IND vs ENG 4th Test: জাডেজা-ওয়াশিংটনের 'সুন্দর' সেঞ্চুরি, ইংল্যান্ডের মুখে গ্রাস কেড়ে চতুর্থ টেস্ট ড্র ভারতের

IND vs ENG 4th Test Day 5: দ্বিতীয় ইনিংসে ৪২৫-৪ স্কোরে ম্যাচ ড্র করল ভারত। ওয়াশিংটন সুন্দর টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করার পরই ম্যাচ ড্র ঘোষণা করে ভারত। জাডেজা করেন ১০৭ রান এবং সুন্দর ১০১।

IND vs ENG 4th Test Day 5: দ্বিতীয় ইনিংসে ৪২৫-৪ স্কোরে ম্যাচ ড্র করল ভারত। ওয়াশিংটন সুন্দর টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করার পরই ম্যাচ ড্র ঘোষণা করে ভারত। জাডেজা করেন ১০৭ রান এবং সুন্দর ১০১।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jadeja-Sundar partnership: পঞ্চম উইকেটে জাডেজা এবং সুন্দরের পার্টনারশিপ ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন লেখা থাকবে স্বর্ণাক্ষরে

Jadeja-Sundar partnership: পঞ্চম উইকেটে জাডেজা এবং সুন্দরের পার্টনারশিপ ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন লেখা থাকবে স্বর্ণাক্ষরে

IND vs ENG 4th Test Day 5 Highlights: ম্যানচেস্টার টেস্টের (IND vs ENG 4th Test Match) শেষদিনে দুই ভারতীয় অলরাউন্ডারের বাহাদুরি দেখল ওল্ড ট্রাফোর্ড। ইংরেজদের মুখের গ্রাস কেড়ে চোখধাঁধানো শতরান রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এবং ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar)। প্রবল চাপের মুখে কীভাবে ম্যাচ বাঁচাতে হয় তা টপ অর্ডারকে শিখিয়ে গেলেন দুই ব্যাটার। পঞ্চম উইকেটে জাডেজা এবং সুন্দরের পার্টনারশিপ ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন লেখা থাকবে স্বর্ণাক্ষরে। তাঁদের লড়াই দেখে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম তো বটেই, গোটা ওল্ড ট্রাফোর্ডের দর্শকরাও কুর্নিশ জানালেন। 

Advertisment

দ্বিতীয় ইনিংসে ৪২৫-৪ স্কোরে ম্যাচ ড্র করল ভারত। ওয়াশিংটন সুন্দর টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করার পরই ম্যাচ ড্র ঘোষণা করে ভারত। জাডেজা করেন ১০৭ রান এবং সুন্দর ১০১। দুজনেই অপরাজিত থেকে ম্যাচ ড্র করেন। আর এই ড্রয়ের সঙ্গে সিরিজে টিকে থাকল ভারত। পঞ্চম তথা শেষ টেস্ট ওভালে হবে। সেই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজ কে জিতবে। তবে যেভাবে জাডেজা এবং সুন্দর ইংল্যান্ডের মুখের গ্রাস কাড়লেন তা দীর্ঘদিন মনে থাকবে বেন স্টোকসের (Ben Stokes)। 

আরও পড়ুন ভাঙা পায়েই আবার খেলা হবে! ক্র্যাচে ভর দিয়ে ওল্ড ট্রাফোর্ডে পন্থ, কুর্নিশ ক্রিকেট দুনিয়ার

Advertisment

জাডেজা এবং সুন্দরের এই অসামান্য কীর্তির দিনেও নোংরামি করতে ছাড়েনি ইংরেজরা। যখন দুজনেই সেঞ্চুরির দিকে এগোচ্ছেন, আর ইংল্যান্ডের বোলাররাও তাঁদের ধৈর্যের লড়াইয়ে হার মানছেন, তখনই ম্যাচ ড্র করার প্রস্তাব দেন অধিনায়ক স্টোকস। যাতে দুজনের শতরান আটকানো যায়। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি ভারত। যা দেখে ভীষণ বিরক্ত হন স্টোকস। মাঠেই কড়া কথা শুনিয়ে দেন জাডেজা এবং ওয়াশিংটনদের। কিন্তু জাডেজাও কম যান না, সাফ জানিয়ে দেন তাঁরা খেলা চালিয়ে যাবেন। হয়তো স্টোকসের মতলব বুঝতে পেরেছিলেন তাঁরা।

আরও পড়ুন টেনশন বাড়ল টিম ইন্ডিয়ার, ঋষভের পর চোট পেলেন শুভমানও! দেখুন ভিডিও

দিনের শুরুতেই ভারত হারায় কেএল রাহুলের (KL Rahul) উইকেট। ৯০ রান করে স্টোকসের বলে আউট হন রাহুল। সেঞ্চুরি হাতছাড়া করে হতাশ হয়ে পড়েন ভারতের ওপেনার। এরপর মাথা ঠান্ডা রেখে নিজের সেঞ্চুরি পুরো করেন শুভমান গিল (Shubman Gill)। সেইসঙ্গে এই সিরিজে সর্বোচ্চ স্কোরার হয়ে যান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। তবে সেঞ্চুরি করার পরই আউট হয়ে ফেরেন তিনি। চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে ভারতকে টেনে বের করেন জাডেজা এবং সুন্দর। ম্যানচেস্টার ড্র হলেও তা হারেরই সমান ইংল্যান্ডের কাছে। অন্যদিকে, এই ড্র  প্রায় জয়ের মতোই দামি ভারতের কাছে। 

Ben Stokes Ravindra Jadeja KL Rahul Shubman Gill Washington Sundar IND vs ENG 4th Test Match