IND vs ENG 5th Test: শুভমানের দোষেই পঞ্চম টেস্টে হারের মুখে ভারত? প্রশ্ন তুললেন অশ্বিন

Shubman Gill Captaincy: পঞ্চম টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল আপাতত হারের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। শুভমান গিল ম্য়াচের চতুর্থ দিন একটা বড়সড় ভুল করে বসলেন। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

Shubman Gill Captaincy: পঞ্চম টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল আপাতত হারের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। শুভমান গিল ম্য়াচের চতুর্থ দিন একটা বড়সড় ভুল করে বসলেন। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill Century

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল

Shubman Gill: পঞ্চম টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত হারের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্য়েই শুরু হচ্ছে অন্তিম দিনের খেলা। ইংল্যান্ডের (India vs England) জয়ের জন্য আর দরকার মাত্র ৩৫ রান। সিরিজটা ২-২ ব্যবধানে ড্র করতে হলে টিম ইন্ডিয়াকে আপাতত মিরাকল কিছু করতে হবে। চতুর্থ দিন হ্যারি ব্রুক এবং জো রুটের পার্টনারশিপ ম্যাচটা সম্পূর্ণভাবে একপেশে করে দিয়েছে। দুজনে মিলে ১৯৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। যদিও শুভমান গিল ম্য়াচের চতুর্থ দিন একটা বড়সড় ভুল করে বসলেন। আর সেটা এড়িয়ে গেল গৌতম গম্ভীরের নজরও। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

Advertisment

Siraj Catch Miss Incident: সিরাজ তো নিমিত্ত! ক্রিকেট ইতিহাসে ৪ স্মরণীয় ক্যাচ মিসের ঘটনা জানেন?

শুভমানের ভুলটা ধরিয়ে দিলেন অশ্বিন

Advertisment

রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, ইংল্যান্ড ক্রিকেট দল যখন ঝড়ের গতিতে রান তুলছিল, সেইসময় ওয়াশিংটন সুন্দরকে আরও আগে কাজে লাগানো উচিত ছিল। এটাকে শুভমান গিলের 'ভুল' বলেই উল্লেখ করলেন অশ্বিন।

IND vs ENG 5th Test: ভারতের আশায় রোলার চালাবে ইংল্যান্ড! ওলি পোপের এক সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ হবে সিরাজদের

তিনি বললেন, 'স্পিনারদের সঠিকভাবে ব্যবহার না করার প্রসঙ্গে এবার আলোচনা করা যাক। আমার মনে হয়, এই সিরিজে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যথেষ্ট সচেতনতার অভাব ছিল। মাঠের ভিতরে এবং বাইরে সঠিক রণনীতি দেখতে পাওয়া যায়নি। আর সেকারণেই ইংল্যান্ড আমাদের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে। আমি মনে করি, অধিনায়ক হিসেবে শুভমান গিলের আরও উন্নতি প্রয়োজন। এখনও অনেক কিছু শেখার বাকি রয়েছে। কিন্তু, কখনও কখনও স্পিন বোলারদের ভাল খেলেন। সেইসময় স্পিন আক্রমণ নিয়ে আসা একেবারেই উচিত নয়। এরজন্য সঠিক সময়ের প্রয়োজন। স্পিনাররা অনেক সময় ডিফেন্ডিং অপশন হয়ে যায়।'

Shubman Gill Record: ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে শুভমান, ভারতীয় টেস্ট ক্রিকেটে প্রথমবার হবে এই 'কারনামা'!

'এমন ভুল করা একেবারেই উচিত নয়'

টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ-স্পিনার আরও যোগ করেছেন, 'হ্যারি ব্রুক যখন আক্রমণাত্মক ব্যাটিং শুরু করল, সেই সময় ২০ রানের পর থেকেই স্পিনারদের আক্রমণে নিয়ে আসা যেত। অন্যদিক থেকে নাহয় আক্রমণ করত পেস বোলাররা। এটা মাথায় রেখেই সুন্দরকে আরও দ্রুত আক্রমণে নিয়ে আসা উচিত ছিল।'

Ravichandran Ashwin Indian Cricket Team Shubman Gill India vs England