IND vs ENG 5th Test Day 5: ভারত এবং ইংল্যান্ডের (India vs England) পঞ্চম এবং শেষ টেস্ট (IND vs ENG) ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে। শেষদিনে নাটকীয় মোড় নিতে পারে খেলা। চারটি ফলই এখনও সম্ভব, ভারতের জয়, ইংল্যান্ডের জয়, ড্র কিংবা টাই। চতুর্থ দিনের শেষে খেলার পাল্লা কিছুটা ভারতের দিকে হলেও সোমবার সকালেই সেই রূপ বদলে যেতে পারে। আর এর কেন্দ্রে রয়েছে একটি সিদ্ধান্ত, পিচে ‘হেভি রোলার’ ব্যবহার করা হবে কি না, যার সিদ্ধান্ত নিতে পারবেন ব্যাটিং দলের অধিনায়ক।
কমেন্টেটর হর্ষ ভোগলে এই প্রসঙ্গে এক্স (আগের টুইটার)-এ লেখেন, "আমি খুশি যে শুধু আমি না, আরও অনেকেই প্রশ্ন তুলছেন কেন কভার ঠিক সময়ে তোলা হয়নি। যদি সময়মতো তোলা হত, তাহলে আমরা হয়তো এক দুর্দান্ত রেজাল্ট দেখতে পারতাম। এখন সব নজর সোমবারের দিকে। তবে তার আগে হেভি রোলার ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।"
ম্যাচের পরিস্থিতি
ভারত ইংল্যান্ডকে ৩৭৪ রানের লক্ষ্য দিয়েছিল। ইংল্যান্ড ইতিমধ্যে ছয় উইকেট হারিয়ে করেছে ৩৩৯ রান। তারা জয়ের জন্য আর মাত্র ৩৫ রান দূরে। কিন্তু তাদের হাতে থাকা ৪ উইকেটের মধ্যে একজন ব্যাটার পুরোপুরি ফিট নন। ক্রিস ওকস চোটের কারণে প্রথম দিন থেকেই না ব্যাটিং করেছেন, না বল করেছেন। যদি তিনি ব্যাট করতে নামেন, তাহলে হয়তো এক হাতেই ব্যাট ধরেই খেলতে হবে।
আরও পড়ুন ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে শুভমান, ভারতীয় টেস্ট ক্রিকেটে প্রথমবার হবে এই 'কারনামা'!
হেভি রোলারের ভূমিকা কী?
চতুর্থ দিনের শুরুতেও ইংল্যান্ডের অধিনায়ক ওলি পোপ (Ollie Pope) ‘হেভি রোলার’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ফলও দেখা যায়, পিচ আরও সমান হয়ে যায় এবং ইংল্যান্ডের ব্যাটাররা সহজে রান তুলতে থাকেন। ভারতীয় বোলারদের অনেক কষ্ট করতে হয় উইকেট পেতে। সোমবার যদি আবার হেভি রোলার ব্যবহৃত হয়, তাহলে ব্যাটিং আরও সহজ হতে পারে। তবে মনে রাখতে হবে, এই প্রভাব বেশি সময় থাকে না, ধীরে ধীরে পিচ আবার আগের অবস্থায় ফিরে আসে।
আরও পড়ুন ৭০ বছরের রেকর্ড ভাঙল ভারত-ইংল্যান্ড! এক টেস্ট সিরিজে সেঞ্চুরির বন্যা, ইতিহাস টিম ইন্ডিয়ার
রোলার চালানোর নিয়ম কী?
আইসিসি’র নিয়ম অনুযায়ী, রোলার দুই পরিস্থিতিতে ব্যবহার করা যায়-
১. ম্যাচে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ইনিংস শুরুর আগে।
২. প্রতিদিনের খেলার শুরুতে।
রোলার ভারী হবে নাকি হালকা, সেটা নির্ধারণ করে ব্যাটিং দলের অধিনায়ক। সর্বোচ্চ ৭ মিনিট পর্যন্ত রোলার ব্যবহার করা যায়।
আরও পড়ুন ভাঙা কাঁধেই 'ভয়ঙ্কর খেলা হবে', ভারতকে এক ইঞ্চিও জমি না ছাড়ার হুঁশিয়ারি ইংলিশ তারকার
এখন সব চোখ ওভালের দিকে
এই টেস্টে যে কোনও মুহূর্তে খেলার মোড় ঘুরে যেতে পারে। ভারত চাইবে যত তাড়াতাড়ি সম্ভব চারটি উইকেট তুলে নিতে, আর ইংল্যান্ডের লক্ষ্য কম রানে জয় নিশ্চিত করা। তবে 'হেভি রোলার' কতটা ফারাক গড়বে, সেটাই এখন বড় প্রশ্ন। উত্তরের অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।