/indian-express-bangla/media/media_files/2025/07/28/team-india-squad-2025-07-28-08-40-44.jpg)
Team India Squad: জাডেজা-ওয়াশিংটনের জোড়া সেঞ্চুরিতে ম্যানচেস্টার টেস্ট বাঁচাল ভারত
Rishabh Pant ruled out for 5th Test: ম্যানচেস্টার টেস্ট (IND vs ENG 4th Test Match) বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) পঞ্চম ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন। ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন ডান পায়ে চোট পেয়ে ফ্র্যাকচার হওয়ায় তাঁকে বিশ্রামে রাখা হয়েছে।
ফলে মাঝরাতে তড়িঘড়ি স্কোয়াডে (Indian Cricket Team) পরিবর্তন আনতে হয়েছে বিসিসিআই-কে (BCCI)। সিরিজের পঞ্চম টেস্ট ৩১ জুলাই লন্ডনের কেনিংটন ওভালে শুরু হবে।
আরও পড়ুন ভাঙা পায়েই আবার খেলা হবে! ক্র্যাচে ভর দিয়ে ওল্ড ট্রাফোর্ডে পন্থ, কুর্নিশ ক্রিকেট দুনিয়ার
এই টেস্টে ঋষভ পন্থের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তামিলনাড়ুর নারায়ণ জগদীশন। বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “ঋষভ পন্থ, যিনি ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট চলাকালীন ডান পায়ে ফ্র্যাকচার হওয়ায় ছিটকে গেছেন, তাঁকে সিরিজের শেষ টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।”
🚨 𝗦𝗾𝘂𝗮𝗱 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲 🚨
— BCCI (@BCCI) July 27, 2025
Rishabh Pant ruled out of fifth Test due to injury; N Jagadeesan named replacement.
All The Details 🔽 #TeamIndia | #ENGvIND
বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “বিসিসিআই মেডিক্যাল টিম তাঁর সেরে ওঠার প্রক্রিয়ার ওপর নজর রাখবে এবং আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”
আরও পড়ুন জাডেজা-সুন্দর কেন হাত মেলাননি স্টোকসের সঙ্গে, সাফ জানিয়ে দিলেন শুভমান গিল
২৭ বছর বয়সী পন্থ প্রথম দিন ৩৭ রানে রিটায়ার্ড হার্ট হন। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের বল রিভার্স সুইপ করতে গিয়ে তিনি চোট পান। এরপর তাঁকে স্ক্যানের জন্য পাঠানো হয়। তবে শার্দুল ঠাকুর আউট হওয়ার পর পন্থ ফের ব্যাট করতে নামেন। তখন ভারতের স্কোর ছিল ৩১৪/৬। পরে তিনি দুর্দান্ত হাফসেঞ্চুরি পূর্ণ করেন।
আরও পড়ুন জাডেজা-ওয়াশিংটনের 'সুন্দর' সেঞ্চুরি, ইংল্যান্ডের মুখে গ্রাস কেড়ে চতুর্থ টেস্ট ড্র ভারতের
পঞ্চম টেস্টের জন্য ভারতের স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ, কুলদীপ যাদব, অংশুল কম্বোজ, আর্শদীপ সিং এবং নারায়ণ জগদীশন (উইকেটকিপার)।
আরও পড়ুন সেঞ্চুরি করে বিরল নজির জাডেজার, কিংবদন্তিদের এলিট ক্লাবে তারকা অলরাউন্ডার