IND vs ENG 4th Test: টেনশন বাড়ল টিম ইন্ডিয়ার, ঋষভের পর চোট পেলেন শুভমানও! দেখুন ভিডিও

Shubman Gill Injury: বেন স্টোকসের একটি ডেলিভারিতে আঙুলে চোট লাগে শুভমান গিলের। যদিও হাতে ব্যান্ডেজ বেঁধে তিনি ব্যাটিং চালিয়ে যান এবং একটি দুর্দান্ত শতরান করেন।

Shubman Gill Injury: বেন স্টোকসের একটি ডেলিভারিতে আঙুলে চোট লাগে শুভমান গিলের। যদিও হাতে ব্যান্ডেজ বেঁধে তিনি ব্যাটিং চালিয়ে যান এবং একটি দুর্দান্ত শতরান করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubhman Gill Injury

হাতে মারাত্মক চোট পেলেন শুভমান গিল, দেখুন ভিডিও

Shubman Gill: ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ম্য়ানচেস্টার টেস্ট ম্য়াচে (IND vs ENG 4th Test Match) টিম ইন্ডিয়ার অবস্থা ক্রমশ শোচনীয় হতে শুরু করেছে। প্রথম ইনিংসে মারাত্মক চোট পেয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সহ অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। ইতিমধ্যে তিনি পঞ্চম টেস্ট ম্য়াচ থেকে ছিটকে গিয়েছেন। এমনকী, প্রথম ইনিংসে তিনি উইকেট কিপিংও করতে পারেননি। তবে টিম ইন্ডিয়ার টেনশন এবার আরও বেড়ে গেল। সহ অধিনায়ক ঋষভ পন্থের পর অধিনায়ক গিলও চোটের কবলে পড়লেন।

Advertisment

Shubman Gill: মাত্র ২৫ বছরেই ভারতের নয়া 'ব্র্যান্ড কিং' শুভমান! একটা বিজ্ঞাপনের জন্য কত টাকা নিচ্ছেন জানেন?

শুভমান গিলের চোট চাপ বাড়াবে টিম ইন্ডিয়ার?

Advertisment

দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় শুভমানের হাতে একটি বল আগুন গতিতে এসে লাগে। সেইসময় ৯০ রানে ব্যাট করছিলেন তিনি। বেন স্টোকসের একটি ডেলিভারি সোজা তাঁর হাতে এসে লাগে। আর সেকারণে চোট পেয়ে যান তিনি। এতটাই যন্ত্রণা হচ্ছিল যে তিনি হাত নিয়ে কাতরাতে শুরু করেন। শেষপর্যন্ত হাতে ব্যান্ডেজ বাঁধতে হয়। এরপরও শতরান করেন তিনি। তারপর আউট হয়ে যান। ঋষভের পর শুভমানের এই চোট টিম ইন্ডিয়ার কাছে অবশ্যই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। যদি চোটটি গভীর হয়, সেক্ষেত্রে হয়ত পঞ্চম টেস্ট ম্য়াচে গিল নাও খেলতে পারেন।

Shubman Gill Record: ইতিহাস লিখলেন শুভমান, এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই রেকর্ড!

দেখুন ভিডিও:

দুরন্ত শতরান হাঁকালেন শুভমান গিল

কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে শুভমান এই টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করলেন। আর সেইসঙ্গে গত ৩৫ বছরে প্রথম কোনও ভারতীয় ব্যাটার হিসেবে তিনি ম্যানচেস্টারে শতরান হাঁকানোর রেকর্ড কায়েম করেন। ইতিপূর্বে, ১৯৯০ সালে সচিন তেন্ডুলকর এই মাঠে শেষবার টেস্ট শতরান করেছিলেন। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শুভমান গিল যুগ্মভাবে সর্বাধিক শতরানের রেকর্ডও কায়েম করলেন। রোহিত শর্মা এবং শুভমান গিল দুজনে ন'টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন। ক্রিকেট ইতিহাসে শুভমান গিলই প্রথম অধিনায়ক যিনি বিদেশ সফরে একই টেস্ট সিরিজে ৪ শতরান হাঁকালেন। স্যার ডন ব্র্যাডম্য়ান এবং সুনীল গাভাসকারও অধিনায়ক হিসেবে একই টেস্ট সিরিজে চারটি করে শতরান হাঁকিয়েছিলেন। কিন্তু, এই দুই কিংবদন্তী ক্রিকেটার দেশের মাটিতেই এহেন নজির স্থাপন করেছিলেন। 

Shubman Gill Century: ম্য়ানচেস্টারে ফের স্বমহিমায় শুভমান, শতরানে ভয়ঙ্কর গর্জন গিলের

রেকর্ডের সুনামি বইয়ে দিলেন শুভমান

টিম ইন্ডিয়ার হয়ে ইতিপূর্বে ২ ক্রিকেটার একই সিরিজে চারটে করে শতরান হাঁকিয়েছিলেন। ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকার ২ বার এই কৃতিত্ব অর্জন করেছেন। অন্যদিকে, বিরাট কোহলি ১ বার এক টেস্ট সিরিজে চারটে শতরান হাঁকিয়েছিলেন। এই বিশেষ ক্লাবে এবার নাম লেখালেন শুভমানও। শুভমানই প্রথম ক্রিকেটার যিনি অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজেই ৪ সেঞ্চুরি হাঁকালেন। ইতিপূর্বে, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজে তিনটে করে শতরান হাঁকিয়েছিলেন বারবিক আর্মস্ট্রং, ডন ব্র্যাডম্যান, গ্রেগ চ্যাপেল, বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ। এর পাশাপাশি এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে শুভমান ৭০০ টেস্ট রান অর্জন করে ফেলেছেন।

Rishabh Pant Indian Cricket Team Shubman Gill IND vs ENG 4th Test Match