়েন্ট ফাঁস স্টোকসের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে এসেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের তৃতীয় টেস্ট ম্য়াচটি লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল। প্রথম ইনিংসে দুটো দলই ৩৮৭ রান করেছিল। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ইংল্যাান্ড ১৯২ রান করে। কিন্তু, টিম ইন্ডিয়া ১৭০ রানে অলআউট হয়ে যায়। অবশেষে ভারত এই ম্য়াচে ২২ রানে পরাস্ত হয়।