IND vs ENG 5th Test: রবিবারেও হল না ফয়সালা, ওভাল টেস্ট জিততে শেষদিনে ভারতের চাই ৪ উইকেট, ইংল্যান্ড ৩৫ রান দূরে

IND vs ENG 5th Test Day 4 Highlights: বৃষ্টির কারণে চতুর্থ দিনে তাড়াতাড়া খেলা শেষের ঘোষণা করেন দুই আম্পায়ার। কিন্তু তার আগে ওভালে লড়াইয়ে ফিরে এসেছে টিম ইন্ডিয়া। ব্রিটিশদের চোখে চোখ রেখে ম্যাচে এখনও টিকে শুভমানরা।

IND vs ENG 5th Test Day 4 Highlights: বৃষ্টির কারণে চতুর্থ দিনে তাড়াতাড়া খেলা শেষের ঘোষণা করেন দুই আম্পায়ার। কিন্তু তার আগে ওভালে লড়াইয়ে ফিরে এসেছে টিম ইন্ডিয়া। ব্রিটিশদের চোখে চোখ রেখে ম্যাচে এখনও টিকে শুভমানরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG 5th Test Day 4: ব্রুক-রুটের জোড়া শতরান, শেষবেলায় ম্যাচে ফিরল ভারত

IND vs ENG 5th Test Day 4: ব্রুক-রুটের জোড়া শতরান, শেষবেলায় ম্যাচে ফিরল ভারত

IND vs ENG 5th Test Day 5 Highlights: শেষ হইয়াও হইল না শেষ! ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের (IND vs ENG) ফয়সালা হল না রোববারেও। অসাধারণ একটা ম্যাচের যবনিকা পতনের জন্য অপেক্ষা করতে হবে আরও একটা দিন। বৃষ্টির কারণে চতুর্থ দিনে খেলা শেষের ঘোষণা করেন দুই আম্পায়ার। কিন্তু তার আগে ওভালে লড়াইয়ে ফিরে এসেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ব্রিটিশদের চোখে চোখ রেখে ম্যাচে এখনও টিকে শুভমানরা। পঞ্চম টেস্ট জিততে ভারতের চাই ৪ উইকেট, আর ইংল্যান্ডের ৩৫ রান।

Advertisment

ওভাল টেস্টের চতুর্থ দিন অনেকগুলো বিষয়ের জন্য মনে রাখার মতো। সেশন বাই সেশন এদিন হাড্ডাহাড্ডি টক্কর হয়েছে ভারত ও ইংল্যান্ডের। প্রথম সেশনে শুরুতেই বেন ডাকেটের উইকেট (৫৪) হারায় ইংল্যান্ড। এরপর অধিনায়ক ওলি পোপও (২৭) বেশিক্ষণ টিকতে পারেননি। সিরাজের বলে এলবিডব্লিউ হন পোপ। 
প্রথম সেশন ভারতের হলেও মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা ঘুরিয়ে দেন ব্রুক এবং রুট। তার আগে ১৯ রানের মাথায় ব্রুকের ক্যাচ মিস করেন সিরাজ (Mohammed Siraj)। যার খেসারত দিতে হয় ভারতকে। ব্রুক এবং রুট (Joe Root) মিলে প্রায় ২০০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। লাঞ্চের পর ভারতের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে সেঞ্চুরি করেন ব্রুক।

আরও পড়ুন কপালে জুটল 'গদ্দার' তকমা! সত্যিই কি ক্ষমার অযোগ্য ভুল করলেন সিরাজ?

Advertisment

টি-ব্রেকের আগে সাফল্য পায় ভারত। হ্যারি ব্রুককে (১১১) ফেরান আকাশদীপ। চায়ের বিরতির পর সেঞ্চুরি করেন রুট। টেস্ট কেরিয়ারের ৩৯ নম্বর করে শচীন তেন্ডুলকরের আরও কাছাকাছি চলে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। কিন্তু এখান থেকেই খেলা ঘোরান প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। প্রথমে বেথেলকে (৫) বোল্ড করেন তিনি। তার পর ভয়ঙ্কর জো রুটকে (১০৫) ফেরান  কৃষ্ণ। ম্যাচ থেকে হারিয়ে যাওয়া টিম ইন্ডিয়া আবার ফিরে আসে খেলায়। 

আরও পড়ুন ৯৩ বছর পর ইংল্যান্ডে ইতিহাস 'স্যর' জাডেজার, কিংবদন্তিকে টেক্কা দিয়ে সব রেকর্ড তছনছ

এরপর জেমি স্মিথ এবং জেমি ওভার্টনকে একের পর এক দুর্ধর্ষ ডেলিভারিতে নাকানিচোবানি খাওয়াতে থাকেন সিরাজ-কৃষ্ণরা। তবে বাদ সাধল খারাপ আলো। ইংল্যান্ডের স্কোর যখন ৩৩৯-৬ তখন খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। তার পর নামে বৃষ্টি। পরিস্থিতি বিবেচনা করে রবিবারের খেলা শেষের ঘোষণা করেন আম্পায়াররা।

ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টের ফয়সালা হবে পঞ্চম তথা শেষ দিনে। ওভাল টেস্টে অবিশ্বাস্য জয়ের জন্য ভারতের চাই ৪টি উইকেট (যদি ক্রিস ওকস ব্যাট করেন, নাহলে ৩ উইকেট), অন্যদিকে টেস্ট এবং সিরিজ জেতার জন্য ইংল্যান্ডের চাই ৩৫ রান। পঞ্চম দিন যা-ই ফলাফল হোক না কেন, এই টেস্ট ম্যাচ দীর্ঘদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন এ কী করলেন সিরাজ! বিরাট ভুলে লজ্জায় মুখ ঢাকলেন মিয়াঁ ভাই, বিপদে টিম ইন্ডিয়া

Indian Cricket Team Mohammed Siraj Prasidh Krishna Joe Root IND vs ENG