IND vs ENG: শুভমান বা সিরাজ নয়, এই তারকা-ই টিম ইন্ডিয়ার লাকি চার্ম, হারেননি একটিও টেস্ট ম্যাচ

Dhruv Jurel Unique Record: উত্তরপ্রদেশের এই তরুণ ক্রিকেটার এখন পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছেন। যার মধ্যে সর্বশেষ ছিল ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ, যেখানে ভারত ৬ রানে ঐতিহাসিক জয় পায়।

Dhruv Jurel Unique Record: উত্তরপ্রদেশের এই তরুণ ক্রিকেটার এখন পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছেন। যার মধ্যে সর্বশেষ ছিল ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ, যেখানে ভারত ৬ রানে ঐতিহাসিক জয় পায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Druv Jurel Unique Record: ওভাল টেস্টে বিরল রেকর্ড গড়লেন ধ্রুব জুরেল

Druv Jurel Unique Record: ওভাল টেস্টে বিরল রেকর্ড গড়লেন ধ্রুব জুরেল

Dhruv Jurel Unique Record against England: ভারতের উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel) এমন এক বিরল রেকর্ড গড়েছেন, যা শুনলে অবাক হতেই হয়। এখনও পর্যন্ত যতবারই তিনি ভারতের হয়ে টেস্ট খেলেছেন, ততবারই ভারত জয় পেয়েছে। কোনও টেস্টে হার তাঁর কেরিয়ারে এখনও নেই।

Advertisment

উত্তরপ্রদেশের এই তরুণ ক্রিকেটার এখন পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছেন। যার মধ্যে সর্বশেষ ছিল ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ (IND vs ENG), যেখানে ভারত ৬ রানে ঐতিহাসিক জয় পায়। এই ম্যাচ ছিল অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির শেষ টেস্ট, যা ভারত ২-২ সমতায় শেষ করে।

বিশ্বরেকর্ডের পথে জুরেল

Advertisment

বিনা পরাজয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার বিশ্বরেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার এল্ডিন ব্যাপ্টিস্টের নামে। তিনি সাত বছরের কেরিয়ারে ১০টি টেস্ট খেলেছিলেন এবং প্রতিটিতেই জয় পেয়েছিলেন। যদিও ব্যাট ও বল হাতে তাঁর পারফরম্যান্স ছিল মাঝারি মানের। ব্যাপ্টিস্ট ১৬টি ডিসমিসাল ও ২৩৩ রান করেছিলেন।

আরও পড়ুন একা সিরাজে রক্ষে নেই, তায় কৃষ্ণ দোসর! পেস যুগলবন্দিতে ৫৬ বছরের রেকর্ড চুরমার

ধ্রুব জুরেলের ক্ষেত্রেও পরিস্থিতি কিছুটা একই রকম। তবে পারফরম্যান্সের দিক থেকে তিনি নজর কেড়েছেন।

পন্থের চোটে এল সুযোগ, কাজে লাগালেন জুরেল

২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থের অনুপস্থিতিতে অভিষেক হয় ধ্রুব জুরেলের। ৪ ইনিংসে ৬৩.৩৩ গড়ে ১৯০ রান করেন তিনি। যদিও পরে পন্থ ফিট হয়ে দলে ফিরে এলে জুরেলকে বাইরে যেতে হয়। এরপর আবার ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে ফের সুযোগ পান।

আরও পড়ুন ব্রিটিশদের বিরুদ্ধে ঐতিহাসিক জয়, WTC পয়েন্ট টেবিলে 'সোনায় সোহাগা' ভারতের

প্রথম টেস্টে (পার্থে) সুযোগ পেলেও ভাল করতে পারেননি। দুটি ইনিংসে করেন মাত্র ১২ রান।

ইংল্যান্ড সফরে অদ্ভুত পরিস্থিতিতে কিপিং

এই সফরে ধ্রুব জুরেলের ভূমিকা বেশ অদ্ভুত ছিল। তৃতীয় টেস্টে ঋষভ পন্থ ব্যাটিং করতে পারলেও কিপিং করতে পারেননি। তখন জুরেল, একাদশে না থেকেও, কিপিং করেন।

চতুর্থ টেস্টে আবার পন্থ ফিরে আসেন, কিন্তু ব্যাটিংয়ের সময় ফের চোট পান। তখনও কিপিং করেন জুরেল। শেষ টেস্টে পন্থ খেলতে পারেননি এবং অবশেষে প্লেয়িং ইলেভেনে সুযোগ পান ধ্রুব জুরেল।

ওভাল টেস্টে জুরেল ব্যাট হাতে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ১৯ ও ৩৪ রান করে দলের জয়ে অবদান রাখেন।

আরও পড়ুন কোন মন্ত্রে ওভালে 'মিয়াঁ ম্যাজিক', ঐতিহাসিক জয়ের পর ফাঁস করলেন সিরাজ নিজেই

ভবিষ্যতের সম্ভাবনা

ধ্রুব জুরেল হয়তো এখনও নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি, তবে প্রতি ম্যাচেই জয়ের সঙ্গে তাঁর নাম জড়িয়ে যাওয়া নিঃসন্দেহে একটা শুভ সংকেত। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য তিনি হতে পারেন একজন নির্ভরযোগ্য উইকেটকিপার ব্যাটার, যাঁর প্রতিটি সুযোগ দলের জন্য সাফল্য বয়ে আনে।

Mohammed Siraj Shubman Gill Dhruv Jurel IND vs ENG