/indian-express-bangla/media/media_files/2025/07/25/rishabh-pant-injury-2025-07-25-18-27-50.jpg)
Rishabh Pant Injury: পন্থের সঙ্গে নোংরামি দেখে চরম ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা
Ben Stokes targets Rishabh Pant injured leg: চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test Match) দ্বিতীয় দিনে যে সাহস ও জেদ দেখালেন ঋষভ পন্থ (Rishabh Pant), তাতে গোটা ক্রিকেটদুনিয়া মুগ্ধ। ম্যানচেস্টারে ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচে ভাঙা পায়েই ব্যাট হাতে নামেন পন্থ। তাঁর এই সিদ্ধান্তে সবাই চমকে গিয়েছিলেন। প্রথম দিনে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে তাঁর পায়ে গুরুতর চোট লাগে। দ্বিতীয় দিন যখন আবার ব্যাট করতে নামেন পন্থ, তখন ইংল্যান্ডের বোলাররা বারবার তার চোট পাওয়া পায়ে বল করতে থাকেন, যা দেখে ভারতীয় সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
ভারত টস হেরে প্রথমে ব্যাট করতে নামে। প্রথম দিনের খেলার সময় ৩৭ রানে থাকা অবস্থায় পন্থ ক্রিস ওকসের একটি ইয়র্কার ডেলিভারিতে পায়ে আঘাত পান। বলটি সরাসরি তাঁর পায়ে লাগে, আর সেখানেই ঘটে বিপদ। প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ, এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। স্ক্যানে দেখা যায়, তাঁর পায়ের পাতার হাড় ভেঙেছে।
আরও পড়ুন বাহাদুরি না হয় ঠিক আছে, ঋষভের এই সিদ্ধান্ত কি ব্যাকফায়ার করতে পারে
রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর দ্বিতীয় দিন আবার ব্যাটিং করতে নামেন পন্থ। আরও ১৭ রান যোগ করে দুর্দান্ত ফিফটি করেন। পরে জোফ্রা আর্চারের বলে আউট হয়ে যান। যখন ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর ব্যাট করছিলেন, তখনই পন্থ প্যাড পরে প্রস্তুত ছিলেন। শার্দুল আউট হতেই ব্যাট হাতে মাঠে নামেন তিনি।
BCCI তাদের X (এক্স)-এর পোস্টে জানায়, “ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে ঋষভ পন্থ ডান পায়ে আঘাত পান। তিনি আর এই ম্যাচে উইকেটকিপিং করবেন না। তাঁর বদলে ধ্রুব জুরেল উইকেটকিপিং করবেন। তবে পন্থ দ্বিতীয় দিনে দলের সঙ্গে মাঠে ফিরেছেন এবং প্রয়োজন হলে ব্যাটিংয়ে নামার জন্য প্রস্তুত আছেন।”
আরও পড়ুন অসহ্য যন্ত্রণা চেপে ৫ রেকর্ড ঋষভের, ভাঙলেন রথী-মহারথীদের কীর্তি!
Stokes targetting Pant's left leg which is fair but then same English side will whine if our bowlers bowl short at tail enders.
— Archer (@poserarcher) July 24, 2025
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) পন্থের চোট পাওয়া পায়ের দিকেই লাগাতার বল করাচ্ছিলেন। অথচ যখন ভারতীয় বোলাররা ইংল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটারদের শর্ট বল ছোড়েন, তখন স্টোকস প্রতিবাদে ফেটে পড়েন।
Ben Stokes looking at Rishabh Pant's foot 😂 pic.twitter.com/2BXDrr0Ih0
— A⁷ (@anushmita7) July 24, 2025
স্টোকসের এই আচরণ কি খেলোয়াড়সুলভ মনোভাবকে সম্মান করে? যেখানে পন্থ মারাত্মক চোটে ভুগছেন, সেখানে একের পর এক সেদিকেই আক্রমণ, এই কি খেলার স্পিরিট?
আরও পড়ুন ভাঙা পায়েই ম্যানচেস্টারে নয়া ইতিহাস পন্থের, ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকেও
💔 Targeting Pain: Where’s the Spirit of the Game?
— Awnish Sharma (@sharma__awnish) July 24, 2025
Rishabh Pant is battling through a fractured toe, limping, bruised, and yet refusing to back down. A true warrior.
But what’s truly disheartening is watching bowlers like Ben Stokes and Jofra Archer deliberately aim at his…
অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, যেভাবে স্টোকস ও তাঁর দল পন্থের চোট নিয়ে লাগাতার আক্রমণ চালিয়েছে, ভারতের বোলারদেরও উচিত ছিল ইংরেজ ব্যাটারদের শরীর লক্ষ্য করে জবাব দেওয়া।
Stokes targeting Rishabh Pant’s injured foot.
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) July 24, 2025
We need this energy from Bumrah and Co. against England pic.twitter.com/GeTY3ecZS5