India vs England: ভারত এবং ইংল্যান্ডের মধ্য়ে আগামী ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্য়াচ (IND vs ENG 4th Test Match) খেলা হবে। এই ম্য়াচটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই সিরিজে অস্তিত্ব বজায় রাখার জন্য যে কোনও মূল্যে টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) চতুর্থ টেস্ট ম্য়াচটা জিততেই হবে। এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। অন্যদিকে, ম্য়ানচেস্টারের (Old Trafford) এই অভিশপ্ত মাঠে ভারত এখনও পর্যন্ত একটাও টেস্ট ম্যাচ জিততে পারেনি। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলকে ঐক্য়বদ্ধভাবে পারফরম্য়ান্স করতেই হবে।
IND vs ENG 4th Test: টিম ইন্ডিয়া শিবিরে বজ্রপাত! ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার, কে খেলবেন তাঁর জায়গায়?
সোনি স্পোর্টস নেটওয়ার্কে হবে লাইভ সম্প্রচার
ভারতে চতুর্থ টেস্ট ম্য়াচের সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। পাশাপাশি ম্যাচের লাইভ স্ট্রিমিং জিও হটস্টারে দেখতে পাওয়া যাবে। সেকারণে মোবাইল ফোন জিও হটস্টার অ্যাপ ডাউনলোড করতেই হবে। এরপর ফ্রি'তেই আপনি ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্য়াচ উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি ম্য়াচ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ খবর আপনারা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা ওয়েবসাইটে পেয়ে যাবেন। ভারতীয় সময় অনুসারে, চতুর্থ টেস্ট ম্য়াচটি বেলা সাড়ে ৩টে থেকে শুরু হবে। পাশাপাশি টস দুপুর তিনটের সময় হবে।
IND vs ENG 4th Test: বিরাট দুঃসংবাদ ছারখার টিম ইন্ডিয়া, সিরিজ থেকে ছিটকেই গেলেন তারকা অলরাউন্ডার
ম্যানচেস্টারে খেলা হয়েছে মোট ৯ ম্য়াচ
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত মোট ৯ ম্য়াচ খেলেছে। এরমধ্যে ৪ ম্যাচে তারা হেরে গিয়েছে। আর পাঁচটা ম্য়াচ ড্র হয়েছে। ২০১৪ সালে ভারতীয় ক্রিকেট দল এখানে শেষ টেস্ট ম্য়াচ খেলেছিল। ওই ম্য়াচে টিম ইন্ডিয়া এক ইনিংস এবং ৫৪ রানে হেরে গিয়েছিল।
IND vs ENG 4th Test: ওল্ড ট্রাফোর্ডে কাটবে ৩৫ বছরের খরা? শেষবার শচীন গড়েছিলেন এই রেকর্ড
টিম ইন্ডিয়া যেন মিনি হাসপাতাল
ভারতীয় ক্রিকেট দল আপাতত চোট সমস্যায় ভুগছে। জিম করার সময় চোট পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি। তাঁর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। আর সেকারণে গোটা টেস্ট সিরিজ থেকে তিনি ছিটকে গিয়েছেন। অন্যদিকে, অনুশীলন করার সময় হাত কেটে যাওয়ার কারণে চতুর্থ টেস্ট ম্য়াচ খেলতে পারবেন না আর্শদীপ সিংও। পাশাপাশি টিম ইন্ডিয়ার পেস তারকা আর্শদীপ সিংও আপাতত চোটে কাহিল। বিসিসিআই চোটের কথা মাথায় রেখেই অংশুল কম্বোজকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে সুযোগ দিয়েছে।
IND vs ENG 4th Test: এক ক্রিকেটারেই নষ্ট হতে পারে যাবতীয় সমীকরণ, টিম ইন্ডিয়া কি করবে সেই মারাত্মক ভুল?
চতুর্থ টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, কুলদীপ যাদব, অংশুল কম্বোজ।