KL Rahul Test record: ইতিহাসের দোরগোড়ায় কেএল রাহুল, ম্যানচেস্টার টেস্টেই মালিক হবেন এই বিরল কীর্তির

KL Rahul 9000 runs: আন্তর্জাতিক ক্রিকেটে ৯,০০০ রান পূর্ণ করতে রাহুলের দরকার আর মাত্র ৬০ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেই এই লক্ষ্য ছুঁয়ে ফেলতে পারেন তিনি। সিরিজে টিকে থাকতে হলে ভারতের জয় প্রয়োজন, আর সেই লড়াইয়ে রাহুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

KL Rahul 9000 runs: আন্তর্জাতিক ক্রিকেটে ৯,০০০ রান পূর্ণ করতে রাহুলের দরকার আর মাত্র ৬০ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেই এই লক্ষ্য ছুঁয়ে ফেলতে পারেন তিনি। সিরিজে টিকে থাকতে হলে ভারতের জয় প্রয়োজন, আর সেই লড়াইয়ে রাহুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
KL Rahul Test Record: ইতিহাসের দোরগোড়ায় টিম ইন্ডিয়ার তারকা কে এল রাহুল

KL Rahul Test Record: ইতিহাসের দোরগোড়ায় টিম ইন্ডিয়ার তারকা কে এল রাহুল

KL Rahul international runs: টিম ইন্ডিয়ার তারকা কে এল রাহুল (KL Rahul) ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে (India vs England) দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনটি ম্যাচে ৩৭৫ রান করে তিনি অ্যান্ডারসন-তেন্ডুলকর (Anderson-Tendulkar Trophy) ট্রফিতে ভারতের পক্ষে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন। ওল্ড ট্র্যাফোর্ডে (IND vs ENG 4th Test Match) সিরিজের মরণবাঁচন ম্যাচে নামবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। আর এই ম্যাচেই একটি বিশেষ মাইলফলক স্পর্শ করতে পারেন রাহুল।

Advertisment

আন্তর্জাতিক ক্রিকেটে ৯,০০০ রান পূর্ণ করতে রাহুলের দরকার আর মাত্র ৬০ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেই এই লক্ষ্য ছুঁয়ে ফেলতে পারেন তিনি। সিরিজে টিকে থাকতে হলে ভারতের জয় প্রয়োজন, আর সেই লড়াইয়ে রাহুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন কেএল রাহুলের সামনে ইতিহাসের হাতছানি, নাম লেখাবেন শচীন-গাভাসকারের এই স্পেশাল ক্লাবে!

Advertisment

৩৯.৭৩ গড় নিয়ে এখন পর্যন্ত রাহুল ২১৮টি ম্যাচের ২৫৪টি ইনিংসে ৮,৯৪০ রান করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ-সেঞ্চুরি। তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ১৯৯ রান। ভারতের সর্বকালের সর্বাধিক রান স্কোরারদের তালিকায় তিনি এখন ১৬তম স্থানে আছেন।

টেস্ট ক্রিকেটে রাহুল ৬১টি ম্যাচের ১০৭টি ইনিংসে ৩৫.২৬ গড়ে ৩,৬৩২ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১০টি শতরান ও ১৮টি অর্ধশতরান। ইংল্যান্ডের বিপক্ষেই তাঁর সেরা ইনিংস ১৯৯ রানের।

আরও পড়ুন টপকে যাবেন কিংবদন্তি বোলারকে, ওল্ড ট্রাফোর্ডে বিরাট রেকর্ডের সামনে বুমরাহ

তুলনামূলকভাবে ওয়ানডে-তে তাঁর পারফরম্যান্স আরও ভাল। ৮৫টি ম্যাচে তিনি ৪৯.০৮ গড়ে করেছেন ৩,০৪৩ রান, যার মধ্যে রয়েছে ৭টি শতরান। T20 আন্তর্জাতিক ম্যাচে রাহুল ৭২টি ম্যাচে ৩৭.৭৫ গড়ে এবং প্রায় ১৪০ স্ট্রাইক রেট নিয়ে করেছেন ২,২৬৫ রান। যদিও ২০২২ সালের T20 বিশ্বকাপের পর থেকে তিনি এই ফর্ম্যাটে আর খেলেননি।

বর্তমানে চলতে থাকা ভারত-ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজে রাহুল ছয় ইনিংসে ৬২.৫০ গড়ে ৩৭৫ রান করেছেন, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি। এই দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডে তাঁর টেস্ট গড় বেড়ে হয়েছে ৪১.২০, যেখানে ১২টি টেস্টে তিনি করেছেন ৯৮৯ রান এবং রয়েছে চারটি শতরান।

আরও পড়ুন চতুর্থ টেস্টের আগে মহাবিপদে ভারত, টিম ইন্ডিয়ার স্কোয়াডে এন্ট্রি ২৪ বছরের দুর্ধর্ষ বোলারের

KL Rahul India vs England IND vs ENG IND vs ENG 4th Test Match