WTC Points Table: শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্য়াচে জয়লাভ করে সিরিজ ড্র করেছে। শেষ ম্য়াচে টিম ইন্ডিয়া (India vs England) লা-জবাব পারফরম্য়ান্স করেছে। আর সেকারণেই তারা সিরিজের অন্তিম ম্য়াচে জয়লাভ করেছে। আর এই জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস টেবিলে (WTC Points Table 2025-27) টিম ইন্ডিয়া একটা বড়সড় লাফ দিয়েছে। আর সেইসঙ্গে ইংল্যান্ড ক্রিকেট দল চরম লোকসানের মুখে পড়েছে। যদিও অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখনও পর্যন্ত শীর্ষস্থানেই নিজেদের রাজত্ব কায়েম রয়েছে।
IND vs ENG: শিশুর মতো নেচে-কুঁদে অস্থির গম্ভীর, কোচকে কোলে তুলে নাচ মর্কেলের, ড্রেসিংরুমের Video Viral
পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিল প্রকাশ্যে এসেছে। এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এখনও পর্যন্ত তিনটে ম্য়াচের মধ্যে অজিরা তিনটেতেই জয়লাভ করেছে। অস্ট্রেলিয়ার PCT আপাতত ১০০। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। শ্রীলঙ্কা এখনও পর্যন্ত দুটো ম্য়াচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় খেলেছে। তার মধ্যে একটা ম্য়াচে জয়লাভ করেছে। আর একটা ম্য়াচ ড্র হয়েছে। এখনও পর্যন্ত তারা একটাও টেস্ট ম্য়াচ হারেনি। সেকারণে লঙ্কাবাহিনীর PCT ৬৬.৬৭।
IND vs ENG: ওভালে ঐতিহাসিক জয়ের কৃত্বিত্ব শুধু ২ জনের, গিল-গম্ভীরের নামই নিলেন না কোহলি
ভারতীয় ক্রিকেট দল লাফ দিয়ে তিন নম্বরে উঠেছে
ইংল্যান্ডকে হারিয়ে টিম ইন্ডিয়া আপাতত তৃতীয় স্থানে উঠে এসেছে। ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাঁচটা ম্য়াচ খেলেছে। এরমধ্য়ে জোড়া ম্য়াচে টিম ইন্ডিয়া জয়লাভ করেছে। আর ২ ম্যাচে টিম ইন্ডিয়া হেরে গিয়েছে। আর একটা ম্য়াচ তারা ড্র করেছে। ভারতের PCT ৪৬.৬৭। অন্যদিকে, ইংল্যান্ড ক্রিকেট দল আপাতত চার নম্বরে নেমে গিয়েছে। ইংল্যান্ডও পাঁচটা ম্য়াচ খেলেছে। এরমধ্যে ২ ম্য়াচে তারা জয়লাভ করেছে। ২ ম্য়াচে হেরেছে। আর একটা ম্য়াচ ড্র করেছে। ব্রিটিশদের PCT আপাতত ৪৩.৩৩ রয়েছে।
IND vs ENG 5th Test: 'সিরাজ কোনওদিন ভারতকে ডোবায়নি', ওভালের কীর্তিমানকে প্রশংসায় ভরালেন সৌরভ
বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের অবস্থান
এই তালিকায় বাংলাদেশ ক্রিকেট দল আপাতত ৫ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। তারা ২ ম্য়াচ খেলেছে। এরমধ্যে একটা ম্য়াচে তারা হেরে গিয়েছে, আর একটা ম্য়াচ ড্র করেছে। ষষ্ঠ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তারা এখনও পর্যন্ত তিনটে ম্য়াচ খেলেছে। কিন্তু, এরমধ্যে একটাও ম্য়াচ তারা জিততে পারেনি। প্রত্যেকটা ম্য়াচই তারা হেরে গিয়েছে। সেকারণে ক্যারিবিয়ানদের PCT আপাতত শূন্য।