India vs England: ভারতীয় ক্রিকেট দল তৃতীয় দিনের শেষে (IND vs ENG 2nd Test Match) ইংল্যান্ডের থেকে আপাতত ২৪৪ রানে এগিয়ে রয়েছে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৭ রান করেছিল। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) করেছিল ৫৮৭ রান। দ্বিতীয় ইনিংস টিম ইন্ডিয়া ১ উইকেট হারালেও ৬৪ রান করে ফেলেছে। যাইহোক, প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে আকাশ দীপ (Akash Deep) এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj) দুর্দান্ত বল করলেন। সিরাজের ঝুলিতে এসেছে ৬ উইকেট। অন্যদিকে, আকাশ দীপ শিকার করেছেন ৪ উইকেট। কিন্তু, এই দুই পেসারই অল্পের জন্য হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন।
শুরুর দিকে সাফল্য এনে দেন আকাশ দীপ
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারটা করতে এসেছিলেন বাংলার পেস তারকা আকাশ দীপ। এই ওভারের চতুর্থ বলেই তিনি বেন ডাকেটের উইকেট শিকার করেন। স্লিপে দাঁড়িয়ে একটি অসাধারণ ক্যাচ তালুবন্দি করেন শুভমান গিল। এরপর ওভারের পঞ্চম বলে তিনি অলি পোপকেও প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। বলটা ফ্লিক করেছিলেন পোপ। কিন্তু, কেএল রাহুল ক্যাচ ধরে নেন। টানা ২ বলে জোড়া উইকেট শিকার করে আকাশ দীপ হ্যাটট্রিকের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন। এরপর ব্যাট করতে নামেন জো রুট। তিনি হ্যাটট্রিক বলটা খুব সহজেই খেলেন। শেষপর্যন্ত আকাশ দীপের স্বপ্ন চুরমার হয়ে যায়।
IND vs ENG 2nd Test: ১৪৮ বছরে এই প্রথমবার, টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা একেবারেই বিরল!
রুটকে প্যাভিলিয়নে ফেরত পাঠান সিরাজ
ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসের ২২ ওভারে বল করতে এসেছিলেন মহম্মদ সিরাজ। এই ওভারের তৃতীয় বলে তিনি জো রুটকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। রুট এই বলটা ফ্লিক করতে গিয়েছিলেন। কিন্তু, বলটা তাঁর ব্যাটের কানায় লেগে উইকেটকিপার ঋষভ পন্থের কাছে চলে যায়। ঋষভ ক্যাচ নিতে কোনও ভুল করেননি।
Yashasvi Jaiswal Out: অভদ্র আচরণ ব্রিটিশদের, ব্যাপক ঝামেলার পর আউট যশস্বী! দেখুন ভিডিও
সিরাজের ডেলিভারির কোনও জবাব ছিল স্টোকসের কাছে
এরপর এই ওভারের চতুর্থ বলে বেন স্টোকসকে একটি শর্ট লেংথ ডেলিভারি করেন মহম্মদ সিরাজ। বলটা বেশ অনেকটা গতিতেই উপরের দিকে উঠছিল। এই ডেলিভারিতে স্টোকস কার্যত কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান। বলটা স্টোকসের ব্যাট স্পর্শ করে সোজা ঋষভ পন্থের কাছে চলে যায়। আর এভাবেই সিরাজ পরপর ২ বলে জোড়া উইকেট শিকার করেন। তাঁর কাছে হ্যাটট্রিক উইকেট শিকার করার একটা সুবর্ণ সুযোগ এসেছিল। ওভারের পঞ্চম বলটা ফেস করেন জেমি স্মিথ। কিন্তু, তিনি সপাট একটি বাউন্ডারি হাঁকিয়ে দেন। আর এভাবেই অল্পের জন্য হ্যাটট্রিক মিস করলেন মহম্মদ সিরাজ।
IND vs ENG 2nd Test: শুভমানের ডবল সেঞ্চুরি, তারপরও 'অজানা আশঙ্কা'য় টিম ইন্ডিয়া! কারণটা জানেন?
গড়তে পারলেন না ঐতিহাসিক রেকর্ড
যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই ২ পেস বোলার সামান্য ভুল এড়াতে পারতেন, তাহলে টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার ভারতীয় বোলিং ডিপার্টমেন্ট জোড়া হ্যাটট্রিকের নজির কায়েম হত। এখন আর হাত কামড়ে কোনও লাভ নেই। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে লাল বলের ফরম্যাটে মাত্র তিনজন বোলারই হ্যাটট্রিকের রেকর্ড কায়েম করেছেন। তাঁরা হলেন - হরভজন সিং, ইরফান পাঠান এবং জসপ্রীত বুমরাহ।