Shubman Gill Century: ম্য়ানচেস্টারে ফের স্বমহিমায় শুভমান, শতরানে ভয়ঙ্কর গর্জন গিলের

Shubman Gill Century: ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান হাঁকালেন শুভমান গিল। সবথেকে বড় কথা, দলের কঠিন সময়ে তাঁর ব্যাট একেবারে দাবানলের মতো জ্বলে উঠল।

Shubman Gill Century: ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান হাঁকালেন শুভমান গিল। সবথেকে বড় কথা, দলের কঠিন সময়ে তাঁর ব্যাট একেবারে দাবানলের মতো জ্বলে উঠল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill century (2)

ম্যানচেস্টারে শতরান হাঁকালেন শুভমান গিল

Shubman Gill Century: শুভমানই যে টিম ইন্ডিয়ার আগামী 'কিং' হতে চলেছেন, ম্যানচেস্টারে সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্য়াচে (IND vs ENG 4th Test Match) ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত ইনিংসে হার কীভাবে বাঁচানো যায়, সেকথাই চিন্তাভাবনা করছে। কিন্তু, শুভমান অবশ্য পালটা মারে বিশ্বাসী। আর সেকারণে দিনের শুরুতেই ঝকঝকে একটা শতরান হাঁকিয়ে বুঝিয়ে দিলেন, 'পিকচার অভি বাকি হ্যায়...'। ৮৫ ওভার শেষে টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে। ইংল্যান্ডের রান স্পর্শ করতে ভারতকে এখনও ৯৮ রান করতে হবে।

Advertisment

২২৮ বলে সেঞ্চুরি শুভমানের

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্য়াচটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে আয়োজন করা হয়। এই ম্য়াচের প্রথম ইনিংসে শুভমান মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। এরপর অনেকেই শুভমানের ব্যাটিং পারফরম্য়ান্স নিয়ে আড়ালে-আবডালে কথা বলতে শুরু করেছিলেন। অনেকে তো আবার এও বলছিলেন যে অধিনায়কত্বের চাপে নাকি গিলের ব্যাটিং নষ্ট হয়ে যাচ্ছে।

Advertisment

Shubman Gill: 'এবার শুভমানের আসল পরীক্ষা...', চতুর্থ টেস্টের আগেই ভবিষ্যৎবাণী প্রাক্তন অধিনায়কের

কিন্তু, যাবতীয় সমালোচনাকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত কামব্যাক করলেন তিনি। ২২৮ বলে তাঁর ব্যাট থেকে একটা ঝকঝকে শতরান বেরিয়ে আসে। ইতিমধ্যে তিনি এক ডজন বাউন্ডারি হাঁকিয়েছে। ভারতীয় ক্রিকেট দলকে যদি এই রানটা তাড়া করতে হয়, তাহলে শুভমানের আপাতত উইকেটে টিকে থাকা অত্যন্ত দরকার। এখান থেকে তিনি কীভাবে গিয়ার চেঞ্জ করেন, সেদিকে সকলে তাকিয়ে রয়েছেন।

Shubman Gill Record: ইতিহাস লিখলেন শুভমান, এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই রেকর্ড!

শুরুটা ভাল হয়নি ভারতের

ম্যানচেস্টার টেস্টে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভারত খুব একটা ভাল করতে পারেনি। শূন্য রানের মধ্যে জোড়া উইকেট হারায় টিম ইন্ডিয়া। রানের খাতা খুলতে পারলেন না যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শন। করুণ নায়ারের পরিবর্তে সুদর্শনকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে জায়গা দেওয়া হলেও, কাজের কাজটা করতে পারেননি তিনি। অন্যদিকে, যশস্বীর পারফরম্য়ান্সও ক্রমশ আতশ কাঁচের নীচে আসতে শুরু করেছে। যাইহোক এই জোড়া ধাক্কার পর ওপেনার কেএল রাহুলের সঙ্গে জুটি বেঁধেছিলেন শুভমান গিল। চতুর্থ দিনের শেষে ভারত ২ উইকেট হারিয়ে ১৭২ রান করেছিল। ৮৭ রানে অপরাজিত ছিলেন রাহুল এবং ৭৪ রানে গিল।

IND vs ENG 4th Test: এক্সপ্রেস নয় মালগাড়ি, না আছে গতি না সুইং, ১০ বছর আগের বোলারকে মনে করালেন কাম্বোজ

পঞ্চম দিনের শুরুতেই রাহুল আউট হয়ে যান। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস তাঁকে LBW করে দেন। শেষপর্যন্ত ৯০ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় ভারতীয় ক্রিকেট দলের এই অভিজ্ঞ ওপেনারকে। আপাতত ওয়াশিংটন সুন্দরকে (১৩) নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন শুভমান। কিন্তু, কতক্ষণ লড়াইটা চালাতে পারেন, সেইদিকে সকলে তাকিয়ে রয়েছেন। 

Indian Cricket Team Shubman Gill IND vs ENG 4th Test Match