IND vs ENG 4th Test: জাডেজা-সুন্দর কেন হাত মেলাননি স্টোকসের সঙ্গে, সাফ জানিয়ে দিলেন শুভমান গিল

IND vs ENG 4th Test Day 5 Highlights: ভারত প্রথম ইনিংসে ৩৫৮ রান করেছিল, আর ইংল্যান্ড ৬৬৯ রান তুলে ৩১১ রানের লিড নেয়। ভারতের দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৪ উইকেটে ৪২৫ রান, যার ফলে ম্যাচ ড্র হয়।

IND vs ENG 4th Test Day 5 Highlights: ভারত প্রথম ইনিংসে ৩৫৮ রান করেছিল, আর ইংল্যান্ড ৬৬৯ রান তুলে ৩১১ রানের লিড নেয়। ভারতের দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৪ উইকেটে ৪২৫ রান, যার ফলে ম্যাচ ড্র হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill Statement: কেন ইংল্যান্ডের প্রস্তাবে রাজি হয়নি ভারত, কারণ জানালেন শুভমান গিল

Shubman Gill Statement: কেন ইংল্যান্ডের প্রস্তাবে রাজি হয়নি ভারত, কারণ জানালেন শুভমান গিল

Ravindra Jadeja Washington Sundar refused to shake hands with Ben Stokes: ম্যানচেস্টার টেস্ট (IND vs ENG 4th Test Match) ড্র করাতে সফল হয়ে দারুণ খুশি ভারতের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ম্যাচের পর নিজের প্রতিক্রিয়ায় গিল জানিয়েছেন, পঞ্চম তথা শেষ দিনে পুরো পাঁচটি সেশন ব্যাট করে ভারতকে হার বাঁচানোয় তিনি গর্বিত। তিনি এই কৃতিত্ব দিয়েছেন দলের ব্যাটারদের, বিশেষ করে রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) দুর্দান্ত ইনিংসকে।

Advertisment

গিল বলেন, “গত কয়েক দিন ধরে আমাদের ওপর প্রচণ্ড চাপ ছিল। কিন্তু সেই চাপের মধ্যেও যেভাবে ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলেছে, সেটা সত্যিই প্রশংসনীয়। শেষ দিনের উইকেটে ব্যাট করা সহজ ছিল না। আমরা একটাই কথা বলেছিলাম, যতটা সম্ভব সময় মাঠে থাকতে হবে।”

আরও পড়ুন সেঞ্চুরি করে বিরল নজির জাডেজার, কিংবদন্তিদের এলিট ক্লাবে তারকা অলরাউন্ডার

Advertisment

ভারত প্রথম ইনিংসে ৩৫৮ রান করেছিল, আর ইংল্যান্ড ৬৬৯ রান তুলে ৩১১ রানের লিড নেয়। ভারতের দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৪ উইকেটে ৪২৫ রান, যার ফলে ম্যাচ ড্র হয়।

গিল আরও জানান, শেষ সেশনে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) ড্রয়ের প্রস্তাব নিয়ে জাডেজা ও সুন্দরের কাছে যান। কিন্তু তাঁরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গিল এই বিষয়ে বলেন, “জাডেজা ও ওয়াশিংটন দুজনেই সেঞ্চুরির খুব কাছে ছিল। তাই আমরা চেয়েছিলাম তাঁরা আগে সেঞ্চুরি করে নিক, তারপর বাকি কিছু ভাবা যাবে।”

আরও পড়ুন জাডেজা-ওয়াশিংটনের 'সুন্দর' সেঞ্চুরি, ইংল্যান্ডের মুখে গ্রাস কেড়ে চতুর্থ টেস্ট ড্র ভারতের

এই সফরে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চারটি টেস্ট ম্যাচ হয়েছে, এবং প্রতিটি ম্যাচই শেষ দিনের শেষ সেশন পর্যন্ত গড়িয়েছে। গিল বলেন, “এই ধরনের টেস্ট ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। একটি দল হিসেবে এই অভিজ্ঞতা আমাদের আরও পরিণত করেছে।”

শুভমান গিল নিজেও ব্যাট হাতে এই সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন। ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি সেঞ্চুরি করেন, যা সিরিজে তাঁর চতুর্থ শতরান।

Ben Stokes Ravindra Jadeja Shubman Gill Washington Sundar IND vs ENG 4th Test Match