IND vs ENG 4th Test: ভাঙা পায়েই আবার খেলা হবে! ক্র্যাচে ভর দিয়ে ওল্ড ট্রাফোর্ডে পন্থ, কুর্নিশ ক্রিকেট দুনিয়ার

IND vs ENG 4th Test Day 5: গুরুতর ব্যথা থাকা সত্ত্বেও মাঠে নামতে হতে পারে ঋষভ পন্থকে। পায়ে চোট নিয়েও তিনি স্টেডিয়ামে পৌঁছে যান, যেখানে তাঁকে দেখা যায় ব্যথায় কষ্ট পেতে।

IND vs ENG 4th Test Day 5: গুরুতর ব্যথা থাকা সত্ত্বেও মাঠে নামতে হতে পারে ঋষভ পন্থকে। পায়ে চোট নিয়েও তিনি স্টেডিয়ামে পৌঁছে যান, যেখানে তাঁকে দেখা যায় ব্যথায় কষ্ট পেতে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh  Pant Injury Update: ক্র্যাচে ভর দিয়েই ওল্ড ট্রাফোর্ডে ঢুকলেন ঋষভ পন্থ

Rishabh Pant Injury Update: ক্র্যাচে ভর দিয়েই ওল্ড ট্রাফোর্ডে ঢুকলেন ঋষভ পন্থ

Rishabh Pant has arrived at the Old Trafford: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে হাতে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এরপর চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test Match) ম্যানচেস্টারে খেলতে গিয়ে আবার চোট পান পায়ে। সিরিজে টিকে থাকতে এবং ম্যাচ ড্র করতে চেষ্টার কসরত করছে ভারত। 

Advertisment

চতুর্থ দিনের দুর্দান্ত ব্যাটিংয়ে শুভমান গিল ও কে.এল. রাহুল ভারতকে চাপের মুখ থেকে খানিকটা বের করে আনেন। তবে পঞ্চম দিনের প্রথম সেশনে তাঁদের আউট হয়ে যাওয়ায় ফের চাপ বাড়ে।

আরও পড়ুন বাহাদুরি না হয় ঠিক আছে, ঋষভের এই সিদ্ধান্ত কি ব্যাকফায়ার করতে পারে?

Advertisment

এই পরিস্থিতিতে গুরুতর ব্যথা থাকা সত্ত্বেও মাঠে নামতে হতে পারে ঋষভ পন্থকে। পায়ে চোট নিয়েও তিনি স্টেডিয়ামে (Old Trafford) পৌঁছে যান, যেখানে তাঁকে দেখা যায় ব্যথায় কষ্ট পেতে। ড্রেসিংরুমে যাওয়ার সময় তাঁর হাতে ছিল ক্র্যাচ। তাঁকে দেখে আবেগে ভাসছেন সমর্থকরা, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়।

আরও পড়ুন ভাঙা পায়েই ম্যানচেস্টারে নয়া ইতিহাস পন্থের, ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকেও

ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের একটি ডেলিভারিতে পন্থের ডান পায়ে আঘাত লাগে এবং তাঁর মেটাটারসাল ভেঙে যায় বলে ধরা পড়ে। তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁকে কিপিং না করার পরামর্শ দিয়েছে, তবে প্রয়োজনে ব্যাটিং করতে পারেন।

আরও পড়ুন ৪৪০ ভোল্টের ঝটকা টিম ইন্ডিয়ার, গুরুতর চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গেলেন পন্থ

শনিবার ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটক জানিয়েছেন, প্রয়োজন হলে ঋষভ পন্থ দলের হয়ে ব্যাট করতে নামবেন। এমন লড়াইয়ের মনোভাব দেখে আপ্লুত ক্রিকেটবিশ্ব।

Rishabh Pant Old Trafford IND vs ENG 4th Test Match