IND vs ENG: বুমরাহকে মুগ্ধ নয়নে দেখছেন এই সুন্দরী কে, লর্ডসে টিম ইন্ডিয়ার সঙ্গে কী করছেন? জল্পনা তুঙ্গে

IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন এক মহিলাকে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর দিকে তাকিয়ে হাসতে দেখা গিয়েছিল এবং সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে যায়। এখন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন এক মহিলাকে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর দিকে তাকিয়ে হাসতে দেখা গিয়েছিল এবং সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে যায়। এখন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yasmin Badiani: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই মহিলার নাম ইয়াসমিন বডিয়ানি

Yasmin Badiani: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই মহিলার নাম ইয়াসমিন বডিয়ানি

India vs England 3rd Test: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচের (IND vs ENG 3rd Test Match) প্রস্তুতি লর্ডসে (Lord's Cricket Ground) জোরকদমে চলছে। মঙ্গলবার ভারতীয় দলের প্র্যাকটিস সেশনে আবারও দেখা গেল এক তরুণীকে, যাঁকে এজবাস্টনের ম্যাচের চতুর্থ দিনে ভারতীয় ড্রেসিংরুমের কাছে দেখা গিয়েছিল। ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন এক মহিলাকে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) দিকে তাকিয়ে হাসতে দেখা গিয়েছিল এবং সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে যায়। এখন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই মহিলার নাম ইয়াসমিন বডিয়ানি। ইয়াসমিন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) অপারেশন টিমের সদস্য। তবে অনেক ভারতীয় ফ্যান ভেবেছিলেন ইয়াসমিন ভারতের সাপোর্ট স্টাফের সদস্য। আসলে ভারতীয় দলের ইংল্যান্ড সফরের সময় সহযোগিতার জন্যই তাঁকে ECB-এর পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন কখন শুরু হবে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট? নোট করে রাখুন ম্যাচের সময়

Advertisment

ভারতীয় দলের সঙ্গে ইয়াসমিনের ভূমিকা 

লর্ডসের প্র্যাকটিস সেশনে দেখতে পাওয়া ইয়াসমিনের কাজ ভারতীয় দলের সফরের সঙ্গে যুক্ত সমস্ত লজিস্টিক দিক সামলানো। এর মধ্যে রয়েছে ম্যাচের সময়সূচি, প্র্যাকটিস সেশন, স্টেডিয়ামে প্রবেশ, যাতায়াতের বন্দোবস্ত ইত্যাদি। সাধারণত, যখন কোনও দেশের দল বিদেশে খেলে, তখন হোম ক্রিকেট বোর্ড অতিথি দলের সুবিধার জন্য একজন অপারেশন অফিসার নিযুক্ত করে যাতে অতিথি দলের কোনও সমস্যা না হয়।

আরও পড়ুন লর্ডসেই লেখা হবে ইতিহাস! এই ৫ রেকর্ডের দোরগোড়ায় শুভমান

ইংল্যান্ডে জনপ্রিয় ইয়াসমিন 

ইয়াসমিন ২০২২ সালের আগস্টে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডে যোগ দেন এবং এখন জাতীয় ও আন্তর্জাতিক টিমের সঙ্গে অপারেশন সংক্রান্ত দায়িত্ব সামলাচ্ছেন। ইয়াসমিনের কেরিয়ারও বেশ শক্তিশালী। তাঁর LinkedIn প্রোফাইল অনুযায়ী, তিনি এর আগে Phizz Ltd এবং ORS Sport-এর মতো কোম্পানিতে ‘হেড অফ স্পোর্ট’ পদে ছিলেন। এছাড়া ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত লেস্টার সিটি ফুটবল ক্লাবে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হিসেবেও কাজ করেছেন।

প্রসঙ্গত, জসপ্রীত বুমরাহ দ্বিতীয় টেস্টে খেলেননি, তাঁকে রোটেশনের অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু ইয়াসমিনের সেই হাসি আর ক্যামেরার ফোকাস ফ্যানদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে, আর এখন লর্ডসে তাঁকে দেখতে পাওয়ায় সেই প্রশ্নগুলো আবারও উঁকি দিতে শুরু করেছে।

Jasprit Bumrah India vs England IND vs ENG 3rd Test Match Lord's Cricket Ground