IND vs ENG Edgbaston Test: অসাধ্য সাধন করেছেন শুভমান! শচীন থেকে বিরাট, কে কী বললেন?

IND vs ENG Edgbaston Test 2025: এজবাস্টন টেস্ট ম্য়াচ জিতে এক নতুন ইতিহাস রচনা করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। ক্রিকেট বিশ্বজুড়ে বইতে শুরু করেছে প্রশংসার বন্য়া।

IND vs ENG Edgbaston Test 2025: এজবাস্টন টেস্ট ম্য়াচ জিতে এক নতুন ইতিহাস রচনা করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। ক্রিকেট বিশ্বজুড়ে বইতে শুরু করেছে প্রশংসার বন্য়া।

author-image
Koushik Biswas
New Update
Shubman Gill

শচীন থেকে বিরাট, শুভমানের প্রশংসায় উচ্ছ্বসিত সকলেই

IND vs ENG 2nd Test Match: দ্বিতীয় টেস্ট ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩৬ রানের ঐতিহাসিক জয় হাসিল করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বার্মিংহামে এটাই ভারতের প্রথম টেস্ট ম্য়াচ জয়। এশিয়া মহাদেশের প্রথম দল হিসেবে টিম ইন্ডিয়া এই মাঠে পতাকা ওড়াল। এই জয়ের পর টিম ইন্ডিয়াকে কার্যত শুভেচ্ছায় মুড়ে দিলেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার প্রাক্তনীরা অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। 

Advertisment

IND vs ENG Turning Point: এক দুরন্ত ঘূর্ণি-ই পাল্টে দিল ম্যাচ! টিম ইন্ডিয়ার দাপটে বার্মিংহামে দর্পচূর্ণ ইংরেজদের

এজবাস্টনে ইতিহাস রচনা করলেন ভারত

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির শেষ চারটে ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের কাছে প্রত্যাবর্তনের বড় সুযোগ ছিল। এমনকী, এজবাস্টনে টিম ইন্ডিয়ার রেকর্ডও খুব একটা ভাল ছিল না। বার্মিংহাম ইংল্যান্ডের সেই তিনটে জায়গার মধ্যে একটা, যেখানে টিম ইন্ডিয়া কখনই জিততে পারেনি। এই ম্য়াচের আগে ভারত বার্মিংহামে আটটি ম্য়াচ খেলছিল। এরমধ্যে ৭ ম্যাচেই টিম ইন্ডিয়া হেরে যায়। একটি ম্য়াচ ড্র হয়েছিল। কিন্তু, শুভমানের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটাররা এই লজ্জার রেকর্ড মুছে দেন। এজবাস্টনে লেখা হয় এক নতুন ইতিহাস।

Advertisment

5 Indian Cricketers: এই ৫ ক্রিকেটারই এজবাস্টনে জেতাল ভারতকে, গর্বিত গোটা দেশ

ভারত প্রথম ইনিংসে ৫৮৭ রান করেছিল। ইংল্যান্ডকে ৪০৭ রানে অলআউট করে টিম ইন্ডিয়া ১৮০ রানের লিড নিয়ে ফেলে। শুভমান গিলের শতরানের দৌলতে টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং দাপট অব্যাহত রাখে। ৬ উইকেটে ৪২৭ রান তুলে তারা ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ছিল ৬০৮ রানের টার্গেট। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭১ রানে অলআউট হয়ে যায়। আর ভারত সহজেই এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়।\

IND vs ENG Akash Deep: 'এই পারফরম্যান্স ওঁর জন্য', ক্যানসার আক্রান্ত দিদিকে ঐতিহাসিক জয় উৎসর্গ আকাশদীপের

শুভেচ্ছা জানালেন শচীন-বিরাট

ভারতীয় ক্রিকেট দলের এই জয়ের পর টিম ইন্ডিয়ার প্রাক্তনীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি, হরভজন সিং এবং ইরফান পাঠানের মতো ক্রিকেটাররা শুভমান গিলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। আসুন দেখে নেওয়া যাক, কে কী প্রতিক্রিয়া দিলেন:

এশিয়া মহাদেশের প্রথম অধিনায়ক হিসেবে বার্মিংহাম জিতলেন গিল

লি়ডসে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলকে লজ্জার পরাজয় স্বীকার করতে হয়েছিল। এরপর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং টেস্ট অধিনায়ক শুভমান গিলকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু, গিল ভেঙে পড়েননি।

5 Records by Shubman Gill: শুভমানের ৫ রেকর্ডে 'পরাধীন' ইংরেজরা, ব্রিটিশ তল্লাটে উড়ল ভারতের পতাকা

ইংল্যান্ডের কঠিন দূর্গ এজবাস্টনে জয়লাভ করে এই সিরিজে দুর্দান্ত কামব্যাক করেছে। শুভমানের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই প্রথমবার কোনও টেস্ট ম্য়াচে জয়লাভ করল। পাশাপাশি এশিয়া মহাদেশের প্রথম ক্রিকেট অধিনায়ক হিসেবে বার্মিংহাম টেস্ট জিতলেন গিল।

Virat Kohli Sachin Tendulkar Indian Cricket Team Shubman Gill IND vs ENG 2nd Test Match