Mohammed Siraj Prasidh Krishna creates history: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের (IND vs ENG) রোমাঞ্চ বহু বছর ধরে ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে গেঁথে থাকবে। শুভমান গিলের অসাধারণ ৭৫৪ রান কিংবা মহম্মদ সিরাজের ২৩ উইকেট, এমন পারফরম্যান্স ভারতীয়দের হৃদয় জয় করে নিয়েছে। ২-২ তে শেষ হওয়া এই সিরিজ শুধুমাত্র সমতা নয়, রেকর্ডের ক্ষেত্রেও এক অনন্য অধ্যায় হয়ে থাকল।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিসংখ্যানগুলির একটি ছিল ওভাল টেস্টে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও প্রসিদ্ধ কৃষ্ণের (Prasidh Krishna) যুগলবন্দি পারফরম্যান্স। এই দুই পেসার টেস্ট ম্যাচের দুই ইনিংসে ৪ বা তার বেশি উইকেট নিয়ে ৫৬ বছর আগের একটি বিরল রেকর্ড ভেঙে ফেললেন, যা ১৯৬৯ সালের পর আর দেখা যায়নি।
আরও পড়ুন রোনাল্ডোই অনুপ্রেরণা! প্রয়াত বাবার জন্য ওভাল টেস্ট জিতিয়ে আবেগি সিরাজ
ওভালে নতুন যুগ, ফিরে এল পুরনো স্মৃতি
ইংল্যান্ডের প্রথম ইনিংসে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ দুজনেই ৪টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে সিরাজ ৫টি এবং প্রসিদ্ধ আরও ৪টি উইকেট তুলে নেন। অর্থাৎ এই দুই বোলার মিলে পুরো ম্যাচে ১৭টি উইকেট শিকার করেন।
এমন ঘটনা টেস্ট ইতিহাসে ভারতীয়দের জন্য দ্বিতীয় বার ঘটল। এর আগে একমাত্র ১৯৬৯ সালে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন কাণ্ড ঘটিয়েছিলেন কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদী ও এরাপল্লি প্রসন্ন। সেবারও তাঁরা প্রথম ইনিংসে ৪টি করে এবং দ্বিতীয় ইনিংসে ৫টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ১০৭ রানে অলআউট করে দেন। সেই ম্যাচে ভারত ৭ উইকেটে জয় পায়।
আরও পড়ুন কোন মন্ত্রে ওভালে 'মিয়াঁ ম্যাজিক', ঐতিহাসিক জয়ের পর ফাঁস করলেন সিরাজ নিজেই
ভারতীয় বোলিং যুগলদের ইতিহাসে এক ঝলক
ভারতের বোলিং ইতিহাসে যুগল আক্রমণের গুরুত্ব সর্বদাই বড়।
- ১৯৬০-৭০ এর দশকে বেদী, প্রসন্ন, এবং ভেঙ্কটরাঘবনের স্পিন ত্রয়ী ছিল অপ্রতিরোধ্য।
- ১৯৮০ দশকে কপিল দেব ও মনোজ প্রভাকরের পেস জুটি ভারতকে নতুন বলের আক্রমণে শক্তি জুগিয়েছিল।
- নয়ের দশকে অনিল কুম্বলে, ভেঙ্কটপতি রাজু ও রাজেশ চৌহানের ঘূর্ণি ত্রয়ী ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখত।
- ২০০০-এর দশকে কুম্বলে-হরভজন সিং জুটি দাপট দেখিয়েছেন।
- ২০১০-এর দশকে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার স্পিন যুগল প্রতিপক্ষের মাথাব্যথার কারণ ছিল।
- একই সময়ে পেস বিভাগে উঠে এল বুমরাহ-শামির আক্রমণ।
তবুও, ১৯৬৯ সালের ঐতিহাসিক কীর্তির পুনরাবৃত্তি হয়নি এত বছর। ওভালে সিরাজ ও প্রসিদ্ধ সেই ইতিহাসকেই আবার ফিরিয়ে আনলেন।
আরও পড়ুন ওভালে ঐতিহাসিক জয়ের কৃত্বিত্ব শুধু ২ জনের, গিল-গম্ভীরের নামই নিলেন না কোহলি
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ
সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর এই যুগলবন্দি শুধু এক ম্যাচে নয়, ভবিষ্যতের জন্য একটি বার্তা, ভারতীয় পেস আক্রমণ এখন আর অতীতে নির্ভর নয়, বরং নিজেদের নতুন পরিচয়ে গর্বিত।
এই টেস্ট সিরিজ ভারতের কাছে শুধুমাত্র ফলাফল নয়, বরং একটি প্রজন্মান্তরের বোলিং গৌরবের পুনর্জন্ম, যার মূল দুই স্তম্ভ মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।